হার্দিক-ক্রণালকে ঠকিয়ে দিল তাঁদেরই সৎ ভাই!

Hardik Pandya: হার্দিক-ক্রণালকে ঠকিয়ে দিল সৎ ভাই, খোয়া গেল কত কোটি? গ্রেফতার করল পুলিশ

মুম্বই: ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া এবং তাঁর দাদা ক্রণাল পাণ্ডিয়ার সঙ্গে চার কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগে তাঁদেরই এক সৎ ভাইকে গ্রেফতার করল মুম্বই পুলিশ৷ অভিযুক্তের নাম বৈভব পাণ্ডিয়া৷ হার্দিক-ক্রুণালের এই সৎ ভাইয়ের সম্পর্কে এতদিন খুব বেশি তথ্য সংবাদমাধ্যমের সামনে আসেনি৷

‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’-য় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, হার্দিক-ক্রণাল এবং বৈভব মিলে যৌথ ভাবে একটি ব্যবসা শুরু করেছিলেন৷ সেই পার্টনারশিপ ফার্ম থেকেই হার্দিকদের সৎ ভাই বৈভব ৪ কোটি ৩০ লক্ষ টাকা সরিয়ে নেয় বলে অভিযোগ৷

আরও পড়ুন: লখনউ ম্যাচের আগে আরও চাপ বাড়ল কেকেআরের! কী করবেন গম্ভীর? জানুন বিস্তারিত

সৎ ভাইয়ের এই কীর্তির কথা জানতে পেরেই মুম্বই পুলিশে অভিযোগ জানান হার্দিক এবং ক্রণাল৷ মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, বৈভবের বিরুদ্ধে প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগের ধারায় মামলা করা হয়েছে৷

জানা গিয়েছে, ২০২১ সালে তিন ভাই মিলে পলিমারের ব্যবসা শুরু করেন৷ হার্দিক এবং ক্রণাল মোট মূলধনের মধ্যে ৪০ শতাংশ করে টাকা বিনিয়োগ করেন৷ বৈভব বিনিয়োগ করেন ২০ শতাংশ টাকা৷

কিন্তু এই ব্যবসা শুরুর কিছুদিন পরেই শর্ত ভেঙে হার্দিক এবং ক্রণালের অজ্ঞাতসারেই নিজে আলাদা করে একই ব্যবসা শুরু করেন বৈভব৷ তখনই প্রতারণার বিষয়টি সামনে আসে৷