Lok Sabha Election 2024: নজরে শ্রীরামপুর! কল্যাণ, কবীর শঙ্কর নাকি দীপ্সিতা? জয়-পরাজয়ের হিসাব ৪-এ

হুগলি: গত দু’টি লোকসভা নির্বাচনে এই লোকসভা আসনের মধ্যে একমাত্র শ্রীরামপুরেই এগিয়ে ছিল বিজেপি। কিন্তু বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পায় তৃণমূল। ২০ মে, সোমবার রাজ্যের পঞ্চম দফা নির্বাচন। এবারের নির্বাচন দক্ষিণের জেলাগুলিতে। হুগলি রয়েছে এই দফার নির্বাচনে। হুগলি জেলায় রয়েছে মোট তিনটি লোকসভা। শ্রীরামপুর লোকসভা, হুগলি লোকসভা ও আরামবাগ লোকসভা। নির্বাচনের আগে এক ঝলকে দেখে নেওয়া যাক লোকসভার খুঁটিনাটি।

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

নজরে লোকসভায় কথা হচ্ছে শ্রীরামপুর লোকসভা নিয়ে। শ্রীরামপুর লোকসভার এইবারের মোট ভোটার সংখ্যা ১৯লক্ষ ২৬ হাজার ৬৪৫ জন। শ্রীরামপুরে লোকসভায় মোট ভোট কেন্দ্র রয়েছে ২০৭৬ টি। মোট ভোটারের মধ্যে পুরুষের সংখ্যা ৯ লক্ষ ৭২ হাজার ৭৩৯ জন, মহিলা ভোটার রয়েছে ৯ লক্ষ ৩২ হাজার ৭৮৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৫১ জন। এদের মধ্যে ৮৫ বছরের বেশি বয়সী ভোটার রয়েছেন ১৩ হাজার ৬৩ জন। প্রথমবার লোকসভায় ভোট দিচ্ছেন এমন ভোটার রয়েছেন ৩৫ হাজার ৫১৬ জন। কুড়ি থেকে ২৯ বছর বয়সী ভোটার রয়েছেন ৩ লক্ষ ৫০ হাজার ৯৩০ জন। শতায়ু উর্ধ্ব ভোটার রয়েছেন ৭৬ জন। ফিজিক্যালি চ্যালেঞ্জড ভোটারদের সংখ্যা ৯ হাজার ২৬৫ জন। এটা গেল ভোটারদের কথা।মোট ভোট গ্রহণ কেন্দ্র ২০৭৬ টির মধ্যে স্পর্শ কাতর বুথ রয়েছে ১ হাজার ২৩৬ টি। সুস্থভাবে নির্বাচন করার জন্য গোটা জেলা জুড়ে থাকছে ১৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ও প্রায় ১০হাজার রাজ্য পুলিশ।

এবার দেখা যাক এই এত সংখ্যক ভোটার যাদের ভোট দেবেন অর্থাৎ প্রার্থী তালিকায় কজন রয়েছে। বাম কংগ্রেস, তৃণমূল, বিজেপি ও নির্দল মিলিয়ে শ্রীরামপুর লোকসভায় মোট প্রার্থী রয়েছে ১১ জন। শ্রীরামপুর লোকসভা বিগত তিনবারের সাংসদ ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে অন্যবারের তুলনায় এইবারের লড়াইটা একটু অন্যরকম। যদিও বিদায়ী সাংসদের গলায় রয়েছে কনফিডেন্সের সুর। দেড় লাখ ভোটে জিতে বাউন্ডারি পার করার আশ্বাস দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

হুগলি লোকসভায় লড়াইটা হতে চলেছে ত্রিমুখী। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দুই বিরোধী সিপিআইএম ও বিজেপি। বিজেপি এবারও প্রার্থী করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরই প্রাক্তন জামাই ও ব্যারিস্টার কবীরশঙ্কর বসুকে। অন্যদিকে বামেদের অস্ত্র যুব নেত্রী দীপ্সিতা ধর। শ্রীরামপুর লোকসভা নির্বাচনে ত্রিমুখী লড়াইয়েকে জেতে তার উত্তর আসবে আগামী ৪ তারিখ।