শিউলিবোনা গ্রাম

Poila Baishakh Bankura Trip: বাঁকুড়ার এই গ্রাম আসলেই লুকনো সম্পদ! পাহাড়-পলাশ-জঙ্গলে ঘেরা, পয়লা বৈশাখে ঘুরে আসুন

*বাঁকুড়ার এই বিশেষ গ্রামে গেলে পাবেন
*বাঁকুড়ার এই বিশেষ গ্রামে গেলে পাবেন “টু ইন ওয়ান” সারপ্রাইজ। পাহাড়ের সঙ্গে পলাশের সমারোহ।
*পলাশ মানে পুরুলিয়া নয়। বাঁকুড়াতেও রয়েছে পলাশে ঘেরা সুন্দর আদিবাসী গ্রাম।
*পলাশ মানে পুরুলিয়া নয়। বাঁকুড়াতেও রয়েছে পলাশে ঘেরা সুন্দর আদিবাসী গ্রাম।
*আদিবাসী অধ্যুষিত এই গ্রামের নাম শিউলিবোনা। সুন্দর সাজানো-গোছানো গ্রাম।
*আদিবাসী অধ্যুষিত এই গ্রামের নাম শিউলিবোনা। সুন্দর সাজানো গোছানো গ্রাম।
*এই গ্রামে গেলে পাবেন পাহাড়ের কোলে সূর্যোদয় এবং লাল পলাশের দেখা।
*এই গ্রামে গেলে পাবেন পাহাড়ের কোলে সূর্যোদয় এবং লাল পলাশের দেখা।
*শুশুনিয়া ফরেস্ট বিট অফিস ছাড়িয়ে সোজা কিছুটা চলে এসে ডানদিকের আঁকাবাঁকা রাস্তা ধরলেই পৌঁছে যাবেন শিউলিবোনা।
*শুশুনিয়া ফরেস্ট বিট অফিস ছাড়িয়ে সোজা কিছুটা চলে এসে ডানদিকের আঁকাবাঁকা রাস্তা ধরলেই পৌঁছে যাবেন শিউলিবোনা।
*এই গ্রামে বেড়াতে গেলে বাড়তি পাওনা দেওয়াল চিত্র। সে দেওয়াল চিত্রে দেখা যাচ্ছে আধুনিকতার ছোঁয়া।
*এই গ্রামে বেড়াতে গেলে বাড়তি পাওনা দেওয়াল চিত্র। সে দেওয়াল চিত্রে দেখা যাচ্ছে আধুনিকতার ছোঁয়া।