সবজি

Bankura News: জলের তলায় সবজি! বিঘার পর বিঘা নষ্ট! কতটা ক্ষতি বাঁকুড়ায়

বাঁকুড়া: জমিতে জল জমে ক্ষতিগ্রস্ত রায়পুর ব্লকের কৃষকরা। একাধিক ফসলে ক্ষতি। রায়পুর ব্লকের সমরপচা , যশপাড়া কাঁটাপাল, রসপাল , বেজডাঙ্গা, কোলমুরারী, পাটমৌলী এলাকার সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি। উচ্ছে, বেগুন, শসা, ঝিঙ্গে, করলা, বরবটি, ওল, কচু , পেঁপে এবং কফি চাষে ক্ষতি। নিম্নচাপ কাটার পরই একটু একটু করে স্পষ্ট হচ্ছে ক্ষতির পরিমাণ। সামনেই পুজো। বাঁকুড়া জঙ্গলমহলের সমষ্টি রায়পুর। পুজোর আগে মূলত সব রকমের সবজি যোগান দিতে চাষ করেছিলেন চাষীরা, মূলত পূজোর আগে কপি চাষ করা হয়েছিল বেশ বড় মাত্রায়। নষ্ট হয়েছে বিঘার পর বিঘা কপি। মাথায় হাত কৃষকদের।

আরও পড়ুন: একবুক জল! ভয়ানক পরিস্থিতি! বাঁকুড়ায় গিয়েই যা করলেন মন্ত্রী…

বাঁকুড়ার প্রত্যন্ত ব্লক রায়পুর। রায়পুর ব্লকের সমরপচা , যশপাড়া কাঁটাপাল, রসপাল , বেজডাঙ্গা, কোলমুরারী, পাটমৌলী মিলিয়ে প্রায় দেড়শ থেকে ২০০ বিঘা জমিতে নষ্ট হয়েছে সবজি। পুজোর মুখে দাম বাড়তে চলেছে সবজির ? প্রশাসনও এই বিষয়টি খতিয়ে দেখছেন। রাজ্য আইনমন্ত্রী বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার হাজির হন বাঁকুড়ায় এবং আলোচনা করেন, ক্ষতিগ্রস্ত চাষী এবং সবজি নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে। তিনি জানান, “সবজি প্রচুর নষ্ট হয়েছে। এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। পুজোর আগে যাতে দাম না বাড়ে সে জন্য আলোচনা করা হয়েছে প্রশাসনিক লেভেলে।”

আরও পড়ুন: বাঁকুড়ায় জয়জয়কার দুই লড়াকুর! থাইল্যান্ডে ডাক মিলল এই মার্শাল আর্টিস্টদের

বাঁকুড়া জেলা রুক্ষ সূক্ষ্ম। চাষ করতে ঘাম ছুটে যায় কৃষকদের। চলতি বছরে অনিয়মের বৃষ্টি ফসল কেড়েছে বহুবার। এবারও তাই হল। তিনদিনের নিম্নচাপ এবং তার পরবর্তী বন্যা পরিস্থিতি একপ্রকার শেষ করে ফেলল পুজোর আগে সবজি চাষের প্রেক্ষাপট। তবে এই ক্ষতির ক্ষতিপূরণ বীমার মাধ্যমে পাওয়া যাবে বলে জানাচ্ছে প্রশাসন। এখনো পর্যন্ত জল নামেনি পুরোপুরি, সেই কারণ এটি কতটা ক্ষতি হয়েছে সেটা বলা যাচ্ছেনা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নীলাঞ্জন ব্যানার্জী