আইপিএল ২০২৫-এর আগে বসতে চলেছে মেগা নিলামের আসর। এখনও পর্যন্ত নিলামের নিয়ম বিসিসিআই পরিষ্কারভাবে জানায়নি। তবে বোর্ড সূত্রে যা খবর তাতে ডিসেম্বরের শেষের দিকেই হতে পারে নিলাম।

IPL 2024 Mega Auction: এবার আইপিএল মেগা নিলামে ফিরবে পুরনো নিয়ম? দলগুলির দাবি মেনে চমক দেবে বোর্ড!

আগামী মরশুমের আগে ফের বসতে চলেছে আইপিএলের মেগা নিলানের আসর। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি স্ট্র্যাটেজি তৈরি করছে নতুন করে দল গঠনের। তবে কোন নিয়মে হবে এবারের মেগা নিলাম তা এখনও জানা যায়নি।
আগামী মরশুমের আগে ফের বসতে চলেছে আইপিএলের মেগা নিলানের আসর। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি স্ট্র্যাটেজি তৈরি করছে নতুন করে দল গঠনের। তবে কোন নিয়মে হবে এবারের মেগা নিলাম তা এখনও জানা যায়নি।
প্রতিটি দল ৪ বা তার বেশি করে ক্রিকেটার ধরে রাখতে পারবে কিনা তা জানায়নি বিসিসিআই। যদিও বেশির ভাগ দলই পুরনো সেট দল ভাঙতে নারাজ। ৪ জন থেকে ৬ ক্রিকেটার ধরে রাখতে পারার দাবিও জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি।
প্রতিটি দল ৪ বা তার বেশি করে ক্রিকেটার ধরে রাখতে পারবে কিনা তা জানায়নি বিসিসিআই। যদিও বেশির ভাগ দলই পুরনো সেট দল ভাঙতে নারাজ। ৪ জন থেকে ৬ ক্রিকেটার ধরে রাখতে পারার দাবিও জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি।
একান্ত যদি ৬ জন ক্রিকেটার ধরে রাখার দাবি বোর্ড না মানে তাহলে নিলামে ফেরানো হতে পারে 'রাইট টু ম্যাচ' কার্ড। এই কার্ডের মাধ্যমে আরও ২ জন পুরনো  দলের ক্রিকেটারকে নিলামের মঞ্চে ধরে রাখতে পারে।
একান্ত যদি ৬ জন ক্রিকেটার ধরে রাখার দাবি বোর্ড না মানে তাহলে নিলামে ফেরানো হতে পারে ‘রাইট টু ম্যাচ’ কার্ড। এই কার্ডের মাধ্যমে আরও ২ জন পুরনো দলের ক্রিকেটারকে নিলামের মঞ্চে ধরে রাখতে পারে।
রাইট টু ম্যাচ কার্ডের নিয়ম হল, ধরুন কেকেআর আন্দ্রে রাসেলকে নিলামের আগে ছেড়ে দিল। নিলামের সময় অন্য কোনও দল রাসেলকে কিনে নিল। তখন নিলামের সঞ্চালক কেকেআরের কাছে জানতে চাইবে তারা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করবে কিনা।
রাইট টু ম্যাচ কার্ডের নিয়ম হল, ধরুন কেকেআর আন্দ্রে রাসেলকে নিলামের আগে ছেড়ে দিল। নিলামের সময় অন্য কোনও দল রাসেলকে কিনে নিল। তখন নিলামের সঞ্চালক কেকেআরের কাছে জানতে চাইবে তারা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করবে কিনা।
যদি কেকেআর রাজি হয় তাহলে এই কার্ডের প্রয়োগ করে অন্য দল যেই দামে রাসেলকে কিনেছিল সেই সমপরিমাণ দাম দিয়ে ক্যারিবিয়ান তারকাকে নিজেদের দলে ধরে রাখতে পারবেন। আর টাকা ফেরত পেয়ে যাবে অপর দল।
যদি কেকেআর রাজি হয় তাহলে এই কার্ডের প্রয়োগ করে অন্য দল যেই দামে রাসেলকে কিনেছিল সেই সমপরিমাণ দাম দিয়ে ক্যারিবিয়ান তারকাকে নিজেদের দলে ধরে রাখতে পারবেন। আর টাকা ফেরত পেয়ে যাবে অপর দল।
প্রসঙ্গত, ২০১৪ সালে ও ২০১৮ সালের মেগা নিলানে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহারের নিয়ম রেখেছিল বিসিসিআই। ২০২২ সালে সেই নিয়ম অবশ্য ছিল না। এবার ফ্র্যাঞ্চাইজিদের চাপে ফের সেই নিয়ম বোর্ড ফিরিয়ে আনে কিনা সেটাই দেখার।
প্রসঙ্গত, ২০১৪ সালে ও ২০১৮ সালের মেগা নিলানে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহারের নিয়ম রেখেছিল বিসিসিআই। ২০২২ সালে সেই নিয়ম অবশ্য ছিল না। এবার ফ্র্যাঞ্চাইজিদের চাপে ফের সেই নিয়ম বোর্ড ফিরিয়ে আনে কিনা সেটাই দেখার।