ভাগীরথী এক্সপ্রেস

Bengal Bandh Today: বিজেপির ডাকা বনধে আটকে ভাগীরথী এক্সপ্রেস! যাত্রী হয়রানি তুঙ্গে

মুর্শিদাবাদঃ বিজেপির ডাকা বাংলা বনধ সফল করতে বুধবার সকালেই রাস্তায় নামল বিজেপি কর্মী সমর্থকেরা বহরমপুরে। বুধবার সকাল ৬’টা থেকেই বহরমপুরের বিভিন্ন রাস্তায় বিজেপি নেতাকর্মীরা তাদের দলীয় পতাকা কাঁধে নিয়ে বিভিন্ন বাজার রেলস্টেশন বাসস্ট্যান্ড এলাকায় স্বর্ণময়ী বাজার-সহ বিভিন্ন দোকান বাজার বন্ধ রাখার আবেদন জানায়।

এদিন লালগোলা শিয়ালদহ শাখার ভাগীরথী এক্সপ্রেস মুর্শিদাবাদ স্টেশনে আটকে দেয় বিজেপি নেতাকর্মীরা। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপির দলীয় কর্মী ও সমর্থকরা তারা মুর্শিদাবাদ ষ্টেশনে ভাগীরথী এক্সপ্রেস আটকে দেয়। এক ঘণ্টার বেশি চলে অবরোধ। নাকাল হন যাত্রীরা। অন্যদিকে, তারপরেই বহরমপুর কোর্ট স্টেশনে বিজেপি নেতা কর্মীরা শিয়ালদহ লালগোলাগামী মেমু ট্রেন অবরোধ করে। বিজেপির কর্মীদের অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা ধরে বহরমপুর কোর্ট স্টেশনে চলে বিক্ষোভ।

আরও পড়ুনঃ তুলকালাম শিয়ালদহ, ‘উস্কানিমূলক বক্তব্য’, বাড়ি ঘিরে বিজেপি নেতা সজল ঘোষকে আটক করল পুলিশ!

বিজেপির বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ জানান, রাজ্যে বিজেপির ডাকে আমাদের এই বনধ চলছে। তাই রেল অবরোধ করেছিলাম। বর্তমানে নৈরাজ্যর সরকার চলছে। ছাত্র সমাজের ওপর পুলিশ ইচ্ছাকৃত ভাবে হামলা চালিয়েছে। আরজি কর-কাণ্ড-সহ ছাত্র সমাজের ওপর হামলার প্রতিবাদে রাস্তায় নেমে বনধ পালন করছি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠনের তরফে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ রোজ রাতে দুটো রুটি, তাতেই ম্যাজিক…! জেট গতিতে বাড়বে আয়রন, হিমোগ্লোবিন, জানুন বানানোর পদ্ধতি

যদিও, এই অভিযানকে ‘বেআইনি’ বলে জানিয়ে দিয়েছিল পুলিশ। নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া ও কলকাতার বিভিন্ন এলাকা। এই অভিযান দমনে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। বুধবার সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত বনধের ডাক দেওয়া হয় মঙ্গলবার।

কৌশিক অধিকারী