Bengali New Year: পয়লা বৈশাখে নতুন জামা পরে কেন জানেন? এর পিছনেও রয়েছে বিরাট ‘এক’ কারণ! আপনি জানতেন?

সামনেই পয়লা বৈশাখ। নতুন বছরকে স্বাগত জানাবে গোটা বাংলা। শুরু হবে বাংলা ১৪৩০ সাল। চৈত্র সংক্রান্তির পরের পয়লা বৈশাখ থেকে বাংলা ক্যালেন্ডার অনুসারে নতুন বছর শুরু হয়। বাংলার ব্যবসায়ীরা নববর্ষের প্রথম দিনটাকে হালখাতা হিসেবেও পালন করে থাকেন।
সামনেই পয়লা বৈশাখ। নতুন বছরকে স্বাগত জানাবে গোটা বাংলা। শুরু হবে বাংলা ১৪৩০ সাল। চৈত্র সংক্রান্তির পরের পয়লা বৈশাখ থেকে বাংলা ক্যালেন্ডার অনুসারে নতুন বছর শুরু হয়। বাংলার ব্যবসায়ীরা নববর্ষের প্রথম দিনটাকে হালখাতা হিসেবেও পালন করে থাকেন।
বৈশাখ জুড়ে দেশের নানা প্রান্তে নববর্ষ সূচিত হয়। কিন্তু জানেন কি পয়লা বৈশাখে কেন নতুন জামা পরা হয়?
বৈশাখ জুড়ে দেশের নানা প্রান্তে নববর্ষ সূচিত হয়। কিন্তু জানেন কি পয়লা বৈশাখে কেন নতুন জামা পরা হয়?
৩৬৫ দিন, অর্থাৎ একবছর পার হওয়ার পর, হিসেব-নিকেশ শেষ করে, পুরনো খাতা বন্ধ করে, নতুন খাতা খোলার দিন হিসেবে বাছা হয় পয়লা বৈশাখকে। এদিন সব নতুনেরই সূচনা।
৩৬৫ দিন, অর্থাৎ একবছর পার হওয়ার পর, হিসেব-নিকেশ শেষ করে, পুরনো খাতা বন্ধ করে, নতুন খাতা খোলার দিন হিসেবে বাছা হয় পয়লা বৈশাখকে। এদিন সব নতুনেরই সূচনা।
এ বছর পয়লা বৈশাখ পড়েছে ১৪ এপ্রিল। আর অন্য বছরের মতো এবারেও সকলেই নতুন পোশাকে সাজবে। এদিন শরীরে নতুন সুতো ঠেকানোর কারণও রয়েছে।
এ বছর পয়লা বৈশাখ পড়েছে ১৪ এপ্রিল। আর অন্য বছরের মতো এবারেও সকলেই নতুন পোশাকে সাজবে। এদিন শরীরে নতুন সুতো ঠেকানোর কারণও রয়েছে।
দিনটিকে উৎসব মুখর করে তুলতে, একটু ভালো খাওয়া, দাওয়া, ভালো মানে মাছ, মাংস, মিষ্টি ইত্যাদির আয়োজন করা হয়। যাঁরা খুবই অভাবে দিন কাটান, তাঁরাও চেষ্টা করেন, নববর্ষের প্রথম দিনটিতে আর পাঁচটা দিনের চাইতে একটু ভালো খাওয়া, দাওয়া করার, সাধ্যের মাঝেই নতুন কাপড় কেনার, উপহার দেওয়ার।
দিনটিকে উৎসব মুখর করে তুলতে, একটু ভালো খাওয়া, দাওয়া, ভালো মানে মাছ, মাংস, মিষ্টি ইত্যাদির আয়োজন করা হয়। যাঁরা খুবই অভাবে দিন কাটান, তাঁরাও চেষ্টা করেন, নববর্ষের প্রথম দিনটিতে আর পাঁচটা দিনের চাইতে একটু ভালো খাওয়া, দাওয়া করার, সাধ্যের মাঝেই নতুন কাপড় কেনার, উপহার দেওয়ার।
যেহেতু এই দিনটির সঙ্গে ব্যবসায়ীদের একটি বিশেষ সম্পর্ক আছে, তাই নতুন কেনাকাটারও একটা চল আছে।
যেহেতু এই দিনটির সঙ্গে ব্যবসায়ীদের একটি বিশেষ সম্পর্ক আছে, তাই নতুন কেনাকাটারও একটা চল আছে।
এমন একটা উৎসবের দিনে পুরনো জামা কাপড় পরতে কারও ভাল লাগে না। তখন থেকেই এই চল।
এমন একটা উৎসবের দিনে পুরনো জামা কাপড় পরতে কারও ভাল লাগে না। তখন থেকেই এই চল।