ভোটের পদযাত্রা

Bankura News: ভোটের জন্য প্রস্তুত বাঁকুড়া! কি বললেন জেলাশাসক এবং পুলিশ সুপার?

বাঁকুড়া: বাঁকুড়ায় পালিত হল ভোট উৎসব। মশাল জ্বেলে, ডিএম অফিস থেকে সার্কিট হাউস পর্যন্ত একটি “ওয়কথন” অর্থাৎ পদযাত্রা পালিত হল শুক্র বার। প্রথম দফার ভোট শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, বাঁকুড়ায় ভোট ২৫ মে। সেই উপলক্ষে ঘোটকনাথ অর্থাৎ যামিনী রায়ের আঁকা বাঁকুড়ার ঘোড়াকে ম্যাসকট বানিয়ে ইলেকশন কমিশনের দ্বারা পরিচালিত একটি ভোট সংক্রান্ত জনসচেতনতা মূলক পদযাত্রা হল বাঁকুড়ায়। প্রথমেই বাঁকুড়া জেলাশাসক সিয়াদ এন এবং জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি মশাল জ্বালান, এরপর বাঁকুড়া শহরের স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয় পদযাত্রা। পদযাত্রায় উপস্থিত ছিল আদিবাসী নৃত্য এবং রন পায়ের দক্ষ শিল্পীরা। কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রথমবার ভোট দিচ্ছেন। তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।

বাঁকুড়া জেলাশাসক সিয়াদ এন জানান, “শুক্রবার আমরা ইলেকশন কমিশনের দ্বারা পরিচালিত একটি পদযাত্রা করলাম যার মাধ্যমে যারা ভোট দান করতে যোগ্য তারা যেন ভোট সম্পর্কে আরও ওয়াকিবহাল হন। ভোট দিলেই দেশ তৈরি হবে।”পদযাত্রায় অংশগ্রহণ করে বাঁকুড়ার বিভিন্ন স্কুল কলেজ যেমন বাঁকুড়া খ্রিস্টান কলেজ এবং বাঁকুড়া সম্মিলনী কলেজ। এই পদযাত্রায় অংশগ্রহণ করেন কিছু নতুন ভোটার। তাদের মধ্যে অন্যতম হলেন বাঁকুড়া সম্মিলনী কলেজ এর ছাত্র রকি দলুই। জীবনে প্রথমবার নিজের গণতান্ত্রিক অধিকার ভোটের মাধ্যমে প্রয়োগ করবেন তিনি। এই বিষয় তিনি জানান, “আগে এত বুঝতাম না। এখন বুঝতে পারছি একটি ভোটের কতটা গুরুত্ব। আমার ভোটের মাধ্যমেই প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন সেটা ভেবে আরও ভালো লাগছে।”

আরও পড়ুন : ‘লক্ষীর ভাণ্ডারের টাকা দিয়ে সংসার চলছে…’, কী ভাবে? বললেন মহিলা পটচিত্রশিল্পী

যেকোনওরকমের সমস্যা হলে পুলিশ প্রশাসন পাশে আছে বলে জানিয়েছেন বাঁকুড়ার জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি। পদযাত্রায় জেলাশাসক এবং পুলিশ সুপারকে অংশ নিতে দেখা যায় শুক্রবার। বৈভব তিওয়ারী জানান, “ভোট দেওয়া আমাদের অধিকার। আগামী ২৫ মে বাঁকুড়ায় ভোট রয়েছে। সবাই আসুন ভোট দিন। প্রশাসন একটি শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা করেছে। অভিজ্ঞতা ভালো থাকবে।”

আরও পড়ুন : সাতসকালে বড় চমক বাঁকুড়ায়! ‘লক্ষ্মীর ভান্ডার’ হাতে দুয়ারে ‘লক্ষ্মী’

এভাবেই শুরু হলবাঁকুড়াতে ভোটের উৎসব। স্কুল কলেজের পড়ুয়ারাসঙ্গে জেলার সর্বোচ্চ স্তরের প্রশাসনিক আধিকারিকরা এক তালে পা মেলালেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সবাই খুশি ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এই কর্মযজ্ঞে।

নীলাঞ্জন ব্যানার্জী