Tag Archives: Tokyo Olympics 2020

Bajrang-Neeraj : রাজকীয় সংবর্ধনায় দেশে পা রাখল অলিম্পিক পদকজয়ীরা

#নয়াদিল্লি: সোমবার বিকেল চারটের কিছুক্ষণ পরে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখলেন ভারতের অলিম্পিক পদকজয়ীরা। দেশের মাটিতে বিমানের চাকা নামতেই ভেতর থেকে ছবি ট্যুইট করেছিলেন নীরজ, লাভলিনারা। মিনিট কুড়ি পর একে একে বেরোলেন ভারতের নায়করা। তবে দেশের নায়কদের অভিবাদন জানাতে সকাল থেকেই উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ।

প্রায় এক কিলোমিটার লম্বা রাস্তা মানুষ আর মানুষ। বজরং, রবি, নিরজদের জন্য উপস্থিত ছিলেন পরিবারের লোকেরা। একবার ছুঁয়ে দেখার জন্য, একটা সেলফি তোলার জন্য মানুষের হাহাকার। গলায় ফুলের মালা লাগিয়ে একে একে বেরোলেন দেশের বাহুবলীরা।

দিল্লি পৌঁছে গিয়েছিলেন পিভি সিন্ধু। কিছু পরে দিল্লির অশোকা হোটেলে সাই এবং সরকারের পক্ষ থেকে সম্মান জানানো হবে প্রত্যেককে।একটা সময় ছিল ভারতের ক্রিকেটার ছাড়া অন্য কোন খেলোয়াড় দাম পেতেন না। কিন্তু এবারের অলিম্পিক যেন মানুষের চোখ খুলে দিয়েছে। দেশের সেরা সন্তানদের বুকে টেনে নিয়েছে দেশবাসী।

Neeraj Chopra Bollywood : করিনা থেকে অনুষ্কা, নীরজের প্রশংসায় বলিউড

#টোকিও: টোকিও অলিম্পিকে শেষপাতে সোনা। সোনার ছেলে নীরজের জন্য গর্বিত গোটা দেশ। ছয় ফুট উচ্চতা, ঘাড় পর্যন্ত লম্বা চুল, পেশীবহুল বাহু। আজ ভারতের আসল বাহুবলী এই হরিয়ানার ছেলে। তাঁর প্রশংসা পঞ্চমুখ বলিউড। অনুষ্কা শর্মা থেকে করিনা কাপুর, ভিকি কৌশল থেকে অভিষেক বচ্চন, অর্জুন কাপুর, অক্ষয় কুমার, অজয় দেবগন ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন নীরজকে। এমনিতে ক্যাটরিনা কাইফ এবং আরো কয়েকজন বলিউড অভিনেত্রী আগে থেকেই এই ছেলের ফ্যান। রহস্য ভেদ করেছিলেন অভিষেক বচ্চন।

অনুষ্কা লিখেছেন, “একটা সোনা এল দেশে। নীরজ তুমি গোটা দেশকে গর্বিত করেছ। অনেক শুভেচ্ছা”। করিনা জাতীয় পতাকা হাতে নীরজের ছবি পোস্ট করে দুটি ইমোজি দিয়েছেন। অজয় দেবগন লিখেছেন,” তোমাকে শুভেচ্ছা জানানোর ভাষা নেই। নিজের বাবা-মাকে গর্বিত করেছ, দেশবাসীকে গর্বিত করেছ। আমি আজ নিজের খুশি ব্যক্ত করতে পারছি না। ঈশ্বর তোমায় আরো শক্তি দিক “।

অমিতাভ পুত্র লিখেছেন, ” ইতিহাস তৈরি হল আজ। নীরজের হাত ধরে দেশের প্রথম অ্যাথলেটিক পদক। ওয়েলডান “। রনবির সিং লিখেছেন, ” ভারত মাতা কি জয়, ঐতিহাসিক সোনার পদক”। অভিনেত্রী রকুলপ্রীত সিং লিখেছেন, “ওই হাত ১৩০ কোটি মানুষের শক্তি বহন করেছে। শুভেচ্ছা তোমাকে”।

অতীতে সিনেমায় নামা প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু হরিয়ানার সাধাসিধে কৃষক পরিবারের ছেলে নিজের ফোকাস ঠিক রাখতে জানেন। পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তাঁর জায়গা রিল লাইফ নয়, ট্র্যাক অ্যান্ড ফিল্ড। আজ তার পরিণাম সকলের সামনে।

Tokyo Olympics 2020: ২০০৮-র পর ১৩ বছর পার অলিম্পিক্সের মঞ্চে জাতীয় সঙ্গীত, দেখুন শিহরণ জাগানো দুই মুহূর্ত

#টোকিও: ভারতের জন্য শনিবার ৭ অগাস্ট গৌরবের দিন৷ পাশাপাশি সেটা খুশিতে ভরা৷ পুরো দেশ অধীর আগ্রহে যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সেই মুহূর্ত এল৷ টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics) জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া  (Neeraj Chopra)  ইতিহাস তৈরি করলেন৷ ১০০ বছরে প্রথমবার ভারত থেকে কেউ অ্যাথলেটিক্সে (ট্র্যাক অ্যান্ড ফিল্ডে) পদক জয় করল৷ পাশাপাশি এদিনের এই মুহূর্তে আরও বিশেষ হল কারণ ১৩ বছর বাদে অলিম্পিক্সে মঞ্চে বাজল জাতীয় সঙ্গীত৷

হরিয়ানার পানিপথের বাসিন্দা আর্মি ম্যান নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো (Javelin Throw)  তে সোনা জিতল৷ এটা টোকিও অলিম্পিক্সে ভারতের প্রথম ব্যক্তিগত ইভেন্টে ওভারঅল দ্বিতীয় সোনার পদক৷ এঁর আগে বেজিং এ অভিনব বিন্দ্রা  (Abhinav Bindra) ২০০৮ সালে অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন৷ যা ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা ছিল৷

এবার যখন ভারতীয় অ্যাথলিটরা একের পর এক পদক জিতছিলেন তখন সমস্ত দেশবাসীরা সকলেই চাইছিলেন দেড়শো কোটির দেশে সোনা আসুক৷ শনিবারের বারবেলায় নিজের অতি চমৎকার পারফরম্যান্সে দেশের মানুষের ইচ্ছা পূরণ করলেন৷

নীরজ চোপড়া অ্যাথলেটিক্সে অলিম্পিক পদক জয়ী  প্রথম খেলোয়াড় হলেন৷ নীরজ চোপড়া ফাইনালে ৮৭.৫৮  মিটার দূরে জ্যাভলিন ছুঁড়েছিলেন৷ আর তাতেই সোনা নিশ্চিত হয়ে যায় তাঁর৷ ফাইনালে কোনও অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj chopra javelin thrower) কাছারাছিও ছুঁড়তে পারেননি৷ নীরজ চোপড়া একমাত্র যে ৮৭ মিটারের বেশি ছুঁড়েছিল৷ চেক প্রজাতন্ত্রের দুই খেলোয়াড় রূপো ও ব্রোঞ্জ পান৷

ভারতীয় সেনায় কর্মরত নীরজ অলিম্পিক্সের শুরুতেই পদকের দাবিদার মনে করা হচ্ছিল৷ ২৩ বছরের অ্যাথলিট নিজের প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল৷ যোগ্যতা অর্জন পর্বে নিজের প্রথম অ্যাটেম্পটে ৮৬.৫৯ ছুঁড়েছিলেন তিনি৷ তিনি গ্রুপ থেকে শীর্ষে থেকে ফাইনালে পৌঁছেছিলেন৷ ফাইনালে প্রথমবারেই ৮৭.০৩ মিটার ছুঁড়ে প্রথম স্থান ধরে রেখেছিলেন তিনি৷ ভারত একশ বছর প্রথমবার অ্যাথলেটিক্সে অংশ নিয়েছিল আর তারপর ২০১৬ অবধি কখনও এই বিভাগে পদক পায়নি৷

Tokyo Olympics 2020: টোকিওয়ে ইতিহাস গড়া হল না রানিদের, হকিতে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৪-৩ গোলে হার ভারতের মেয়েদের

ভারত: ৩   গ্রেট ব্রিটেন: ৪

টোকিও: টোকিওয়ে ইতিহাস গড়া হল না ভারতের মহিলা হকি দলের ! অলিম্পিকে এই প্রথমবার পোডিয়ামে ওঠার হাতছানি ছিল ভারতীয় মহিলা হকি দলের সামনে ৷ কিন্তু অনেক লড়াই করেও শেষপর্যন্ত গ্রেট ব্রিটেনের কাছে হার স্বীকার ভারতের মেয়েদের ৷ রুদ্ধশ্বাস ম্যাচে এদিন ব্রিটেন জয় পেল ৪-৩ গোলে ৷

প্রথমে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ব্রিটেন। কিন্তু গুরজিতের জোড়া গোলে ম্যাচে ফেরে ভারত। দুটো গোলই আসে পেনাল্টি কর্নার থেকে। কোয়ার্টার শেষ হওয়ার আগের মুহূর্তে গোল করেন বন্দনা। ম্যাচে আগাগোড়াই হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে এদিন ৷ কিন্তু শেষ হাসি হাসেন ব্রিটেনের খেলোয়াড়রাই ৷

ব্রোঞ্জের ম্যাচে হেরে গেলেও সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিলেন রানিরা। গত বারের সোনাজয়ী গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে এক সময় ০-২ গোলে পিছিয়ে গিয়েছিল ভারত। তবে কখনও লড়াই ছাড়েনি ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে দুই গোল হজম করলেও তিন গোল করে ফিরে আসে দল। ভারত ৩-২ গোলের লিড অবশ্য খুব বেশি সময় ধরে রাখতে পারেনি ৷ কিছুক্ষণের মধ্যেই সমতায় ফেরে ব্রিটেন ৷ তারপর আরও একটি গোল করে ৪-৩-এ এগিয়ে যায় তারা ৷ এরপর আর সমতায় ফিরতে পারেনি ভারত ৷ ম্যাচের একেবারে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালান রানিরা ৷ রিও অলিম্পিকে অত্যন্ত খারাপ পারফরম্যান্সের পর ৫ বছরের মধ্যেই খেলায় এতটা উন্নতি ভারতের মহিলা হকি দলের, সত্যি অবিশ্বাস্য ! রানিদের এই লড়াইকে কুর্নিশ জানাতেই হচ্ছে ৷

PM Modi Hockey : মনপ্রীত, রিডকে মাঠেই ফোন করে শুভেচ্ছা মোদির

#টোকিও: আজ ইতিহাস তৈরির দিন। কাশ্মীর থেকে কন্যাকুমারী উচ্ছ্বাসে ভেসে যাওয়ার দিন। অকাল দীপাবলি বললেও বাড়াবাড়ি হবে না। ভারতের প্রাণের খেলা হকি আজ আবার শীর্ষে। ব্রোঞ্জ পদক জয় কম কৃতিত্বের নয়। ৪১ বছর পর নতুন অধ্যায় রচনা করেছেন মনদীপ,মনপ্রীত, হরমন, রুপি, সিমরান, বিবেকরা। ক্রিকেটের আধিপত্যের ক্রমশ পিছিয়ে পড়া খেলাটা আজ বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করেছে। ক্রিকেটের বিশ্বকাপ জয়ের থেকে এই পদকের কৃতিত্ব অনেক বেশি।

ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরো ম্যাচ দেখেছেন। নিজের স্বাভাবিক রুটিন যোগব্যায়াম বাদ দিয়ে প্রার্থনা করেছেন ভারতের জয়ের জন্য। দু’বার পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরে এসে জয় পেয়েছে ভারত। এই কীর্তির জন্য ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করার পাশাপাশি ম্যাচ শেষ হওয়ার পরই অধিনায়ক মনপ্রীত সিংহ ও প্রশিক্ষক গ্রাহাম রিডকে ফোন করেন প্রধানমন্ত্রী।

এই ভিডিয়ো ভাইরাল হয় নেটমাধ্যমে। জার্মানির বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর মনপ্রীত ও রিডকে মোদি বলেন, ‘‘এতদিনের পরিশ্রমের ফসল পেয়েছে ভারত। গোটা দেশ ভারতের হকি দলের এই সাফল্যে গর্বিত।’’ প্রশিক্ষক গ্রাহাম রিডকেও অভিনন্দন জানান তিনি। ধন্যবাদ জ্ঞাপন করেন অস্ট্রেলিয়ান কোচ।

স্বাধীনতা দিবসে লালকেল্লায় পদক জয়ী অ্যাথলিটদের আগেই নিমন্ত্রণ জানিয়েছিলেন। এদিন আবার ভারতীয় দলের অধিনায়ককে উপস্থিত থাকার কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। মনদীপও ধন্যবাদ জানান মোদিকে । ভারত অধিনায়ক প্রধানমন্ত্রীকে বলেন, ‘‘আপনার অনুপ্রেরণাতেই সাফল্যের মুখ দেখেছে ভারতীয় দল। সেমিফাইনালের পর আপনি যে ভাবে উদ্বুদ্ধ করেছিলেন, সেটা ওষুধের মতো কাজ করেছে।’’

 

Tokyo Olympics 2020: ‘চক দে ইন্ডিয়া’-র কবীর খান থেকে ‘গোল্ড’-এর তপন দাস, অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জজয়ে উচ্ছ্বসিত বলিউড

মুম্বই : ৪১ বছরের খরা কাটিয়ে অলিম্পিকে (Tokyo Olympics 2020) ভারতের পদক লাভ হকিতে ৷ সারা দেশের সঙ্গে উচ্ছ্বসিত বলিউডও (Bollywood) ৷ সকলেরই নজর ছিল শাহরুখ খানের ট্যুইটার হ্যান্ডলের দিকে ৷ কী বলেন পর্দার ‘চক দে! ইন্ডিয়া’-র নায়ক? নেটিজেনদের নিরাশ করেননি কিং খান ৷ ভারতের ব্রোঞ্জপ্রাপ্তির সকালে তিনি অভিনন্দন জানিয়েছেন ভারতীয় হকি দলকে ৷ লিখেছেন, ‘‘প্রতিরোধ ক্ষমতা এবং দক্ষতা শীর্ষে ৷ কী রোমাঞ্চকর ম্যাচ ছিল৷’’

‘স্বদেশ’-এর নায়কের পাশাপাশি দেশের গর্বের দিনে আপ্লুত অক্ষয়কুমারও ৷ ‘গোল্ড’-এর তপন দাস ট্যুইট করেছেন, ‘‘পুনরায় ইতিহাস তৈরির জন্য টিম ইন্ডিয়াকে ধন্যবাদ ৷ ৪১ বছর পর অলিম্পিকে পদক! কী ম্যাচ! কী কামব্যাক!’’

সংক্ষিপ্ত বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাপসী পন্নুও ৷ লিখেছেন, ‘এবং এটা ব্রোঞ্জপদক!!!!!’

ভারতীয় হকির ইতিহাসে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন স্বানন্দ কিরকিরেও ৷ গীতিকার, গায়ক, অভিনেতা তথা সহকারী পরিচালক কিরকিরে লিখেছেন, ‘‘জবরদস্ত!! ইন্ডিয়া!! ইন্ডিয়া!!’’

ভারতীয় দলের পাশাপাশি ভাল খেলার জন্য জার্মানিকেও অভিনন্দন জানিয়েছেন অভিনেতা রাহুল বোস ৷ জাতীয় হকি দলকে স্পনসর করার জন্য রাহুল তাঁর অভিনন্দনবার্তায় উল্লেখ করেছেন ওড়িশা সরকারের ক্রীড়া বিভাগের কথাও ৷

প্রসঙ্গত ২০১৮ সালে জাতীয় হকি দলের পৃষ্ঠপোষকের ভূমিকা থেকে সরে দাঁড়ায় সহারা ৷ সে সময় এগিয়ে আসেন নবীন পট্টনায়ক ৷ হকির জাতীয় পুরুষ ও মহিলা দলের প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকা নেয় ওড়িশা সরকার ৷ ৫ বছরের জন্য চুক্তি হয়  ৷

নবীন বলেছিলেন, ‘‘ওড়িশার তরফে এটা দেশকে উপহার ৷ ’’ তাঁর রাজ্যের আদিবাসীপ্রধান এলাকায় হকিকে জীবনধারণের অন্যতম উপায় বলে বর্ণনা করে ওড়িশার মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘সেখানে হকি স্টিক ধরেই প্রথম হাঁটতে শেখে শিশুরা ৷’’ দুন স্কুলে পড়াশোনার সময় নবীন পট্টনায়ক নিজেও হকি খেলতেন ৷ তিনি ছিলেন দলের গোলকিপার ৷

টোকিয়ো অলিম্পিক্সে বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই ১ গোলে পিছিয়ে পড়ে ভারত। একসময় সেই ব্যবধান বেড়ে যায় ১-৩ অবধি ৷ কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে ফেরে ভারত। দুই গোল শোধ করে ফিরে আসেন মনপ্রীতরা। তৃতীয় কোয়ার্টারে জার্মানির বিরুদ্ধে ৫-৩ গোলে এগিয়ে যান তাঁরা ৷ চতুর্থ কোয়ার্টারে কঠিন লড়াইয়ে শেষ মুহূর্তে একটি গোল শোধ করে জার্মানি। ৫-৪ ফলাফলে জয়মাল্য তথা ব্রোঞ্জ পদক পরে টিম ইন্ডিয়া ৷

Hockey Bronze Medal Match | Tokyo Olympics 2020: টোকিওতে ‘চক দে’! জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে অলিম্পিকে ৪১ বছর পর হকিতে পদক জয় ভারতের

ভারত-৫,    জার্মানি-৪

টোকিও: টোকিও অলিম্পিকে বিরাট কীর্তি মনপ্রীত সিংদের। ৪১ বছর পর হকিতে দেশকে পদক এনে দিলেন তাঁরা। বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিল ভারত। টানটান উত্তেজনার ম্যাচ ৷ প্রথম দুই কোয়ার্টারে ভারতের উপর চাপ বজায় রেখেছিলেন জার্মানরা ৷ একসময় ৩-১ গোলে এগিয়েও গিয়েছিলেন তারা ৷ কিন্তু ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ভারত ৷ শেষপর্যন্ত ভারত জেতে ৫-৪ গোলে ৷

শেষবার ১৯৮০ সালে অলিম্পিকের হকিতে পোডিয়ামে উঠেছিল ভারত ৷ অলিম্পিক্স হকিতে আটটি সোনাজয়ী ভারতের গত ৪১ বছরে কোনও পদকই জোটেনি ৷ ব্রোঞ্জ হলেও শেষপর্যন্ত মনপ্রীতদের হাত ধরেই এল সেই বহু কাঙ্খিত মেডেল ৷ বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনালে হারের পর সোনা জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল ৷ কিন্তু এদিন ব্রোঞ্জ মেডেল ম্যাচে নিজেদের সেরাটাই দিলেন ভারতীয় হকি দলের খেলোয়াড়রা ৷

ম্যাচে এদিন জোড়া গোল করলেন সিমরনজিৎ সিং ৷ গোল পেলেন হরমনপ্রীত, হার্দিক সিং এবং রুপিন্দরও ৷ ম্যাচে লড়াই হল একেবারে শেষ সেকেন্ড পর্যন্ত ৷ খেলা শেষ হওয়ার একেবারে শেষমুহূর্তে একটি পেনাল্টি কর্নার পায় জার্মানি ৷ ওইসময় গোল হয়ে গেলেই বিপদ বাড়ত ৷ কিন্তু শেষপর্যন্ত গোল বাঁচিয়ে নিতে সফল ভারত ৷ চক দে ইন্ডিয়া… !

Tokyo Olympics 2020: ব্রোঞ্জেই খুশি হতে হবে ভারতীয়দের, বিশ্ব চ্যাম্পিয়নের কাছে লড়ে হার Lovlina Borgohain

#অসম: টোকিও অলিম্পিক্সের সেমিফাইনালে অসমের ছোট্ট গ্রামের মেয়ে লাভলীনা৷ কিন্তু সেমিফাইনালে বিশ্বের এক নম্বরের কাছে ৫-০ তে হারলেন তিনি৷ খেলার ফল ৩০-২৬, ৩০-২৫, ৩০-২৫, ৩০-২৫, ৩০-২৫ এ৷ বুসেনাজ সুরমেনেলি এদিন রিংয়ে কার্যত অপ্রতিরোধ্য ছিলেন৷ তবুও অসমের তরুণী লড়াই করেন কিন্তু বুসানেজের কাছে পৌঁছতে আরও বেশি স্ট্র্যাটেজিক ও আগ্রাসী হতে হত৷

এদিকে লাভলিনার রিংয়ের লড়াইকে কুর্নিশ জানাচ্ছে সকলেই অনুরাগ ঠাকুর লিখেছেন নিজের সেরাটা দিয়েছেন লাভলিনা৷

এদিকে আগেই ইতিহাস তৈরি করে ফেলেছেন পদক নিশ্চিত করে সেমিফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই, এবার আরও বড় চ্যালেঞ্জ৷ টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) ৬৯ কেজি বিভাগে তাঁর প্রতিপক্ষ বর্তমানের বিশ্ব চ্যাম্পিয়ন বুসেনাজ সুরমেনেলি (Busenaz Surmeneli)৷ অলিম্পিক্সে পদক নিশ্চিত করা লাভলিনা এই মুহূর্তে প্রতিপক্ষ কে তা নিয়ে ভাবতে চান না, তিনি চাইছেন এই মেগা সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করতে৷ ২০০৮ সালে বিজেন্দর সিং . ২০১২ সালে মেরিকম ইতিমধ্যেই বক্সিংয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন৷ লাভলীনার পদক ৯ বছরে অলিম্পিক্সের মঞ্চে বক্সিংয়ে ভারতের প্রথম পদক হবে৷ তবে ফাইনালে পৌঁছনোর লক্ষ্য এই অসমিয়া তরুণী দেখছেন যা আজ অবধি কোনও ভারতীয় বক্সার করতে পারেননি৷ কিন্তু সেই লাভলীনাও  ব্রোঞ্জেই সন্তুষ্ট রইলেন৷ এদিকে লাভলীনার ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে অসম বিধানসভার কাজ স্থগিত রাখা হয়েছিল ২০ মিনিটের জন্য৷

এদিকে লাভলীনার বাবা জানিয়েছিলেন তিনি মেয়ের ঐতিহাসিক সেমিফাইনাল ম্যাচ দেখবেন না৷ অসম বিধানসভা স্থগিত রাখার বিষয়ে জানিয়েছেন মন্ত্রী পীযূষ হজারিকা৷ সমস্ত বিধায়ক যাতে বক্সিং রিংয়ে লাভলীনার লড়াইয়ের সাক্ষী হতে পারেন৷ এদিকে এর আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব লাভলীনার সাফল্য কামনায় পুজোর আয়োজন করেছিলেন৷

পুজো আয়োজিত হয়েছিল নেহেরু স্টেডিয়ামে, প্রদীপ জ্বেলে হয়েছিল পুজো, এছাড়া প্রদেশের বিভিন্ন মন্দির, মসজিদ ও চার্চেও লাভলীনার জন্য প্রার্থনা করা হয়৷  কারণ লাভলীনা অসমের প্রথম ক্রীড়াবিদ হিসেবে পদক জিতবেন৷

২৩ বছরের লাভলীনা অলিম্পিক্সে এখনও অবধি নিজের সহজাত খেলা ধরে রেখেই একের পর এক বাধা টপকেছেন৷ তিনি এবছরেই অনুর্ধ্ব ২৩ আন্তর্জাতিক টুর্নামেন্টে সোনা জিতেছেন৷

Tokyo Olympics 2020: জ্যাভলিন থ্রোয়ে কামাল করলেন নীরজ চোপড়া ! ৮৬.৬৫ মিটার ছুড়ে সরাসরি ফাইনালে

টোকিও: অলিম্পিকের অ্যাথলেটিক্সে জ্যাভলিন থ্রো-য়ে কামাল করলেন ভারতের নীরজ চোপড়া ৷ টোকিওয়ে জ্যাভলিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বে এদিন ৮৬.৬৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়তে সফল নীরজ ৷ সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন তিনি ৷ কারণ কোয়ালিফাই করার জন্য প্রয়োজন ছিল ৮৩.৫ মিটার ৷ নীরজ তার থেকেও দূরে ছোড়েন জ্যাভলিন ৷

জ্যাভলিন থ্রোয়ের ফাইনাল ৭ অগাস্ট। নীরজের থেকে সেই দিন পদকের আশায় থাকবে ভারত। প্রথম ভারতীয় হিসেব অলিম্পিকের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে উঠলেন নীরজ ৷ এর আগে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন তিনি ৷ এবার অলিম্পিকে দেশকে পদক এনে দিতে মরিয়া নীরজ চোপড়া ৷

Tokyo Olympics 2020: India vs Belgium: অলিম্পিক্স সেমিফাইনালে হকিতে কাঁটায় কাঁটায় টক্করেও হার, এবার লক্ষ্য ব্রোঞ্জ মেডেল ম্যাচ

#টোকিও: সোমবার সকাল থেকেই  টিভি ও মোবাইল স্ক্রিনে চোখ লাগিয়ে বসেছিলেন ভারতীয় হকি ফ্যানরা৷ ৪১ বছর বাদে দেশ অলিম্পক্সের সেমিফাইনালে (semifinal)! কিন্তু পেনাল্টি বক্সে ডিফেন্সের ভুলে গাদা গাদা পেনাল্টি কর্নার পায় বেলজিয়াম দল (India vs Belgium) আর তারই হাত ধরে সেমিফাইনালে ৫-২ গোলে ভারতকে হারিয়ে টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) ফাইনালে পৌঁছে গেল বেলজিয়াম৷ ভারতকে এবার খেলতে হবে ব্রোঞ্জ মেডেলের লক্ষ্যে৷

এদিন শুরুর প্রায় দু মিনিটের মধ্যেই প্রথমে গোল করে এগিয়ে যায় বেলজিয়াম৷ যদিও দেরি করেনি ভারত হরমনপ্রীতের গোলে সমতা ফেরায়৷ এর আট মিনিটের মধ্যে ফের গোল৷ এবার গোল করেন টিম ইন্ডিয়ার মনদীপ সিং৷ বিশ্ব মঞ্চে বিশ্বমানের প্রদর্শন এই তরুণের৷ ২-১ এগিয়ে প্রথম কোয়ার্টার শেষ করে ভারত৷

এরপর একের পর এক পেনাল্ট কর্নার পেতে থাকে বেলজিয়াম৷ গোলের নিচে পুরো টুর্নামেন্টের মতোই এদিনও শ্রীজেশের দক্ষতা অতুলনীয়৷ তবে নিজের দ্বিতীয় কোয়ার্টারে নিজেদের পঞ্চম পেনাল্টি কর্নারে গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা৷

তৃতীয় কোয়ার্টারে দুই দলই গোলের জন্য একের পর এক আক্রমণ শানায় কিন্তু গোলমুখ খুঁজে পায়নি কোনও পক্ষই৷ চতুর্থ কোয়ার্টারে বেলজিয়াম পেনাল্টি কর্নার থেকে গোল করে ফের এগিয়ে যায়৷ চতুর্থ কোয়ার্টারের সাত মিনিট বাকি থাকতে এবার পেনাল্টি পায় বেলজিয়াম৷ ফলে ফের একটি গোল৷ ৪-২ গোলে পিছিয়ে যায় ভারত৷ খেলার একদম শেষ মিনিটে আরও একটা গোল করে বেলজিয়াম৷ খেলার ফল দাঁড়ায় ৫-২৷  সেখান থেকে আর ফিরতে পারেনি টিম ইন্ডিয়া৷ এবার ভারতের লক্ষ্য হবে ব্রোঞ্জ মেডেল ম্যাচ জিতে হকিতে মেডেল খরা কাটানো৷

ভারতীয় পুরুষ হকি দল টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল৷ ১৯৮০ -র পর এবারই প্রথম ভারতীয় পুরুষ হকি দল শেষ চারে জায়গা করে নিয়েছে৷ দল কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের বিরুদ্ধে ৩-১ গোলে জেতে৷ ভারতীয় পুরুষ হকি দল সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্রে দীক্ষিত হয়েই নেমেছিল৷

অলিম্পিক্সে ইতিহাস তৈরি করেছিল ভারতীয় হকি দল৷ ১১ মেডেল জিতে আসে৷ ৮ টি সোনা জিতেছিল তারা৷ ১৯২৮, ১৯৩২, ১৯৩৬, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৬, ১৯৬৪, এবং ১৯৮০ সালে সোনা পায়৷ এছাড়া ১৯৬০ সালে রুপোর মেডেল পায় হকি দল৷ ১৯৬৮, ১৯৭২ সালে ব্রোঞ্জও পেয়েছিল টিম ইন্ডিয়া৷ কিন্তু গত ৪১ বছরে কোনও মেডেল আসেনি অলিম্পিক্স থেকে৷ ভারতীয় দল এই লম্বা মেডেল খরা এবার শেষ করতে বদ্ধপরিকর৷ টোকিও ভারত এখনও অবধি ৬ টি ম্যাচ খেলেছে এবং ৫ টি জিতেছে৷ একটি ম্যাচ তারা হেরেছে সেটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷ এদিনের জয় পরপর চারটি ম্যাচ জিতল তারা৷

এদিকে বেলজিয়ামের কথা বললে তারা এখনও অবধি হকি অলিম্পিক্সে কখনও সোনার পদক জেতেনি৷ তাঁরা দুটি মেডেল পেয়েছে, ২০১৬ তে রিও অলিম্পিক্সে রুপো পেয়েছে এবং ১৯২০ তে তারা ব্রোঞ্জ জিতেছিল৷ তবে এবারের অলিম্পিক্সে তারা একটিও ম্যাচ হারেনি বেলজিয়াম৷ ৬টি ম্যাচের ৫ টি ম্যাচ জিতেছে তারা, একটি ড্র করেছে৷ কিন্তু অলিম্পিক্স মেডেলের হিসেবে ভারতীয় হকি দল বহুগুণে এগিয়ে আছে পুরনো পরিসংখ্যানের ভিত্তিতে৷ ব্রিটেন , বেলজিয়ামের সঙ্গে ২-২ ড্র করেছিল৷ সেই ব্রিটেনকে হারিয়েই শেষ চারে জায়গা করে নিয়েছে ভারতীয় হকি দল৷