Tag Archives: Umran Malik

বিশ্বকাপে মহম্মদ শামির বদলি কে? এই দুই বোলারের মধ্যে লড়াই! ভারতীয় দলে বড় চমক

টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না মহম্মদ .শামির। সে খবর প্রায় পাকা। জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রেখেছে বিসিসিআই।
টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না মহম্মদ শামির। সে খবর প্রায় পাকা। জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রেখেছে বিসিসিআই।
২০২৪ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টে ম্যাচের সিরিজ়‌ খেলবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্যও সেই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তখনও কি শামি পুরোপুরি ফিট হবেন না! প্রশ্ন এখন এটাই।
২০২৪ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টে ম্যাচের সিরিজ়‌ খেলবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্যও সেই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তখনও কি শামি পুরোপুরি ফিট হবেন না! প্রশ্ন এখন এটাই।
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, "শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।" তবে বিশ্বকাপে শামির আর খেলা হচ্ছে না।
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, “শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।” তবে বিশ্বকাপে শামির আর খেলা হচ্ছে না।
কিছুদিন আগে শামি একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবি দেখে বোঝা যাচ্ছে, তিনি এখনও হাঁটতে পারছেন না। ফলে টি২০ বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নেই।
কিছুদিন আগে শামি একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবি দেখে বোঝা যাচ্ছে, তিনি এখনও হাঁটতে পারছেন না। ফলে টি২০ বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নেই।
এখন প্রশ্ন হল, শামির বদলে কোন বোলারকে নেওয়া হবে ভারতীয় দলে! দুজন বোলারের নাম ভাসছে আপাতত।
এখন প্রশ্ন হল, শামির বদলে কোন বোলারকে নেওয়া হবে ভারতীয় দলে! দুজন বোলারের নাম ভাসছে আপাতত।
ভারতীয় দল এখন তৃতীয় পেসারের খোঁজে। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের পর তৃতীয় পেসার হিসেবে কাকে বেছে নেবে বিসিসিআই!
ভারতীয় দল এখন তৃতীয় পেসারের খোঁজে। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের পর তৃতীয় পেসার হিসেবে কাকে বেছে নেবে বিসিসিআই!
মহম্মদ শামির বদলি হিসেবে উমরান মালিককে ভাবছিল বিসিসিআই। সেই জন্য বোর্ডের তরফে কাশ্মীর ক্রিকেট সংস্থাকে বলা হয়েছিল, উমরানকে যেন ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেলানো হয়!
মহম্মদ শামির বদলি হিসেবে উমরান মালিককে ভাবছিল বিসিসিআই। সেই জন্য বোর্ডের তরফে কাশ্মীর ক্রিকেট সংস্থাকে বলা হয়েছিল, উমরানকে যেন ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেলানো হয়!
এখন শোনা যাচ্ছে, শামির বদলি হিসেবে বিসিসিআই-এর চিন্তায় এখন মায়াঙ্ক যাদবও রয়েছেন। আইপিএলে তাঁর দুরন্ত পারফরম্যান্স নির্বাচকদের নতুন করে ভাবাচ্ছে।
এখন শোনা যাচ্ছে, শামির বদলি হিসেবে বিসিসিআই-এর চিন্তায় এখন মায়াঙ্ক যাদবও রয়েছেন। আইপিএলে তাঁর দুরন্ত পারফরম্যান্স নির্বাচকদের নতুন করে ভাবাচ্ছে।

মহম্মদ শামি ‘পার্ট টু’ খুঁজে ফেলল বোর্ড! শামির কেরিয়ার শেষ! কে সেই ‘নতুন’ বোলার!

টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না মহম্মদ শামির। সে খবর প্রায় পাকা। জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রেখেছে বিসিসিআই।
টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না মহম্মদ শামির। সে খবর প্রায় পাকা। জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রেখেছে বিসিসিআই।
২০২৪ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টে ম্যাচের সিরিজ়‌ খেলবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্যও সেই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তখনও কি শামি পুরোপুরি ফিট হবেন না! প্রশ্ন এখন এটাই।
২০২৪ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টে ম্যাচের সিরিজ়‌ খেলবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্যও সেই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তখনও কি শামি পুরোপুরি ফিট হবেন না! প্রশ্ন এখন এটাই।
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, "শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।" তবুও কেন শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রাখছে বোর্ড!
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, “শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।” তবুও কেন শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রাখছে বোর্ড!
শামির এখন ৩৩ বছর বয়স। চোটের জন্য তিনি এবার আইপিএল খেলতে পারবেন না। টি২০ বিশ্বকাপ দলেও তাঁকে ভাবছে না বোর্ড।  এবার কি টেস্টেও শামিকে আর ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে না!
শামির এখন ৩৩ বছর বয়স। চোটের জন্য তিনি এবার আইপিএল খেলতে পারবেন না। টি২০ বিশ্বকাপ দলেও তাঁকে ভাবছে না বোর্ড। এবার কি টেস্টেও শামিকে আর ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে না!
জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে উমরান মালিককে ভাবছে বোর্ড। আর সেই জন্য তাঁর সঙ্গে চুক্তিও সেরে রেখেছে বিসিসিআই।
জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে উমরান মালিককে ভাবছে বোর্ড। আর সেই জন্য তাঁর সঙ্গে চুক্তিও সেরে রেখেছে বিসিসিআই।
জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের ক্রিকেট সংস্থাকে বোর্ড নির্দেশ দিয়েছিল, শামিকে যেন ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেলানো হয়।
জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের ক্রিকেট সংস্থাকে বোর্ড নির্দেশ দিয়েছিল, শামিকে যেন ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেলানো হয়।
বুমহার, সিরাজ, শামির কম্বিনেশন আর থাকবে না। হবে বুমরাহ, সিরাজ ও উমরানের জোট। ভারতীয় পেসারদের এই দল অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত পারফর্ম করতে পারে বলে আশা করছে বোর্ড।
বুমহার, সিরাজ, শামির কম্বিনেশন আর থাকবে না। হবে বুমরাহ, সিরাজ ও উমরানের জোট।
ভারতীয় পেসারদের এই দল অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত পারফর্ম করতে পারে বলে আশা করছে বোর্ড।
শামি যখন চোটে কাবু, উমরান তখন রনজিতে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছিলেন। তাঁকে আরও বেশি করে লাল বলের ক্রিকেটে খেলাতে চাইছে বোর্ড।
শামি যখন চোটে কাবু, উমরান তখন রনজিতে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছিলেন। তাঁকে আরও বেশি করে লাল বলের ক্রিকেটে খেলাতে চাইছে বোর্ড।
বোর্ডের কর্তারা মনে করছেন, লাগাতার জোরে বল করার দক্ষতা রয়েছে উমরানের। অনেকটা শামির মতো। আর সেই গতিতেই তিনি বিদেশের মাঠে ভাল কিছু করতে পারেন বলে আশা করছেন বোর্ড কর্তারা।
বোর্ডের কর্তারা মনে করছেন, লাগাতার জোরে বল করার দক্ষতা রয়েছে উমরানের। অনেকটা শামির মতো। আর সেই গতিতেই তিনি বিদেশের মাঠে ভাল কিছু করতে পারেন বলে আশা করছেন বোর্ড কর্তারা।

Indian Cricke Team: ‘দুধের ওপর থেকে মাছির মতো’- পারফরমার ক্রিকেটারকে বাদ দেওয়ায় বিসিসিআইকে তোপ দাগলেন প্রাক্তন ক্রিকেটার

নয়াদিল্লি:  নিজের স্বার্থের জন্য ব্যবহার করে তারপর তাঁকে জাস্ট ছুঁড়ে ফেলে দেওয়া। এমন ধরণের অভিযোগের তির ছুঁড়লেন বিসিসিআইয়ের দিকে৷ অভিযোগ করলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া৷  ভারতীয় ক্রিকেট দলে ৩ মাস আগেও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ফাস্ট বোলার উমরান মালিকা  কিন্তু এখন তাঁর নাম দক্ষিণ আফ্রিকা সফরের জন্যে ভাবা হয়নি।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নির্বাচিত তিনটি দলেও তার নাম নেই। এমনকি নির্বাচকরাও তাকে ভারত এ দলের যোগ্য মনে করেননি। ভারতীয় দলের প্রাক্তন টেস্ট ওপেনার এবং বর্তমান কমেন্টেটরের আকাশ চোপড়া৷ উমরানের প্রতি নির্বাচকদের উদাসীন মনোভাব দেখে অবাক হয়ে গেছেন। আকাশ চোপড়া অভিযোগ করেছেন যে উমরানকে দল থেকে এমনভাবে ছুঁড়ে দেওয়া হয়েছিল যেভাবে লোকেরা দুধ থেকে মাছি বের করে দেয়।

আরও পড়ুন – KKR Transfer: নাটক তো পুরো জমে দই! কেকেআরে আসা নিয়ে গসিপের মধ্যে কুইন্টনের এই কাণ্ড

সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে  আকাশ চোপড়া এই অভিযোগ করেন৷  তাঁকে প্রশ্ন করা হয়েছিল  উমরান মালিকের কি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অংশ হওয়া উচিত? এ বিষয়ে আকাশ বলেন, ‘‘আমার মনে হয় তাঁর নাম বিবেচনা করা উচিত। কিছুদিন আগেও আপনারা তাঁকে দলে রেখেছিলেন। আপনি তাঁকে ওয়েস্ট ইন্ডিজ বা আয়ারল্যান্ড সফরে খেলালেন। এরপর থেকে তিনি বেপাত্তা। তাঁকে দুধের ওপরের মাছির মতো ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আপনি কাউকে একটি সুযোগ দেন এবং তারপর হঠাৎ তাঁকে গায়েব করে দেন। যা আমার মতে ঠিক নয়।’’

আরও পড়ুন – Weather Update: মেগা ভোলবদল আর সময়ের অপেক্ষা, হু হু করে হিমেল হাওয়া ঢুকছে কবে থেকে, রইল ওয়েদার আপডেট

জুলাইয়ে শেষ ম্যাচ খেলেছেন উমরান মালিক
এই বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২৪ বছর বয়সী উমরান মালিক তাঁর কেরিয়ারের শেষ ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। উমরান ১০ টি একদিনের ১৩ উইকেট নিয়েছেন এবং ৮টি টি-টোয়েন্টি ম্যাচে তার নামে ১১ টি উইকেট রয়েছে। উমরানকে বলা হয় ‘ভবিষ্য কা রফতার কা সওদাগর’- অর্থাৎ ‘ভবিষ্যতের গতির সওদাগর’৷  এদিকে ওয়াকিবহাল মহল এখন তাঁর পারফরম্যান্স নিয়ে বলছেন  গতি আছে কিন্তু তাঁর বলের  লাইন লেন্থও ঘোরে৷

উমরান মালিককে ভারত ‘এ’ দলেও জায়গা দেওয়া হয়নি
আকাশ চোপড়ার মতে, ‘‘অন্তত উমরান মালিককে স্কিম অফ জিনিয়াসের মধ্যে রাখা উচিত। অবাক লাগে যখন তাঁকে ভারত এ দলেও জায়গা দেওয়া হচ্ছে না। এটা কীভাবে ঘটতে পারে যে তিন মাস আগে যে খেলোয়াড় টিম ইন্ডিয়ার অংশ ছিল সে এখন ভারত এ দলেও নেই।’’

আকাশ বলেছেন, ‘‘যতদূর টি-টোয়েন্টি দলে যোগদানের বিষয়টি নিয়ে কথা. তাঁকে আরও ভাল পারফরম্যান্স করতে হবে।’’ তাঁর অভিষেক ওয়ানডেতে, উমরান মালিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেট নেন, যেখানে তাঁর অভিষেক টি-টোয়েন্টিতে  তিনি  সেই আয়ারল্যান্ডের বিপক্ষে কোনও উইকেট পাননি।

‘উমরান দারুণ, কিন্তু আমার রেকর্ড ভাঙতে পারবে না’! চ্যালেঞ্জ শোয়েব আখতারের

#করাচি: নিজের ক্রিকেট জীবনে বিশ্বের সেরা ব্যাটম্যানদের কাছে জীবন্ত ত্রাস ছিলেন তিনি। শোয়েব আখতারকে খেলতে গিয়ে নিশ্চিন্তে থাকতেন এমন ব্যাটসম্যান খুঁজে পাওয়া যাবে না। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নিজের সেরা সময় বহু নামি ব্যাটসম্যানকে আঘাত দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০৩ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সবচেয়ে গতিসম্পন্ন ১৬১ কিলোমিটার বেগে বল করেছিলেন তিনি।

ক্রিকেটে আজ পর্যন্ত সেটাই সবচেয়ে গতিশীল বল হিসেবে ধরা হয়। ভারতের তরুণ ফাস্ট বোলার উমরান মালিক সম্প্রতি দেশের জার্সিতে সিনিয়র দলে কয়েকটা ম্যাচ খেলেছেন। শ্রীলংকার বিরুদ্ধে মুম্বইতে দুটি এবং পুনেতে তিনটি উইকেট নিয়েছেন। যেভাবে বোল্ড করেছেন হাসারাঙ্গাকে, তাতে স্পষ্ট ১৪৮ কিলোমিটার গতির বল চোখে দেখতে পাননি লঙ্কার ব্যাটসম্যান।

তবে শানাকার বিরুদ্ধে করা ১৫৫ কিলোমিটার গতির বলটাই তার দ্রুততম। এর আগে আইপিএলে দিল্লির বিরুদ্ধে ১৫৩ কিলোমিটার গতিতে বল করেছিলেন তিনি। শোয়েব আখতারকে সম্প্রতি প্রশ্ন করা হয় তরুণ ভারতীয় ফাস্ট বোলারকে নিয়ে। শোয়েব জানিয়েছেন তার দারুন লেগেছে উমরানকে। বিশেষ করে তার রান আপ, বিল্ড আপ, ছন্দ দেখার মত। কাঁধেও জোর আছে।

তিনি আশাবাদী এই ছেলে ভবিষ্যতে উন্নতি করবে আরও। তবে শোয়েব জানিয়েছেন উমরান তার রেকর্ড ভাঙলে তিনি খুশি হবেন। কিন্তু সেটা করতে গিয়ে নিজের শরীরের হাড় না ভেঙে ফেলেন। ফিট থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উমরান স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে তিনি ভারতের জার্সিতে যত সম্ভব বেশি খেলতে চান। ধারাবাহিক উইকেট নিতে চান।

সঠিক জায়গায় বল ফেলতে চান। শোয়েব আখতার নিয়ে ভাবা তার কাজ নয়। বল করার সময় তার মাথায় থাকে না কতটা গতি তুলতে পারলেন। একটাই লক্ষ্য থাকে বিপক্ষ ব্যাটসম্যানদের উইকেট তুলে নেওয়া। ছোটবেলা থেকে গতিতেই বল করতে ভালোবাসেন। আগামীদিনে ও সেটাই করতে চান। তাতে শোয়েবের রেকর্ড ভাঙলে ভাঙবে, না হলেও তার কিছু আসে যায় না।

Hardik on Umran Malik : ঝুঁকি নিয়ে শেষ ওভার উমরানকে ! পান্ডিয়া বলছেন জানতাম ওই জেতাবে

#লন্ডন: প্রথম ম্যাচে মাত্র একটি ওভার বল করতে দিয়েছিলেন উমরান মালিককে। সেটা নিয়ে কম সমালোচনা হয়নি। হার্দিক পান্ডিয়া দ্বিতীয় ম্যাচে তাই সম্পূর্ণ চার ওভার বল করতে দিলেন কাশ্মীরি পেসারকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২২৫ রান তুলেও নিশ্চিন্ত হতে পারছিল না ভারত। শেষ ওভার পর্যন্ত জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে হার্দিক পান্ডিয়াদের।

আইরিশ ব্যাটারদের দাপটে শেষ ওভারে প্রয়োজন ছিল ১৭ রান। সেই সময় হার্দিক বল তুলে দেন উমরান মালিকের হাতে। তরুণ কাশ্মীরি পেসারের হাতেই ছিল ম্যাচের ভাগ্য। ম্যাচ জিতল ভারত। কিন্তু অনভিজ্ঞ উমরানের হাতে বল তুলে দিতে এক বারও ভয় করেনি হার্দিকের?

সিরিজ জেতার পুরস্কার নিয়ে হার্দিক বলেন, সত্যি বলছি, একটুও চিন্তিত ছিলাম না। আমি চাপ মুক্ত থাকতেই পছন্দ করি। বাস্তবে থাকতে পছন্দ করি। উমরানের গতির উপর আমি বাজি ধরেছিলাম। ওর যা গতি, তাতে ওকে মারা বেশ কঠিন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভার পর্যন্ত লড়াই যাওয়ায় অনেক ভারতীয় সমর্থকই অবাক। হার্দিক যদিও অবাক নন।

তিনি বলেন, আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। আয়ারল্যান্ড যে ওদের সর্বশক্তি দিয়ে জয়ের জন্য ঝাঁপাবে তা জানতাম। ওদের কৃতিত্ব দিতেই হবে। দারুণ শট খেলেছে ওরা। আমাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য।

অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ জয় তাঁর। হার্দিক বলেন, আমি গর্বিত। ছোটবেলায় স্বপ্ন ছিল ভারতের হয়ে ক্রিকেট খেলব। সেই সঙ্গে দলকে নেতৃত্ব দেওয়া, প্রথম ম্যাচ জয়, প্রথম সিরিজ জয়, খুবই স্পেশাল। দীপক হুডা খুব ভাল ব্যাট করেছে। উমরান ভাল বল করেছে। আমি ওদের জন্যও খুশি।

অধিনায়কের ভরসার মর্যাদা রাখতে পেরে খুশি উমরান মালিক। আন্তর্জাতিক ম্যাচের চাপ কতটা হয় সেটা টের পাচ্ছেন এখন। কিন্তু কাশ্মীরি পেসার বলছেন নিজের ওপর তিনি কিছুটা খুশি শেষ ওভারে একটি নো বল করার কারণে। বেশ কিছু ওয়াইড দিয়েছেন। এগুলো বাড়তি অনুশীলন করে আরও রপ্ত করতে হবে বলছেন
মালিক।

IND vs SA : আজ সিরিজ বাঁচানোর লড়াই ভারতের! কোন পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাহুল দ্রাবিড় ?

#বিশাখাপত্তনম: কয়েকদিন আগে আইপিএলের মঞ্চ যাঁরা আলোকিত করেছিলেন, তাঁরাই এবার টিম ইন্ডিয়ার জার্সিতে চরম ব্যর্থ। হুট করে এভাবে আঁধার ঘনিয়ে আসার কারণ কি অতিরিক্ত ম্যাচ খেলার ধকল? নাকি উদ্দীপনার ঘাটতি? স্পিনার যুজবেন্দ্র চাহাল হোক কিংবা ঋতুরাজ গায়কোয়াড়— যেন এক খুরে সবার মাথা কামানো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিপুল রান ব্যয় করছেন সদ্য সমাপ্ত আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নেওয়া চাহাল।

তারকা স্পিনারটি দুই ম্যাচে দিয়েছেন ৭৫ রান! একই পিচে দক্ষিণ আফ্রিকার বোলাররা সাফল্য পেলেও ভারতীয় বোলিংয়ের এই হাল কেন? শুধু কী চাহাল, তথৈবচ অবস্থা অক্ষর প্যাটেলেরও। বর্ষীয়ান ভুবনেশ্বর কুমার ছাড়া পাতে দেওয়ার মতো পারফরম্যান্স নেই ভারতীয় বোলিংয়ে। আভেশ খান কখনওই যশপ্রীত বুমরাহর বিকল্প নয়।

সুনীল গাভাসকরের মতো প্রাক্তন ক্রিকেটাররা তাই উমরান মালিকের হয়ে সওয়াল করছেন। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে আইপিএলে সাড়া ফেলা জম্মু ও কাশ্মীরের পেসারটির। হতাশ করেছেন হার্দিক পান্ডিয়াও। গুজরাত টাইটান্স তাঁর নেতৃত্বে এবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।

হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্স ফের স্বপ্ন দেখাতে শুরু করেছিল ভক্তদের। কিন্তু ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে আইপিএলে দেখা হার্দিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে বলছেন, ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলার জন্য ভারতীয় ক্রিকেটাররা যতটা তাগিদ অনুভব করেন, দেশের জার্সিতে ততটা নয়।

ভারতীয় ব্যাটিং একেবারেই জমাট বাঁধছে না। তার বড় কারণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের অফ ফর্ম। চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারটি সুযোগের সদ্ব্যবহার করতে পারছেন না। মঙ্গলবার সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে তাঁর বাদ পড়ার সম্ভাবনা প্রবল। তুলনায় ঈশান কিষান নামের প্রতি সুবিচারে সফল।

শ্রেয়স আয়ার আবার শুরুটা ভালে করেও আচমকা উইকেট ছুড়ে দিচ্ছেন। একেবারেই ছন্দে নেই অধিনায়ক ঋষভ পন্থ। দুই ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে ২৯ ও ৫। শেষ ৪৫টি টি-২০ ইনিংসে মাত্র দু’টি হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। মঙ্গলবার পন্থদের কাছে সিরিজ বাঁচানোর লড়াই। কাজটা সহজ নয়।

কারণ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা টানা দুই ম্যাচে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে। ছন্দ পেয়ে যাওয়া বাভুমারা জানেন, যতই তিনটি ম্যাচ বাকি থাকুক প্রথম রাতেই বেড়াল মারতে হবে।

Kamran Akmal on Umran Malik: পাকিস্তানে জন্মালে উমরান জাতীয় দলে সুযোগ পেয়ে যেত! বিস্ফোরক আকমল

#করাচি: উমরান মালিক,এই নামটা এখন সবার মুখে মুখে ঘুরে বেড়ায়।আইপিএলে প্রতিদিন পেসের রেকর্ড গড়ে তিনি প্রতিটি সংবাদমাধ্যমের এখন আলোচনার বিষয় হয়ে উঠছেন রোজ।বিভিন্ন কিংবদন্তি খেলোয়াড় এবং বিশিষ্ট সাংবাদিকরা রোজ নিজেদের শব্দ খরচ করছেন তার প্রতিভা সম্পর্কে আলোচনা করতে। এবার পালা প্রাক্তন পাক কিপার কামরান আকমলের।

আরও পড়ুন – Indian football team : যুবভারতীতে সাপের ভয়! প্রাণ নিয়ে সুনীলদের সরে যেতে হল অন্য মাঠে

জম্মু কাশ্মীরের এই খেলোয়াড়কে দেখে তিনি ও মুগ্ধ। তিনি উত্তেজিত হয়ে এদিন বলে দিলেন যে উমরান যদি পাকিস্তানের জমিতে জন্মগ্রহণ করতেন তাহলে এতদিনে তিনি দেশের জার্সি গায়ে মাঠে খেলতেন।চলতি আইপিএলে পেসের ঝড় তুলছেন এই পেসার। ১১ ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন তিনি আপাতত।

কিন্তু তার বোলিংয়ের মূল আকর্ষণ তার পেস। ১৫০+ পেসে বল করে যাচ্ছেন তিনি প্রতিনিয়ত। তার ১৫৪ কিমি/ঘন্টা বেগে বলটি এখনো পর্যন্ত এই আইপিএলে সর্বোচ্চ। এই আইপিএলে সবচেয়ে চর্চিত খেলোয়াড় এখন উমরান। পেস, গতি এবং বোলিং পারদর্শীতার জন্য তিনি দিন দিন ভয়ংকর হয়ে উঠেছেন। গতি এবং পেসের জন্য ইতিমধ্যেই তিনি ঘুম উড়িয়েছেন বহু ব্যাটসম্যানদের।

বিশ্বে ১৫০ কিমি প্রতি ঘন্টা বেগে বল করতে পারেন এমন খুব কম বোলারই আছেন। এই বছরের আইপিএলে বল করে উমরান সেই তালিকায় নিজের নাম লিখিয়েছেন। মালিকের ঈর্ষণীয় গতি ছাড়াও একজন ফাস্ট বোলার হিসেবে তাকে পছন্দ করার অনেক কারণ আছে। সানরাইজার্স হায়দ্রাবাদ পেসারের ক্রীড়াবিদ-সদৃশ শরীর, মসৃণ রান আপ, ভাল লোড আপ এবং শক্তিশালী থ্রো – এগুলি সবই ইঙ্গিত দেয় তার উজ্জ্বল ভবিষ্যতের।

এবার এই ফ্যানস ক্লাবে যোগ দিলেন কামরান আকমল। তার কথায়,প্রতি ম্যাচে গতির তালিকায় তার নাম থাকছেই। আগে ভারতীয় ক্রিকেট দলে গতিশীল ফাস্ট বোলারের অভাব ছিল। কিন্তু এখন অনেক তরুণ খেলোয়াড় দলে জায়গা করে নিতে পারে। তাদের মধ্যে অন্যতম সিরাজ, শামি, সাইনি, বুমরাহ। এবার তাদের সাথে উমরানের নামও উঠে আসছে।কামরান আকমলের মতে আইপিএলে খেলে মালিকের অনুভব অনেক বাড়বে যা তাকে ভবিষ্যতে সাহায্য করবে।

Virat Kohli vs Umran Malik : আজ গতির বিস্ফোরণে কোহলির স্টাম্প উড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ উমরান মালিকের

#মুম্বই: উমরান মালিকের গতির বিস্ফোরণ তাতিয়ে দিয়েছে গোটা দলকেই। প্রথম দুই ম্যাচে হারের ধাক্কা সামলে আশার সূর্যোদয় ঘটিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। টানা চার ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে কেন উইলিয়ামসনের দল। কমলা ব্রিগেডের চমকপ্রদ ইউ-টার্নের নেপথ্যে রয়েছে উমরানের দুরন্ত উত্থান। বিদ্যুৎ গতির পেস বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মনে কাঁপুনি ধরিয়ে দিচ্ছেন জম্মু-কাশ্মীরের তরুণ ক্রিকেটারটি।

আরও পড়ুন – KKR vs GT, preview : হারের হ্যাট্রিক পেছনে রেখে আজ গুজরাতের চ্যালেঞ্জ সামলাতে তৈরি কেকেআর

তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার ও ইয়র্কার স্পেশালিস্ট টি নটরাজন। ধারাল পেস আক্রমণে ভর করেই এবার পয়েন্ট টেবিলে প্রথম চারের গণ্ডিতে ঢুকে পড়ার হাতছানি হায়দরাবাদের সামনে। সেই লক্ষ্যে শনিবার তারা মুখোমুখি হবে ছন্দে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে উপরের সারিতে রয়েছেন কোহলি-ডু’প্লেসিরা।

ফলে জমজমাট দ্বৈরথের যথেষ্ট মশলা মজুত রয়েছে এই ম্যাচে। হায়দরাবাদ শিবিরকে যেমন উজ্জীবিত করছেন তরুণ উমরান, তেমনই আরসিবি’র প্রেরণার উৎস এখন বর্ষীয়ান দীনেশ কার্তিক। কলকাতা নাইট রাইডার্সে গত কয়েক মরশুমে ধারাবাহিকভাবে ব্যর্থ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের পুনর্জন্ম ঘটেছে এবারের আইপিএলে।

চরম প্রতিকূল পরিস্থিতি থেকে আরসিবি’কে একাধিক ম্যাচে জয় এনে দিয়েছেন তিনি। ব্যাট হাতে যোগ্য সঙ্গত করছেন নতুন অধিনায়ক ফাফ ডু’প্লেসি। তবে বিরাট কোহলির অফ-ফর্ম কিছুতেই কাটছে না। এখনও পর্যন্ত প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েলও।

তবে হার্শল প্যাটেল, মহম্মদ সিরাজ, জস হ্যাজলউড ও হাসারাঙ্গাকে নিয়ে গঠিত আরসিবি’র বোলিং বিভাগ দারুণ ছন্দে রয়েছে। যদিও হায়দরাবাদের ব্যাটসম্যানদের সামনে তাদের কড়া পরীক্ষার মুখে পড়তে হতে পারে।