এক ঝলকে দেখে নিন বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড: ভারতীয় স্কোয়াড- রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ ও যশ দয়াল।

Team India: দীর্ঘ বিরতির পর কামব্যাক করছেন তারকা ব্যাটার! শক্তি বাড়বে টিম ইন্ডিয়ার? জানুন বিস্তারিত

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ। সেই সিরিজে দীর্ঘ বিরতির পর ভারতীয় দলে ফিরতে পারেন তারকা ব্যাটার। শক্তি আরও বাড়তে পারে টিম ইন্ডিয়ার।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ। সেই সিরিজে দীর্ঘ বিরতির পর ভারতীয় দলে ফিরতে পারেন তারকা ব্যাটার। শক্তি আরও বাড়তে পারে টিম ইন্ডিয়ার।
অবাধ্য তিনি। মানসিক ক্লান্তির কথা বলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিয়েছিলেন ছুটি। তারপর তাঁকে দেখা গিয়েছিল দুবাইতে। বোর্ডের কথাকে ডোন্ট কেয়ার করে খেলেননি ঘরোয়া ক্রিকেট। তারপর সরাসরি ফেরেন আইপিএলে। তিনি ইশান কিশান।
অবাধ্য তিনি। মানসিক ক্লান্তির কথা বলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিয়েছিলেন ছুটি। তারপর তাঁকে দেখা গিয়েছিল দুবাইতে। বোর্ডের কথাকে ডোন্ট কেয়ার করে খেলেননি ঘরোয়া ক্রিকেট। তারপর সরাসরি ফেরেন আইপিএলে। তিনি ইশান কিশান।
ভারতীয় ক্রিকেট বোর্ডের অবাধ্য হওয়ায় এই বছরের ফেব্রুয়ারিতে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন ইশান কিশান ও শ্রেয়স আইয়ার। কেকেআর অধিনায়ককে পরে নিজেকে শুধরে নেওয়ায় শ্রীলঙ্কা সফরে দলে ফেরেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের অবাধ্য হওয়ায় এই বছরের ফেব্রুয়ারিতে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন ইশান কিশান ও শ্রেয়স আইয়ার। কেকেআর অধিনায়ককে পরে নিজেকে শুধরে নেওয়ায় শ্রীলঙ্কা সফরে দলে ফেরেন।
তবে ইশান কিশানের আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন চিহ্ন। তবে এবার হয়তো ফের বিসিসিআই নরম হতে পারে ইশান কিশানের প্রতি। ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে দেখ যাতে পারে তাঁকে।
তবে ইশান কিশানের আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন চিহ্ন। তবে এবার হয়তো ফের বিসিসিআই নরম হতে পারে ইশান কিশানের প্রতি। ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে দেখ যাতে পারে তাঁকে।
এই মাসের শুরুর দিকে ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, ইশান জাতীয় নির্বাচকদের পরামর্শের পরে নিজেকে আসন্ন ঘরোয়া মরশুমের তৈরি করেছেন। বুচি বাবু টুর্নামেন্টে ঝাড়খণ্ডের হয়ে খেলবেন তিনি। দলীপ ট্রফিতেও খেলতে পারেন ইশান কিশান।
এই মাসের শুরুর দিকে ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, ইশান জাতীয় নির্বাচকদের পরামর্শের পরে নিজেকে আসন্ন ঘরোয়া মরশুমের তৈরি করেছেন। বুচি বাবু টুর্নামেন্টে ঝাড়খণ্ডের হয়ে খেলবেন তিনি। দলীপ ট্রফিতেও খেলতে পারেন ইশান কিশান।
এই পরিস্থিতিতে তাঁকে সুযোগ দিতে পারে বিসিসিআই। সূত্রের খবর, বাংলাদেশের বিরুদ্ধে আগামী মাসের টেস্ট সিরিজ়ে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। লাল বলের ক্রিকেট দিয়েই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরুক ইশান। সূত্রের খবর, তেমনটাই চাইছে বিসিসিআই।
এই পরিস্থিতিতে তাঁকে সুযোগ দিতে পারে বিসিসিআই। সূত্রের খবর, বাংলাদেশের বিরুদ্ধে আগামী মাসের টেস্ট সিরিজ়ে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। লাল বলের ক্রিকেট দিয়েই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরুক ইশান। সূত্রের খবর, তেমনটাই চাইছে বিসিসিআই।
প্রসঙ্গত, ইশান কিশান ভারতের প্রতিভাবান তরুণ উইকেটকিপার ব্যাটারদের মধ্যে একজন। টেস্ট, ওডিআই ও টি-২০ ক্রিকেটে সাফল্যের সঙ্গে খেলেছেন। ওডিআইতে ডাবল সেঞ্চুরিও রয়েছে তাঁর। এমন একজন ক্রিকেটারকে দ্বিতীয় সুযোগ দেওয়ার পক্ষে বিসিসিআই।
প্রসঙ্গত, ইশান কিশান ভারতের প্রতিভাবান তরুণ উইকেটকিপার ব্যাটারদের মধ্যে একজন। টেস্ট, ওডিআই ও টি-২০ ক্রিকেটে সাফল্যের সঙ্গে খেলেছেন। ওডিআইতে ডাবল সেঞ্চুরিও রয়েছে তাঁর। এমন একজন ক্রিকেটারকে দ্বিতীয় সুযোগ দেওয়ার পক্ষে বিসিসিআই।