শিকার দেখেই রাস্তা আটকাল ভাল্লুক, আগাপাশতলা শুঁকল…তারপর!

#মেক্সিকো: শিশুপাঠ্য বইয়ের সেই ভাল্লুকের গল্পের পুনরাবৃত্তি যেন। মেক্সিকোর চিপিনকিউ ইকোলজিকাল পার্কে ভাল্লুকের খপ্পড়ে পড়েছিলেন কয়েকজন মহিলা। মৃতের মতো নিথর হয়ে থেকে প্রাণে বাঁচলেন তাঁরা। গোটা ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেল-এ প্রকাশিত ভিডিওটিতে দেখা গিয়েছে, তিন মহিলা পথে যেতে যেতে হঠাৎই ভল্লুকের খপ্পড়ে পড়ে। ভল্লুকটি যথারীতি শিকার ভেবে তাঁদের শুঁকতে শুরু করে।

ভাল্লুক সাধারণত প্রাণের স্পন্দন বুঝলেই আক্রমণ শানায়। সেই নিয়ম অল্পবিস্তর জানেন সকলেই। ফলে বেড়াতে বেরোনো ওই তিন মহিলা ভাল্লুকটি শুঁকতে শুরু করলে নিথর হয়ে যান। শ্বাসপ্রশ্বাসও বন্ধ করে দেন। বেশ কয়েকবার পরখ করার পর হাল ছেড়ে দেয় ভাল্লুকটি। হাঁফ ছেড়ে বাঁচেন ওই মহিলারাও। গোটা ঘটনা ভিডিও করেন দূরে দাঁড়ানো কয়েকজন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানাচ্ছে এই প্রথম নয়। এর আগেও এই চিপিনকিউ ইকোলজিকাল পার্কে ভাল্লুকের খপ্পড়ে পড়েছে মানুষ। গত বছর নভেম্বরেই এক মহিলাকে আগাপাশতলা শুঁকে, আচড়ে ছেড়ে দেয় এক ভাল্লুক। বিয়ার স্মার্ট সোস্য়াইটির মতে সবচেয়ে ঘাতক হল বাদামী ভাল্লুক। কালো ভাল্লুক তুলনায় কম হিংস্র।