মোটর সাইকেল, ল্যাপটপ, আইফোন, কী নেই! অভিযানে নেমে হতবাক পুলিশ

Bardhaman News: মোটর সাইকেল, ল্যাপটপ, আইফোন… কী নেই! চুরির রুখতে অভিযানে নেমে হতবাক পুলিশ

বর্ধমান: মোটর সাইকেল, ল্যাপটপ, আইফোন কী নেই। সবই চোরাই সামগ্রী। বিভিন্ন জায়গায় চুরি করে সেসব জমা করেছিল দুষ্কৃতীরা। তাদের ডেরায় হানা দিয়ে সেসব বাজেয়াপ্ত করল পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরপর বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনার তদন্তে নেমে জামালপুর, মেমারি, শক্তিগড় ও হুগলির গুড়াপ থানার একাধিক এলাকায় অভিযান চালিয়ে ৭টি চুরি যাওয়া বাইক, একটি ল্যাপটপ ও একটি আইফোন-সহ আরও বেশ কিছু সামগ্রী উদ্ধার করল জামালপুর থানার পুলিশ।

আরও পড়ুন: হাওড়া স্টেশনে আতঙ্ক! গার্ড ছাড়াই হঠাৎ চলতে শুরু করল ব্যান্ডেল লোকাল, প্ল্যাটফর্মে ঝাঁপ যাত্রীদের!

ঘটনায় যুক্ত থাকার অভিযোগে হুগলির গুড়াপ থানার পলাশী এলাকার বাসিন্দা বাসুদেব মণ্ডল নামে এক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করে জামালপুর থানার পুলিশ। ধৃতকে আজ বর্ধমান আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ এপ্রিল জামালপুরে একটি সারের দোকানে চুরি হয়। দোকান মালিক সুদেব আদকের করা মামলার পরিপ্রেক্ষিতে তদন্তে নামে জামালপুর থানার পুলিশ। ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখে বাসুদেব মণ্ডলের খোঁজ পায় পুলিশ এবং বাসুদেব মণ্ডল সম্পর্কে গুরাপ থানায় খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে নিউটাউন থানার একটি কেসে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি আছে বাসুদেব।

ওই ঘটনার আগেই সে পূর্ব বর্ধমানে একাধিক চুরির সঙ্গে যুক্ত ছিল। এরপরই জামালপুর থানার পুলিশ বাসুদেব মণ্ডলকে নিজেদের হেফাজতে নিয়ে চুরির তদন্তে নামে। তদন্তে বাসুদেবকে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের ভিত্তিতে জামালপুর, মেমারি, শক্তিগড়, গুরাপ থানা এলাকার একাধিক জায়গায় অভিযান চালিয়ে চুরি যাওয়া সাতটি বাইক, একটি ল্যাপটপ ও একটি আইফোন-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়া বেশ কিছু নগদ টাকাও উদ্ধার করা হয় পুলিশের পক্ষ থেকে।

এসডিপিও সাউথ অভিষেক মণ্ডল জানান, উদ্ধার হওয়া সাতটি বাইকের মধ্যে ছটি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া বাইক। এছাড়াও আরও একটি উদ্ধার হওয়া বাইকের সম্পর্কে তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ধৃত বাসুদেব এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিল।