এমনিতেই টি-২০ বিশ্বকাপেও যে মহম্মদ শামিকে পাওয়া যাবে না তা নিয়ে কোনও সন্দেহ নেই। ফলে ভারতীয় পেস অ্যাটাকে জসপ্রীত বুমরাহের পার্টনার কে হবেন তা নিয়ে জল্পনার কোনও অবসান নেই।

মহম্মদ শামি ‘পার্ট টু’ খুঁজে ফেলল বোর্ড! শামির কেরিয়ার শেষ! কে সেই ‘নতুন’ বোলার!

টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না মহম্মদ শামির। সে খবর প্রায় পাকা। জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রেখেছে বিসিসিআই।
টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না মহম্মদ শামির। সে খবর প্রায় পাকা। জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রেখেছে বিসিসিআই।
২০২৪ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টে ম্যাচের সিরিজ়‌ খেলবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্যও সেই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তখনও কি শামি পুরোপুরি ফিট হবেন না! প্রশ্ন এখন এটাই।
২০২৪ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টে ম্যাচের সিরিজ়‌ খেলবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্যও সেই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তখনও কি শামি পুরোপুরি ফিট হবেন না! প্রশ্ন এখন এটাই।
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, "শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।" তবুও কেন শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রাখছে বোর্ড!
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, “শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।” তবুও কেন শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রাখছে বোর্ড!
শামির এখন ৩৩ বছর বয়স। চোটের জন্য তিনি এবার আইপিএল খেলতে পারবেন না। টি২০ বিশ্বকাপ দলেও তাঁকে ভাবছে না বোর্ড।  এবার কি টেস্টেও শামিকে আর ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে না!
শামির এখন ৩৩ বছর বয়স। চোটের জন্য তিনি এবার আইপিএল খেলতে পারবেন না। টি২০ বিশ্বকাপ দলেও তাঁকে ভাবছে না বোর্ড। এবার কি টেস্টেও শামিকে আর ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে না!
জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে উমরান মালিককে ভাবছে বোর্ড। আর সেই জন্য তাঁর সঙ্গে চুক্তিও সেরে রেখেছে বিসিসিআই।
জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে উমরান মালিককে ভাবছে বোর্ড। আর সেই জন্য তাঁর সঙ্গে চুক্তিও সেরে রেখেছে বিসিসিআই।
জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের ক্রিকেট সংস্থাকে বোর্ড নির্দেশ দিয়েছিল, শামিকে যেন ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেলানো হয়।
জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের ক্রিকেট সংস্থাকে বোর্ড নির্দেশ দিয়েছিল, শামিকে যেন ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেলানো হয়।
বুমহার, সিরাজ, শামির কম্বিনেশন আর থাকবে না। হবে বুমরাহ, সিরাজ ও উমরানের জোট। ভারতীয় পেসারদের এই দল অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত পারফর্ম করতে পারে বলে আশা করছে বোর্ড।
বুমহার, সিরাজ, শামির কম্বিনেশন আর থাকবে না। হবে বুমরাহ, সিরাজ ও উমরানের জোট।
ভারতীয় পেসারদের এই দল অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত পারফর্ম করতে পারে বলে আশা করছে বোর্ড।
শামি যখন চোটে কাবু, উমরান তখন রনজিতে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছিলেন। তাঁকে আরও বেশি করে লাল বলের ক্রিকেটে খেলাতে চাইছে বোর্ড।
শামি যখন চোটে কাবু, উমরান তখন রনজিতে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছিলেন। তাঁকে আরও বেশি করে লাল বলের ক্রিকেটে খেলাতে চাইছে বোর্ড।
বোর্ডের কর্তারা মনে করছেন, লাগাতার জোরে বল করার দক্ষতা রয়েছে উমরানের। অনেকটা শামির মতো। আর সেই গতিতেই তিনি বিদেশের মাঠে ভাল কিছু করতে পারেন বলে আশা করছেন বোর্ড কর্তারা।
বোর্ডের কর্তারা মনে করছেন, লাগাতার জোরে বল করার দক্ষতা রয়েছে উমরানের। অনেকটা শামির মতো। আর সেই গতিতেই তিনি বিদেশের মাঠে ভাল কিছু করতে পারেন বলে আশা করছেন বোর্ড কর্তারা।