বজ্রাঘাতে মৃত্যু

Bankura News: এত ভয়ানক কাণ্ডও হতে পারে! সবজি তুলতে গিয়েছিলেন স্বামী-স্ত্রী, তারপর সব অন্ধকার

বাঁকুড়া: বাঁকুড়ায় বৃহস্পতিবার রাতে ভয়ানক দুর্যোগ হয়। বজ্র-বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি চলে এক নাগাড়ে। তবে মুষলধারে বৃষ্টির চেয়েও, ভয়ের কারণ হয়ে উঠেছিল ঘনঘন বাজ পড়া। গগনভেদী আওয়াজ করে আলোর ছটা! খোলা আকাশের নিচে আসতে ভয় পাচ্ছিলেন সাধারণ মানুষ। তবে জেলা জুড়ে রাতের দুর্যোগে বাজ পড়ে ক্ষতির খবর না থাকলেও। শুক্রবার সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

সকাল থেকেই ছিল ঘন কালো মেঘ। দিচ্ছিল বৃষ্টির সংকেত। এমন আবহাওয়া মাথায় করে, বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন দম্পতি। তারপরই ভয়ানক পরিণতি।

আরও পড়ুন – Mangal Gochar: মঙ্গলের গোচরে তৈরি হচ্ছে দুটি মহাপুরুষ যোগ, তিন রাশিতে একেবারে তোলপাড় করা বড় সময়

বাঁকুড়ায় শুক্রবার সাত সকালে বজ্রপাতে মৃত্যু হল স্বামী-স্ত্রীর। বড়জোড়া থানার অন্তর্গত নতুনগ্রামের ঘটনা এটি। সাত সকালে মাঠে সবজি তুলতে গিয়ে আচমকা বজ্রপাতে মৃত্যু হল স্বামী-স্ত্রীর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মৃত স্বামী স্ত্রীর নাম নিরোধ সাঁতরা বয়স ৬৪ ও তারারাণীসাঁতরা বয়স ৫৭।স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা স্বামী ও স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।বিশেষজ্ঞদের মতে আকাশে কালো মেঘ জমলে খোলা আকাশের নিচে, বিশেষ করে মাঠে-ঘাটে কিংবা ফসলের জমিতে যাওয়া উচিত নয়।

এখনও ঢোকেনি বর্ষা, তবে তার আগেই বাঁকুড়া জেলায় বাজ পড়ে মৃত্যুর খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে গোটা জেলায়। ইতিমধ্যেই কেরলে ঢুকে গেছে বর্ষা, আর মাত্র তিন থেকে চার দিনের মধ্যে রাজ্যে ঢুকবে মৌসুমী বায়ু।

নীলাঞ্জন ব্যানার্জী