Tokyo Olympics 2020: আশা জাগিয়েও শেষরক্ষা হল না, ফেন্সিংয়ে দ্বিতীয় রাউন্ডে হার ভবানী দেবীর

টোকিও: আশা জাগিয়েও শেষ রক্ষা করতে পারলেন না ভবানী দেবী ৷ ফেন্সিংয়ে বিশ্বের ৩ নম্বর ম্যানন ব্রুনেটের বিরুদ্ধে ৭-১৫ ব্যবধানে হারলেন দ্বিতীয় রাউন্ডে ৷

সোমবার প্রথম রাউন্ডের ম্যাচে দারুণ জয়  ছিনিয়ে নিয়েছিলেন ভারতের ফেন্সার ভবানী দেবী ৷ অলিম্পিকের আসরে এবারই প্রথমবার ফেন্সিংয়ে অংশগ্রহণ করেছে ভারত ৷ আর প্রথম ম্যাচে জিতেই চমকে দিয়েছিলেন ভবানী ৷ তিউনিশিয়ার নাদিয়া আজিজিকে প্রথম রাউন্ডে ১৫-৩ ব্যবধানে হারান তিনি ৷ তবে সেই সেলিব্রেশন খুব বেশি সময় স্থায়ী হল না ৷ বিশ্বের তিন নম্বরের কাছে দ্বিতীয় রাউন্ডের ম্যাচেই হার স্বীকার করলেন ভবানী দেবী ৷

এদিন প্রথম রাউন্ডের খেলায় তিউনিশিয়ার প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দেননি ভবানী দেবী ৷ প্রায় একপেশে ম্যাচ জেতেন তিনি ৷ তবে দ্বিতীয় রাউন্ডে ব্রুনেটের বিরুদ্ধে বিশেষ সুবিধা করে উঠতে পারেননি তিনি ৷

শৈশবে ফেন্সিং তাঁর পছন্দের ক্রীড়া ছিল না। এক কথায় আর কোনও কিছু না পেয়েই ওই খেলাকে বেছে নিয়েছিলেন সিএ ভবানী দেবী। আর সেখান থেকেই শুরু হয়েছিল তাঁর যাত্রা। দেশের প্রথম ফেন্সার হিসেবে টোকিও অলিম্পিকে অংশ নিয়েছেন তামিলনাড়ুর এই অ্যাথলিট ৷