ধর্মশালা 

Bankura News: ৯০ টাকায় রাত কাটান নিশ্চিন্তে…! এসি-নন এসি, সিঙ্গেল-সিক্স বেডার! দুর্দান্ত অফার দিচ্ছে ১০৫ বছরের প্রতিষ্ঠান 

বাঁকুড়া: বাঁকুড়া শহরে প্রতিদিন কাজের জন্য হাজার হাজার ব্যবসায়ী আসেন। তাদের মধ্যে কেউ বিক্রি করেন বেলুন আবার কেউ বিক্রি করেন ‘দিল্লি কা লাড্ডু’। এই অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা রাত কাটাতে আশ্রয় নেন বাঁকুড়া শহরের নূতনগঞ্জের ধর্মশালায়। রয়েছে দারুন এলাহী আয়োজন। এসি থেকে নন এসি। সিঙ্গেল থেকে সিক্স বেডার, রয়েছে সবই।

দুর্দান্ত আয়োজন বাংলার জেলায়। পর্যটকদের জন্য বড় অফার। চাইলে বাঁকুড়ার ধর্মশালায় রাত কাটাতে পারবেন মাত্র ৯০ টাকার বিনিময়ে। রাঠি এবং বাজুরিয়া পরিবার ১০৫ বছর আগে তৈরি করেন এই ধর্মশালা। ব্যবসায়ীদের থাকার কথা মাথায় রেখে তৈরি হয় এই জায়গা। ১০৫ বছর পর ২০২৪ সালেও সেই ধারা অব্যাহত।

আরও পড়ুন: ‘এইদিন’ থেকেই রাজ্য জুড়ে বৃষ্টি…! সুখবর দিল IMD! অতিভারী বৃষ্টিতে ভাসছে উত্তর! কলকাতা ভিজবে কবে? আবহাওয়ার ‘নতুন’ আপডেট

বাঁকুড়া শহরের সবচেয়ে সস্তায় রাত কাটানোর জায়গা ধর্মশালা। ৯০ টাকায় কাটাতে পারবেন রাত, এমন ৫০টি ঘর রয়েছে। তিনটি বেড, বালিশ পাবেন অতিথিরা। তবে বাইরে থেকে খাবার খেয়ে আসতে হবে। রয়েছে ব্যাবসা সামগ্রী রাখার জন্য স্টোররুম। এক একটি রুমে থাকতে পারবেন তিনজন করে।

৯০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত রুম পাওয়া যায়। যেমন ৪৪টি এসি রুম রয়েছে যা পাওয়া যায় মাত্র ৭০০ টাকায়। এর মধ্যেই রয়েছে এসি ডিলাক্স রুম যার ভাড়া ১০০০ টাকা, থাকতে পারবেন ৬ জন। এছাড়াও ধর্মশালায় বিয়েবাড়ি ভাড়া দেওয়া হয় খুবই কম মূল্যে। ৪৪ টি রুম নিয়ে বিয়েবাড়ি করলে ভাড়া ৪৪ হাজার টাকা এবং ১৮টি ঘর, রান্নাঘর এবং তিনটি মিনিহল বুক করলে দিতে হবে মাত্র ১৮০০০ টাকা। তবে মাথায় রাখতে হবে ধর্মশালায় থাকতে গেলে মদ্যপান এবং ধূমপান করা নিষেধ।

প্রায় ১০৫ বছর আগে তৈরি হয়েছিল এই প্রতিষ্ঠান। এখনও অব্যাহত রয়েছে পুরাতনের ছোঁয়া। ধর্মশালায় দেওয়াল জুড়ে রামায়ণের ভাবার্থ শ্লোক লেখা রয়েছে। রামায়ণের পাশাপাশি রয়েছে পাখিদের জল পান করার পাত্র। যারা ধর্মশালায় থাকতে আসতেন তাদের উদ্দেশ্য করেই লেখা হয়েছিল এই লেখা গুলি।

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়