প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখিবন্ধন উৎসব। এ বছর পড়েছে ১৯ অগাস্ট। প্রতীকী ছবি ৷

Raksha Bandhan 2024 Lucky Rashifal: ৯০ বছর পরে চারটি রাজযোগ, একসঙ্গে ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের কৃপা, সকাল, দুপুর না বিকেল কখন পরাবেন রাখি?

প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখিবন্ধন উৎসব। এ বছর পড়েছে ১৯ অগাস্ট। প্রতীকী ছবি ৷
প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখিবন্ধন উৎসব। এ বছর পড়েছে ১৯ অগাস্ট। প্রতীকী ছবি ৷
এই দিন আবার শ্রাবণ মাসের সোমবার। ফলে এর গুরুত্ব একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। এবারের রাখিবন্ধনে তৈরি হচ্ছে বিরল কাকতালীয় যোগ। প্রতীকী ছবি ৷
এই দিন আবার শ্রাবণ মাসের সোমবার। ফলে এর গুরুত্ব একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। এবারের রাখিবন্ধনে তৈরি হচ্ছে বিরল কাকতালীয় যোগ। প্রতীকী ছবি ৷
৯০ বছরে যা একবারই হয়। এখন দেখে নেওয়া যাক শুভ যোগ এবং রাখী বাঁধার সঠিক সময়। প্রতীকী ছবি ৷
৯০ বছরে যা একবারই হয়। এখন দেখে নেওয়া যাক শুভ যোগ এবং রাখী বাঁধার সঠিক সময়। প্রতীকী ছবি ৷
জ্যোতিষীরা জানাচ্ছেন, একটা- দুটো নয়, এ বছর রাখীর দিন চারটি শুভ যোগ তৈরি হচ্ছে। এই যোগ সৌভাগ্য নিয়ে আসবে। সঙ্গে থাকবে পুণ্য অর্জনের সুযোগও। প্রতীকী ছবি ৷
জ্যোতিষীরা জানাচ্ছেন, একটা- দুটো নয়, এ বছর রাখীর দিন চারটি শুভ যোগ তৈরি হচ্ছে। এই যোগ সৌভাগ্য নিয়ে আসবে। সঙ্গে থাকবে পুণ্য অর্জনের সুযোগও। প্রতীকী ছবি ৷
তবে ১৯ অগাস্ট ভাদ্র যোগও রয়েছে। তাই সকালে রাখি পরানো যাবে না। দুপুর দেড়টার পর রাখি পরানোর শুভ সময় বলে জানিয়েছেন জ্যোতিষীরা। প্রতীকী ছবি ৷
তবে ১৯ অগাস্ট ভাদ্র যোগও রয়েছে। তাই সকালে রাখি পরানো যাবে না। দুপুর দেড়টার পর রাখি পরানোর শুভ সময় বলে জানিয়েছেন জ্যোতিষীরা। প্রতীকী ছবি ৷
এই প্রসঙ্গে পণ্ডিত দেবব্রত কাশ্যপ বলেন, রাখীতে শ্রাবণ নক্ষত্রের যোগ তৈরি হচ্ছে। সঙ্গে তৈরি হচ্ছে আরও তিনটি যোগ – সর্বার্থ সিদ্ধিযোগ, রবি এবং শোভন যোগ। প্রতীকী ছবি ৷
এই প্রসঙ্গে পণ্ডিত দেবব্রত কাশ্যপ বলেন, রাখীতে শ্রাবণ নক্ষত্রের যোগ তৈরি হচ্ছে। সঙ্গে তৈরি হচ্ছে আরও তিনটি যোগ – সর্বার্থ সিদ্ধিযোগ, রবি এবং শোভন যোগ। প্রতীকী ছবি ৷ 
শ্রাবণ নক্ষত্র হল চাঁদের নক্ষত্র। চন্দ্র ভগবান শিবের প্রিয়। যেহেতু ওই দিন সোমবার এবং শ্রাবণ মাস তাই পবিত্র। ভগবান শিবের বিশেষ উপাসনা করলে কাঙ্ক্ষিত ফল লাভ হবে। প্রতীকী ছবি ৷
শ্রাবণ নক্ষত্র হল চাঁদের নক্ষত্র। চন্দ্র ভগবান শিবের প্রিয়। যেহেতু ওই দিন সোমবার এবং শ্রাবণ মাস তাই পবিত্র। ভগবান শিবের বিশেষ উপাসনা করলে কাঙ্ক্ষিত ফল লাভ হবে। প্রতীকী ছবি ৷
এ জন্য শিবের অতি প্রিয় বেলপাতা, কালো তিল এবং দুধ দিয়ে পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া অভিষেক, রুদ্রাভিষেক এবং শিব মহিমিন স্তোত্র পাঠ করলে মহিলারা বিশেষ উপকার পাবেন। প্রতীকী ছবি ৷
এ জন্য শিবের অতি প্রিয় বেলপাতা, কালো তিল এবং দুধ দিয়ে পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া অভিষেক, রুদ্রাভিষেক এবং শিব মহিমিন স্তোত্র পাঠ করলে মহিলারা বিশেষ উপকার পাবেন। প্রতীকী ছবি ৷ 
পণ্ডিত দেবব্রত কাশ্যপ আরও জানিয়েছেন, সোমবার সকাল থেকে শ্রাবণ নক্ষত্র শুরু হবে এবং তার পর রয়েছে ঘনিষ্ঠ নক্ষত্র। এটি মঙ্গলের নক্ষত্র। প্রতীকী ছবি ৷
পণ্ডিত দেবব্রত কাশ্যপ আরও জানিয়েছেন, সোমবার সকাল থেকে শ্রাবণ নক্ষত্র শুরু হবে এবং তার পর রয়েছে ঘনিষ্ঠ নক্ষত্র। এটি মঙ্গলের নক্ষত্র। প্রতীকী ছবি ৷ 
মঙ্গল হল প্রভু কার্তিকেয় স্বামীর পুত্রের নক্ষত্র যিনি সুব্রহ্মণ্যম নামে পরিচিত। তাই শুভযোগের সময় ভাদ্র অর্থাৎ বৃষ্টিকরণের কারণে দুপুর পর্যন্ত রাখী পরানো যাবে না ৷ প্রতীকী ছবি ৷
মঙ্গল হল প্রভু কার্তিকেয় স্বামীর পুত্রের নক্ষত্র যিনি সুব্রহ্মণ্যম নামে পরিচিত। তাই শুভযোগের সময় ভাদ্র অর্থাৎ বৃষ্টিকরণের কারণে দুপুর পর্যন্ত রাখী পরানো যাবে না ৷ প্রতীকী ছবি ৷ 
তবে দুপুর দেড়টার পর থেকে বাকি সময়টা রাখীর জন্য উপযুক্ত বলে জানিয়েছেন তিনি। প্রতীকী ছবি ৷
তবে দুপুর দেড়টার পর থেকে বাকি সময়টা রাখীর জন্য উপযুক্ত বলে জানিয়েছেন তিনি। প্রতীকী ছবি ৷
দুপুর এবং রাতেও শিবের পুজো করা যায়। যেহেতু মাসি তিথি উভয় দিনেই পূর্ণ হয় তাই সোমবার থেকে মঙ্গলবার সূর্যোদয় পর্যন্ত পুজো করায় কোনও বাধা নেই। রাতে তো বটেই, এই সময় প্রহর পুজোও করতে পারেন ভক্তরা। প্রতীকী ছবি ৷
দুপুর এবং রাতেও শিবের পুজো করা যায়। যেহেতু মাসি তিথি উভয় দিনেই পূর্ণ হয় তাই সোমবার থেকে মঙ্গলবার সূর্যোদয় পর্যন্ত পুজো করায় কোনও বাধা নেই। রাতে তো বটেই, এই সময় প্রহর পুজোও করতে পারেন ভক্তরা। প্রতীকী ছবি ৷