ফুটবল পায়ে রামলাল

Jhargram Elephant: জমিয়ে ভেল্কি ফুটবলে! সাতসকালে জঙ্গলমহলে দলছুট রামলালের কীর্তিতে মুগ্ধ জনতা

রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: সে সুযোগ পায়নি ভারতীয় দলে, এমনকি পায়নি ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগানেও। তবে তার লক্ষ্য অবিচল। তাই সাত সকালে ফুটবল এবং ছোট্ট ফুট টেনিস বল পায়ে নানান স্কিল দেখায়। আর যা তারিয়ে তারিয়ে উপভোগ করলেন সাধারণ আমজনতা। সাতসকালে এমন মনোমুগ্ধকর ছবি সাধারণ মানুষ এবং নেটিজেনদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।

সবে ভোর হয়েছে। ঠান্ডা আবহাওয়া। চারিদিকে হালকা কুয়াশা। তবে এর মাঝেই পায়ে বল নিয়ে নানান কলাকৌশল দেখাল জঙ্গলমহলের প্রিয় রামলাল। রামলাল অবশ্য একটি হাতির নাম। দলছুট হয়ে থেকে যায় পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জঙ্গলে। শান্ত প্রকৃতির এই হাতি ক্ষতি করে না মানুষের। তবে বিভিন্ন সময় তাকে দেখা গেছে মানুষের মধ্যে মিশে গিয়ে নানা ধরনের আনন্দ দিতে।

আরও পড়ুন : চায়ে বিস্কুট চুবিয়ে খান? জানেন কতটা ক্ষতিকর অভ্যাস? চায়ের সঙ্গে বেশি বিস্কুট খেলে শরীরের কী কী অপকার হয়, জানুন

এদিন সকালে পশ্চিম মেদিনীপুরের চাঁদড়ার ঢড়রাশোল এলাকায় মাঠে এবং মাটির রাস্তায় ফুট টেনিস বল নিয়ে খেলতে দেখা গেল রামলালকে। কখনও ব্যাক শট, কখনও ফ্রন্ট লং শট, কখনও আবার গোলপোস্টে বল মারা। বেশ কয়েক মিনিট ফুটবল নিয়ে ব্যস্ত ছিল সে। সকাল থেকেই মাঠে ফুটবল প্র্যাকটিস করছিল বেশ কয়েকজন।

প্রথমে ফুটবল নিয়ে বেশ কয়েকটি কৌশল দেখায় রামলাল। তার পর সেটি ফাটিয়ে দিয়ে ফুট টেনিস বল নিয়ে প্র্যাকটিস করে সে। রামলালের কীর্তিতে অভিভূত উপস্থিত জনতা।