Zerodha-য় অ্যাকাউন্ট থাকলে আজ রাতের মধ্যেই এই কাজ করতে হবে, মানতে হবে RBI-এর নয়া নিয়ম

নয়াদিল্লি:  এফএক্স ডেরিভেটিভ নিয়ে নতুন ঘোষণা করল জেরোধা। অনুমান করা হচ্ছে, অনেক সক্রিয় বিনিয়োগকারীই এবার বাজার ছাড়বেন। আসলে রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী, জেরোধা গ্রাহকদের ৫ এপ্রিলের আগে এফএক্স ডেরিভেটিভ পজিশন বন্ধ করতে বলেছে।

পরিসংখ্যানে পতনের সম্ভাবনা: অনুমান করা হচ্ছে, এই ঘোষণার ফলে সক্রিয় বিনিয়োগকারীদের অধিকাংশই বাজার থেকে বেরিয়ে যাবেন। ফলে প্রতিদিন ৫ বিলিয়ন ডলারে পৌঁছনোর সংখ্যা হ্রাস পাবে। জেরোধা ব্রোকারেজ সংস্থাগুলির মধ্যে প্রথম ক্লায়েন্টদের ওপেন পজিশন বন্ধ করতে বলল। বিনিয়োগকারীদের অবশ্যই ফরেক্স এক্সপোজার থাকতে হবে বলে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা জারির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: PPF, Sukanya Samriddhi যোজনায় এখন কত সুদ পাবেন? টাকা রাখার আগে জেনে নিন

জেরোধার ঘোষণা: জেরোধা-র অফিসিয়াল হ্যান্ডেল থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লেখা হয়েছে, “রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, ব্যবসায়ীদের স্টক এক্সচেঞ্জে কারেন্সি ডেরিভেটিভগুলিতে ট্রেড করার জন্য অন্তর্নিহিত মুদ্রায় বিনিয়োগ করতে হবে। অনুগ্রহ করে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনে চলুন এবং ২০২৪-এর ৫ এপ্রিলের আগে ওপেন পজিশন বন্ধ করুন। এছাড়া ২০২৪-এর ৪ এপ্রিল আপনি আপনার বর্তমান অবস্থান থেকে প্রস্থান করতে পারেন, কিন্তু মুদ্রায় নতুন অবস্থান নেওয়ার অনুমতি দেওয়া হবে না। বিনিয়োগকারীরা নতুন অবস্থান নিতে চাইলে ঘোষণাপত্র জমা দিতে হবে”।

আরও পড়ুন: PPF-এ টাকা রাখছেন ? তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫ এপ্রিল তারিখটা, না হলে হতে পারে লক্ষাধিক টাকার লোকসান

ভলিউম শেষ হবে: নুওয়ামা ইনস্টিটিউশনালের ফরেক্স অ্যান্ড কমোডিটির প্রধান সজল গুপ্ত বলছেন, “কমপক্ষে ৭০ শতাংশ বা তার বেশি বাজার ভলিউম কমবে। বিনিয়োগকারীরা নতুন অবস্থান গ্রহণ করবেন না। কিন্তু পুরনো অবস্থান বাতিল করে দেবেন”। কারেন্সি ডেরিভেটিভ সেগমেন্টে ট্রেড করার জন্য বিদেশী মুদ্রায় অন্তর্নিহিত চুক্তিবদ্ধ এক্সপোজার থাকা বাধ্যতামূলক করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম: আসলে রিজার্ভ ব্যাঙ্ক নতুন নিয়ম আনার পরেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে জেরোধা। এই নিয়ম ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) বিস্তৃত বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ, যা জুন মাস থেকে বৈশ্বিক সূচকে দেশের বন্ড বাজারগুলিকে অন্তর্ভুক্ত করে রুপির ওঠানামা বন্ধ করেছে৷ প্রসঙ্গত বলে রাখা ভাল, বিশ্বব্যাপী উদীয়মান বাজারের মুদ্রাগুলোর মধ্যে রুপির অস্থিরতা সবচেয়ে কম।