Shakib: প্রথম থেকেই আইপিএল খেলতে চান সাকিব! সিদ্ধান্ত বদলের ভাবনায় বাংলাদেশ বোর্ড

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি আয়ারল্যান্ড এর বিপক্ষে টেস্ট ম্যাচ শেষ হলে তবেই ছাড়বে সাকিব এবং লিটনকে। এমনটাই জানিয়েছিলেন চেয়ারম্যান নাজমুল হাসান পাপন। তবে সাকিব আল হাসান নিজেই নাকি ওই টেস্ট খেলতে রাজি নন। তার বদলে প্রথম থেকেই আইপিএল খেলতে চান তিনি। এটাই নাকি তার জীবনের শেষ আইপিএল হতে চলেছে।

আরও পড়ুন – KKR: ‘কেকেআরের আফগান জালেবি’! আইপিএলে গুরবাজ ঝড়ের অপেক্ষায় শাহরুখের দল

এই মর্মে বাংলাদেশ বোর্ডকে ছাড়পত্র দেওয়ার অনুরোধ করেছেন তিনি। সাকিবের থেকে চাপ খেয়ে BCB তাদের নিয়ম কিছুটা শিথিল করতে পারে। সূত্রের খবর, সাকিবকে ছেড়ে দিয়ে লিটনকে টেস্টে অধিনায়ক করা হতে পারে। সেক্ষেত্রে সাকিব খেলতে পারবেন IPL। আর লিটন টেস্টের পরে যোগ দেবেন নাইট শিবিরে।

আর সাকিবকে পুরো IPL-এর জন্যই NOC দেওয়া হবে। তবে লিটনের ক্ষেত্রে নিয়মটা একই থাকবে।মাঠে বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব সামলানোই নয়, সাকিব আল হাসান পারফরমার হিসেবেও নাম্বার ওয়ান; এর আগে দেখিয়েছেন বহুবার।আইরিশদের ৭৭ রানে উড়িয়ে এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজটা নিজেদের করে নিলো টাইগাররা।

২৪ বলে ৩ চার আর ২ ছক্কায় সাকিব অপরাজিত ছিলেন ৩৮ রানে। এরপর বল হাতে তো ছিলেন অপ্রতিরোধ্য। ঘূর্ণি জাদুতে আইরিশ ব্যাটারদের রীতিমত নাকানি চুবানি খাইয়েছেন সাকিব। ৪ ওভারে ২২ রানে নিয়েছেন ৫ উইকেট। সাকিবকে এমন ফর্মেই দেখতে চাইবেন কেকেআর সমর্থকরা।