Bankura: ছাতনার বিখ্যাত পেড়া খেয়ে মুগ্ধ হয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়ও

বাঁকুড়া জেলার গ্রাম  ছাতনা… এই গ্রামের পরিচিতি মা বাসুলীর মন্দির, শুশুনিয়া পাহাড়, বড়ু চন্ডীদাস এবং ছাতনার পেড়া। শোনা যায় ১৯৬৭ সালে জনপ্রিয় হাসির ছবি ‘আশিতে আসিওনা’ -র শুটিং হয়েছিল ছাতনার শুশুনিয়া পাহাড়ে। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন কিংবদন্তী  ভানু বন্দ্যোপাধ্যায়। তিনি নাকি ছাতনার পেড়া খেয়ে মুগ্ধ হয়েছিলেন। নিয়ে গিয়েছিলেন বাড়ির জন্য-ও।  যে দোকানটি থেকে ভানু বন্দ্যোপাধ্যায় পেড়া কিনেছিলেন,  সেই দোকানটি এখনও আছে। আজ-ও  রমরমিয়ে বিক্রি হচ্ছে ছাতনার প্রসিদ্ধ পেড়া।