Big Update on Aadhaar: আধার কার্ড নিয়ে বড় ঘোষণা, দেখে নিন UIDAI কী জানাল!

আধার নিয়ে বড় ঘোষণা সরকারের ৷ ফের সময়সীমা বাড়ানো হল বিনামূল্যে আধার আপডেট করার  ৷ এর আগে ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করার সময় দেওয়া হয়েছিল ৷ এবার  সময়সীমা বাড়িয়ে ১৪ জুন, ২০২৪ করা হল ৷
আধার নিয়ে বড় ঘোষণা সরকারের ৷ ফের সময়সীমা বাড়ানো হল বিনামূল্যে আধার আপডেট করার ৷ এর আগে ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করার সময় দেওয়া হয়েছিল ৷ এবার সময়সীমা বাড়িয়ে ১৪ জুন, ২০২৪ করা হল ৷
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ UIDAI পোস্ট করে জানিয়েছে, লক্ষ লক্ষ আধার কার্ড হোল্ডারদের সুবিধার কথা মাথায় রেখেই বিনামূল্যে অনলাইন ডকুমেন্টস আপলোড করার সুবিধা ১৪ জুন ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ UIDAI পোস্ট করে জানিয়েছে, লক্ষ লক্ষ আধার কার্ড হোল্ডারদের সুবিধার কথা মাথায় রেখেই বিনামূল্যে অনলাইন ডকুমেন্টস আপলোড করার সুবিধা ১৪ জুন ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷
কীভাবে আপডেট করবেন আধার ?
কীভাবে আপডেট করবেন আধার ?
একাধিক আধার কার্ড হোল্ডাররা গত ১০ বছরে কার্ডে কোনও আপডেট করেননি ৷ এর জেরে সমস্ত আধার কার্ড হোল্ডারদের UIDAI বিনামূল্যে আপডেট করার সুবিধা দিচ্ছে ৷ মাই আধার পোর্টাল (myAadhaar) থেকে যে কেউ নিজের আধার কার্ড আপডেট করার সুবিধা পাবেন ৷
একাধিক আধার কার্ড হোল্ডাররা গত ১০ বছরে কার্ডে কোনও আপডেট করেননি ৷ এর জেরে সমস্ত আধার কার্ড হোল্ডারদের UIDAI বিনামূল্যে আপডেট করার সুবিধা দিচ্ছে ৷ মাই আধার পোর্টাল (myAadhaar) থেকে যে কেউ নিজের আধার কার্ড আপডেট করার সুবিধা পাবেন ৷
অনলাইনে ফ্রিতে ডেমোগ্রাফিক ডেটা আপডেট করতে পারবেন ৷ তবে, বায়োমেট্রিক আপডেট যেমন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের জন্য ব্যবহারকারীদের আধার সেন্টারে যেতে হবে ৷
অনলাইনে ফ্রিতে ডেমোগ্রাফিক ডেটা আপডেট করতে পারবেন ৷ তবে, বায়োমেট্রিক আপডেট যেমন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের জন্য ব্যবহারকারীদের আধার সেন্টারে যেতে হবে ৷
কেন আধার আপডেট করা জরুরি ?
কেন আধার আপডেট করা জরুরি ?
প্রত্যেক সরকারি যোজনা ও অন্যান্য পরিষেবার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নতুন সিম কার্ড সব ক্ষেত্রেই আধার নম্বরের দরকার পড়ে ৷ দেশের সকল নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি ৷ এর পাশাপাশি সময় সময়ে আধার আপডেট করাও অত্যন্ত জরুরি ৷
প্রত্যেক সরকারি যোজনা ও অন্যান্য পরিষেবার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নতুন সিম কার্ড সব ক্ষেত্রেই আধার নম্বরের দরকার পড়ে ৷ দেশের সকল নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি ৷ এর পাশাপাশি সময় সময়ে আধার আপডেট করাও অত্যন্ত জরুরি ৷