কুলপির পয়লা নম্বর চর

Offbeat Destination: পয়লা নম্বর টুরিস্ট স্পট! গরম পড়ার আগেই কুলপির পয়লা নম্বরে ঘুরে আসুন

দীঘা, বকখালিতে অনেক ঘুরেছেন। এবার নতুন কোনো জায়গায় যেতে চান। তাহলে বসন্তের শুরুতেই ঘুরে আসুন ঘুরে আসুন কুলপির পয়লা নম্বরে।
দিঘা, বকখালিতে অনেক ঘুরেছেন। এবার নতুন কোনও জায়গায় যেতে চান। তাহলে বসন্তের শুরুতেই ঘুরে আসুন ঘুরে আসুন কুলপির পয়লা নম্বরে।
এই জায়গার বিস্তীর্ণ খোলা তটভূমি মুগ্ধ করবে আপনাকে। এখানে আসতে গেলে শিয়ালদহ থেকে আপনাকে নামখানা লোকালে চেপে আসতে হবে নিশ্চিন্তপুরে।
এই জায়গার বিস্তীর্ণ খোলা তটভূমি মুগ্ধ করবে আপনাকে। এখানে আসতে গেলে শিয়ালদহ থেকে আপনাকে নামখানা লোকালে চেপে আসতে হবে নিশ্চিন্তপুরে।
হুগলি নদীর তীরে পলি জমে ধীরে ধীরে গড়ে উঠছিল এই স্থান। বর্তমানে এই স্থান অনেকটাই বিস্তার লাভ করেছে। ফলে এক বিস্তীর্ণ তটভূমি সৃষ্টি হয়েছে এখানে।
হুগলি নদীর তীরে পলি জমে ধীরে ধীরে গড়ে উঠছিল এই স্থান। বর্তমানে এই স্থান অনেকটাই বিস্তার লাভ করেছে। ফলে এক বিস্তীর্ণ তটভূমি সৃষ্টি হয়েছে এখানে।
হাতে খুব অল্প সময় থাকলে এই স্থানে আসতে পারেন আপনি। তবে এই স্থানে থাকার জন্য ভালো হোটেল নেই। এখানে আসলে আপনাকে ফিরতে হবে সন্ধ্যার আগে।
হাতে খুব অল্প সময় থাকলে এই স্থানে আসতে পারেন আপনি। তবে এই স্থানে থাকার জন্য ভাল হোটেল নেই। এখানে আসলে আপনাকে ফিরতে হবে সন্ধ্যার আগে।
থাকার জন্য এখান থেকে আপনি বাসে চেপে কাকদ্বীপ অথবা ডায়মন্ডহারবারে পৌঁছে হোটেল নিতে পারেন। অথবা আপনি বাড়িতে ফিরে যেতে পারেন।
থাকার জন্য এখান থেকে আপনি বাসে চেপে কাকদ্বীপ অথবা ডায়মন্ডহারবারে পৌঁছে হোটেল নিতে পারেন। অথবা আপনি বাড়িতে ফিরে যেতে পারেন।
তাহলে আর চিন্তা কি হাতে কম সময় থাকলে বসন্তের শুরুতেই ঘুরে আসুন ঘুরে আসুন কুলপির পয়লা নম্বরে।
তাহলে আর চিন্তা কী, হাতে কম সময় থাকলে বসন্তের শুরুতেই ঘুরে আসুন ঘুরে আসুন কুলপির পয়লা নম্বরে।