এক ঝলকে দেখে নিন বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড: ভারতীয় স্কোয়াড- রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ ও যশ দয়াল।

ছিলেন বিসিসিআইয়ের ‘ব্যাড বুকে’, এবার তাকেই অধিনায়ক করে চমক দিল বোর্ড

'অবাধ্য' হওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের 'ব্যাড বুকে' ছিলেন শ্রেয়স আইয়ার। বোর্ডের কথা পাত্তা না দিয়ে খেলেননি ঘরোয়া ক্রিকেটে। যার ফলে শ্রেয়স আইয়ারকে খোয়াতে হয়েছে বিসিসিইয়ের কেন্দ্রীয় চুক্তি।
‘অবাধ্য’ হওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘ব্যাড বুকে’ ছিলেন শ্রেয়স আইয়ার। বোর্ডের কথা পাত্তা না দিয়ে খেলেননি ঘরোয়া ক্রিকেটে। যার ফলে শ্রেয়স আইয়ারকে খোয়াতে হয়েছে বিসিসিইয়ের কেন্দ্রীয় চুক্তি।
নিজের ভুল অবশ্য অল্প সময়ের মধ্যেই বুঝতে পেরেছেন তরুণ ভারতীয় ব্যাটার। যার ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করেছেন শ্রেয়স আইয়ার।
নিজের ভুল অবশ্য অল্প সময়ের মধ্যেই বুঝতে পেরেছেন তরুণ ভারতীয় ব্যাটার। যার ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করেছেন শ্রেয়স আইয়ার।
বিসিসিইয়ের 'অবাধ্য' থেকে 'বাধ্য' হওয়ার পুরস্কারও হাতেনাতে পেলেন শ্রেয়স। যে ক্রিকেটার বোর্ডের 'ব্যাড বুকে' ছিলেন সেই বিসিসিআই এবার শ্রেয়স আইয়ারকে বড় দায়িত্ব পেলেন।
বিসিসিইয়ের ‘অবাধ্য’ থেকে ‘বাধ্য’ হওয়ার পুরস্কারও হাতেনাতে পেলেন শ্রেয়স। যে ক্রিকেটার বোর্ডের ‘ব্যাড বুকে’ ছিলেন সেই বিসিসিআই এবার শ্রেয়স আইয়ারকে বড় দায়িত্ব পেলেন।
শ্রেয়স আইয়ারকে দলীপ ট্রফিতে অধিনায়ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ডি দলের নেতৃত্ব দেওয়া হয়েছে শ্রেয়সকে। এই দলে রয়েছেন ইশান কিষান, অক্ষর প্যাটেলদের মতন তারকা ক্রিকেটাররা।
শ্রেয়স আইয়ারকে দলীপ ট্রফিতে অধিনায়ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ডি দলের নেতৃত্ব দেওয়া হয়েছে শ্রেয়সকে। এই দলে রয়েছেন ইশান কিষান, অক্ষর প্যাটেলদের মতন তারকা ক্রিকেটাররা।
শ্রেয়স আইয়ার আগে আইপিএলে দিল্লি ও কলকাতা ফ্রাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন এবং এবারের আইপিএলে কেকেআরকে চ্যাম্পিয়নও করেছে। আসন্ন দিনে ভারতীয় দলের অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে শ্রেয়সকে।
শ্রেয়স আইয়ার আগে আইপিএলে দিল্লি ও কলকাতা ফ্রাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন এবং এবারের আইপিএলে কেকেআরকে চ্যাম্পিয়নও করেছে। আসন্ন দিনে ভারতীয় দলের অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে শ্রেয়সকে।
এক ঝলকে দেখে নিন দলীপ ট্রফিতে ভারতীয় ডি দলের স্কোয়াড: শ্রেয়স আয়ার, অথর্ব তাইড়ে, যশ দুবে, দেবদত্ত পাড়িক্কল, ঈশান কিশন, রিকি ভুই, সারাংশ জৈন, অক্ষর পটেল, আর্শদীপ সিংহ, আদিত্য ঠাকরে, হর্ষিত রানা, তুষার দেশপান্ডে, আকাশ সেনগুপ্ত, কেএস ভরত এবং সৌরভ কুমার।
এক ঝলকে দেখে নিন দলীপ ট্রফিতে ভারতীয় ডি দলের স্কোয়াড: শ্রেয়স আয়ার, অথর্ব তাইড়ে, যশ দুবে, দেবদত্ত পাড়িক্কল, ঈশান কিশন, রিকি ভুই, সারাংশ জৈন, অক্ষর পটেল, আর্শদীপ সিংহ, আদিত্য ঠাকরে, হর্ষিত রানা, তুষার দেশপান্ডে, আকাশ সেনগুপ্ত, কেএস ভরত এবং সৌরভ কুমার।