Lionel Messi: খারাপ খবর আর্জেন্টিনা ফ্যানেদের জন্য! বড় প্রতিযোগিতায় না খেলার সিদ্ধান্ত মেসির, জানুন বিস্তারিত

২১ জুন থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে কোপা আমেরিকা ২০২৪-এর। প্রথম ম্যাচেই মাঠে নামতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও বর্তমান বিশ্বজয়ী দল আর্জেন্টিনা। ইতিমধ্যেই কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করে দিয়েছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা। কিন্তু কোপা আমেরিকার শুরুর আবহেই সামনে এল একটি বড় খবর। যা মন ভেঙে দিয়েছে বিশ্বজুড়ে কোটি কোটি আর্জেন্টিনা ও মেসি ভক্তদের।

কোপা আমেরিকার পরই রয়েছে অলিম্পিক্স। জুলাই মাসে ফ্রান্সে শুরু হবে প্যারিস অলিম্পিক্স ২০২৪। সেখানে এবার গোল্ড জয়ের অন্যতম দাবিদার আর্জেন্টিনা। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল অলিম্পিক্সে দেশের হয়ে মাঠে নামতে পারেন লিওনেল মেসি। কিন্তু এবার মেসি নিজেই জানিয়ে দিলেন, অলিম্পিক্সে খেলবেন না তিনি। এই বয়সে এসে পরপর দুটি প্রতিযোগিতা খেলা সম্ভব নয় বলেই জানিয়েছেন লিও।

অলিম্পিক্সে এর আগে ২০০৮ সালে গোল্ড জিতেছিলে মেসি। অলিম্পিক্সে খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা বলেও জানিয়েছেন আর্জেন্টিনার সিনিয়র দলের অধিনায়ক। কিন্তু নিজের খেলার প্রসঙ্গে তিনি বলেন,”কোপার মাঝে অলিম্পিক্স নিয়ে ভাবা কঠিন। টানা দু’তিন মাস তা হলে ক্লাবের হয়ে খেলা হবে না। আর সেই সঙ্গে আমার বয়স বাড়ছে। এখন আর এতগুলো প্রতিযোগিতা খেলা সম্ভব হয় না। আমাকে বেছে খেলতে হবে। পর পর দু’টি প্রতিযোগিতা খেলা সম্ভব নয়।”

আরও পড়ুনঃ T20 World Cup 2024: বদলে গেল হিসেব? টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ভারতের ৩ প্রতিপক্ষ কারা? রয়েছে বড় চমক

প্রসঙ্গত, ২১ জুন থেকে শুরু হতে চলেছে কোপা আমেরিকা ২০২৪। প্রথম দিনই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোপায় মেসির নেতৃত্বেই খেলবে নীল-সাদা ব্রিগেড। একইসঙ্গে এই কোপার পর ফুটবলকে বিদায় জানাতে চলেছে ডি মারিয়া। ফলে শেষবারের মত মেসি-ডি মারিয়া জুটিকে দেখতে গোটা ফুটবল বিশ্ব।