শনিবার, ১৫ জুন জ্যৈষ্ঠমাসের শেষ দিন বা জ্যৈষ্ঠ সংক্রান্তি৷ ভক্ত তথা পুণ্যার্থীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ৷

Jyeshtha Sankranti Rituals: আজ জ্যৈষ্ঠ সংক্রান্তিতে বুধাদিত্য যোগ! এই বিশেষ কাজে আসবে অর্থ! লাভ করবেন পুণ্য!

শনিবার, ১৫ জুন জ্যৈষ্ঠমাসের শেষ দিন বা জ্যৈষ্ঠ সংক্রান্তি৷ ভক্ত তথা পুণ্যার্থীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ৷
শনিবার, ১৫ জুন জ্যৈষ্ঠমাসের শেষ দিন বা জ্যৈষ্ঠ সংক্রান্তি৷ ভক্ত তথা পুণ্যার্থীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ৷

 

এ বছর দিনটিতে শুক্লপক্ষের নবমী তিথি পড়েছে৷ এই দিনে তথা তিথিতে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পূজার্চনা করা হয়৷
এ বছর দিনটিতে শুক্লপক্ষের নবমী তিথি পড়েছে৷ এই দিনে তথা তিথিতে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পূজার্চনা করা হয়৷

 

এই দিনটিকে মিথুন সংক্রান্তিও বলা হয়৷ এই তিথিতে পুণ্যকালম হচ্ছে ভোর ৫.০৮ থেকে সকাল ১১.৪৭ মিনিট৷
এই দিনটিকে মিথুন সংক্রান্তিও বলা হয়৷ এই তিথিতে পুণ্যকালম হচ্ছে ভোর ৫.০৮ থেকে সকাল ১১.৪৭ মিনিট৷

 

মহা পুণ্যকালমের সময় ভোর ৫.০৮ থেকে সকাল ৭.২১ মিনিট পর্যন্ত৷
মহা পুণ্যকালমের সময় ভোর ৫.০৮ থেকে সকাল ৭.২১ মিনিট পর্যন্ত৷

 

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই তিথিতে সূর্য প্রবেশ করবে বুধে৷ ফলে বুধ এবং সূর্য অর্থাৎ আদিত্যের যৌথ প্রভাবে তৈরি হবে বুধাদিত্য যোগ৷ কী করবেন এই বিশেষ তিথিতে, সে বিষয়ে বলেছেন বিশেষজ্ঞ হিতেন্দ্রকুমার শর্মা।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই তিথিতে সূর্য প্রবেশ করবে বুধে৷ ফলে বুধ এবং সূর্য অর্থাৎ আদিত্যের যৌথ প্রভাবে তৈরি হবে বুধাদিত্য যোগ৷ কী করবেন এই বিশেষ তিথিতে, সে বিষয়ে বলেছেন বিশেষজ্ঞ হিতেন্দ্রকুমার শর্মা।
এই তিথিতে পুণ্যার্জনের জন্য নানা উপায় পালন করা হয়৷ ভোরে ঘুম থেকে উঠে স্নান করা হয় পুণ্যনদীতে৷
এই তিথিতে পুণ্যার্জনের জন্য নানা উপায় পালন করা হয়৷ ভোরে ঘুম থেকে উঠে স্নান করা হয় পুণ্যনদীতে৷

 

তার পর অর্ঘ্য নিবেদন করে সূর্যপ্রণাম করা হয়৷ বৈদিক মন্ত্র পাঠ করে সূর্যের উদ্দেশে যজ্ঞ করা হয়৷
তার পর অর্ঘ্য নিবেদন করে সূর্যপ্রণাম করা হয়৷ বৈদিক মন্ত্র পাঠ করে সূর্যের উদ্দেশে যজ্ঞ করা হয়৷

 

এই তিথিতে দানধ্যান করা অত্যন্ত পবিত্রের কাজ বলে মনে করা হয়৷ নতুন ব্যবসা শুরুর জন্যেও এই তিথি খুবই শুভ৷ অর্থোপার্জনের পথ সুগম হয়৷
এই তিথিতে দানধ্যান করা অত্যন্ত পবিত্রের কাজ বলে মনে করা হয়৷ নতুন ব্যবসা শুরুর জন্যেও এই তিথি খুবই শুভ৷ অর্থোপার্জনের পথ সুগম হয়৷

 

পুণ্যার্জনের পথ মসৃণ করতে এই তিথিতে পূজার্চনা করুন ভগবান বিষ্ণু এবং ভগবান গণেশের৷
পুণ্যার্জনের পথ মসৃণ করতে এই তিথিতে পূজার্চনা করুন ভগবান বিষ্ণু এবং ভগবান গণেশের৷