হুঙ্কার শুভেন্দু, সুকান্তর

Bengal BJP: ‘আর অনুমতি নয়…!’ মমতার গড়ে রনংদেহি শুভেন্দু, হুঙ্কার সুকান্তরও

কলকাতা: বুধবার হাজরাতে মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় সভায় আরজি কর ইস্যুতে ফের গলা চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন আর জি কর ইস্যুকে সামনে রেখে দলীয় সভামঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আর জি কর কাণ্ডের যারা আসল অপরাধী সেই সমস্ত মাথাদের যতক্ষণ না পর্যন্ত ধরা হচ্ছে বিজেপি আন্দোলনের রাস্তায় থাকবে।”

সুকান্ত মজুমদার আরও বলেন, “যেভাবে পুলিশ আরজিকর কাণ্ডের প্রমাণ লোপাট করেছে তারপর মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক মুহূর্তও উচিত নয় ক্ষমতায় থাকা।” একইসঙ্গে শারদ উৎসবের মধ্যেও রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি পালন করার পাশাপাশি আরজি কর ইস্যুকে হাতিয়ার করে প্রতিবাদ মিছিল, সভা, গণস্বাক্ষর অভিযান-সহ বিজেপি টানা নানা কর্মসূচি পালন করবে বলেও এদিন জানান সুকান্ত।

আরও পড়ুন: আগামী ৭২ ঘণ্টা…! ১৫ রাজ্য কাঁপাবে ঝড়-জল-বৃষ্টি-দুর্যোগ! কী সতর্কতা বাংলায়? আবহাওয়ার চরম আপডেট দিল IMD

একইসঙ্গে এদিন হাজরার সভামঞ্চ থেকে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, “বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না।‌ কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা চাই। আগামী দিনে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে গণতান্ত্রিকভাবে ভোটে জিতেই ক্ষমতায় আসবে বিজেপি।’