জাতীয় সড়কে কোন নিয়মে বাইক আরোহন দুর্ঘটনা ঝুঁকি কম

Bike: দিনভর বাইক ছুটিয়ে গন্তব্যে পাড়ি! এই কয়েক টিপসেই এড়াতে পারবেন ছোট-বড় দুর্ঘটনা, আজই জানুন

*কমবে জাতীয় সড়কে দুর্ঘটনা! উন্নত এবং সহজ যোগাযোগ ব্যবস্থা হতে পারে দেশের উন্নতির চাবিকাঠি। উত্তর থেকে দক্ষিণ-পূর্ব থেকে পশ্চিম নিবিড় যোগাযোগ স্থাপনে বদ্ধপরিকর দেশের সরকার। সেই দিক থেকে যোগাযোগ স্থাপনে গুরুত্ব পূর্ণ জাতীয় সড়কের মাধ্যমে দেশের প্রায় সমস্ত শহর এক সুতোয় গাঁথা। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। সংগৃহীত ছবি। 
*কমবে জাতীয় সড়কে দুর্ঘটনা! উন্নত এবং সহজ যোগাযোগ ব্যবস্থা হতে পারে দেশের উন্নতির চাবিকাঠি। উত্তর থেকে দক্ষিণ-পূর্ব থেকে পশ্চিম নিবিড় যোগাযোগ স্থাপনে বদ্ধপরিকর দেশের সরকার। সেই দিক থেকে যোগাযোগ স্থাপনে গুরুত্ব পূর্ণ জাতীয় সড়কের মাধ্যমে দেশের প্রায় সমস্ত শহর এক সুতোয় গাঁথা। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। সংগৃহীত ছবি।
*জাতীয় সড়কে যানবাহন যাতায়াত আরও মসৃণ করতে নানা উদ্যোগ সড়ক কতৃপক্ষের। জাতীয় সড়কের মাধ্যমে সহজ যোগাযোগ মানুষের কাছে আশীর্বাদের মতো। তবে এই সড়কও যে বহু পরিবার বহু মানুষের কাছে কখনও কখনও ভয়াবহ হয়ে ওঠে। এই ভয় বা আ আতঙ্ক দুর্ঘটনার কারণে। সংগৃহীত ছবি। 
*জাতীয় সড়কে যানবাহন যাতায়াত আরও মসৃণ করতে নানা উদ্যোগ সড়ক কতৃপক্ষের। জাতীয় সড়কের মাধ্যমে সহজ যোগাযোগ মানুষের কাছে আশীর্বাদের মতো। তবে এই সড়কও যে বহু পরিবার বহু মানুষের কাছে কখনও কখনও ভয়াবহ হয়ে ওঠে। এই ভয় বা আ আতঙ্ক দুর্ঘটনার কারণে। সংগৃহীত ছবি।
*হাওড়ার ১৬ নং জাতীয় সড়ক, দিল্লি মুম্বই, কলকাতা ও চেন্নাই যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক এটি। জাতীয় সড়কে দুর্ঘটনার হার কমলেও মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ছে বাইক। এই নিয়ে চিন্তিত বহু পরিবার। সংগৃহীত ছবি। 
*হাওড়ার ১৬ নং জাতীয় সড়ক, দিল্লি মুম্বই, কলকাতা ও চেন্নাই যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক এটি। জাতীয় সড়কে দুর্ঘটনার হার কমলেও মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ছে বাইক। এই নিয়ে চিন্তিত বহু পরিবার। সংগৃহীত ছবি।
*এবার এই দুর্ঘটনা থেকে রক্ষা পেতে বাইক আরোহীদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে জানালেন ১৬ নং জাতীয় সড়ক ইনসিডেন্ট ম্যানেজার। দিবারাত্রি ব্যস্ততম জাতীয় সড়ক ক্ষণিকের অসতর্কতা হতে পারে মারাত্মক বিপদের কারণ। আর এই দুর্ঘটনার অন্যতম কারণ যত্রতত্র বাস থেমে যাওয়া। দুরন্ত গতিতে আসা বাস হঠাৎ থমকে পড়া। সংগৃহীত ছবি। 
*এবার এই দুর্ঘটনা থেকে রক্ষা পেতে বাইক আরোহীদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে জানালেন ১৬ নং জাতীয় সড়ক ইনসিডেন্ট ম্যানেজার। দিবারাত্রি ব্যস্ততম জাতীয় সড়ক ক্ষণিকের অসতর্কতা হতে পারে মারাত্মক বিপদের কারণ। আর এই দুর্ঘটনার অন্যতম কারণ যত্রতত্র বাস থেমে যাওয়া। দুরন্ত গতিতে আসা বাস হঠাৎ থমকে পড়া। সংগৃহীত ছবি।
*বাসের রেষারেষি এবং অতিরিক্ত প্যাসেঞ্জার তোলার নেশায় পিছনের বাহনকে আটকানোর চেষ্টা দারুন বিপদের মুখে খেলে অন্যান্য যানবাহনকে। ফলে পিছনে থাকা যানবাহন দুর্ঘটনার মুখে পড়ে। বিশেষ করে এই দুর্ঘটনার দারুন ভাবে ক্ষতিগ্রস্ত হয়, মৃত্যুর মুখে পড়ে বাইক আরোহী। সংগৃহীত ছবি। 
*বাসের রেষারেষি এবং অতিরিক্ত প্যাসেঞ্জার তোলার নেশায় পিছনের বাহনকে আটকানোর চেষ্টা দারুন বিপদের মুখে খেলে অন্যান্য যানবাহনকে। ফলে পিছনে থাকা যানবাহন দুর্ঘটনার মুখে পড়ে। বিশেষ করে এই দুর্ঘটনার দারুন ভাবে ক্ষতিগ্রস্ত হয়, মৃত্যুর মুখে পড়ে বাইক আরোহী। সংগৃহীত ছবি।
*মদ্যপ অবস্থায় বা চোখে ঘুম নিয়ে ড্রাইভিং করা মারাত্মক বিপদের কারণ হতে পারে। এ প্রসঙ্গে জাতীয় সড়ক ইন্সিডেন্ট ম্যানেজার অশোক পয়রা জানান, সড়ক কর্তৃপক্ষ এবং পুলিশের তৎপরতার জেরে দুর্ঘটনার প্রবণতা কম হয়েছে। পুলিশি নজর দাড়ি আরও জোরদার হলে দুর্ঘটনা কম হবে। একইসঙ্গে সাধারণ মানুষ চালক এবং কারখানা মালিকপক্ষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে সম্পূর্ণরূপে দুর্ঘটনা মুক্ত হতে পারে জাতীয় সড়ক। সংগৃহীত ছবি।
*মদ্যপ অবস্থায় বা চোখে ঘুম নিয়ে ড্রাইভিং করা মারাত্মক বিপদের কারণ হতে পারে। এ প্রসঙ্গে জাতীয় সড়ক ইন্সিডেন্ট ম্যানেজার অশোক পয়রা জানান, সড়ক কর্তৃপক্ষ এবং পুলিশের তৎপরতার জেরে দুর্ঘটনার প্রবণতা কম হয়েছে। পুলিশি নজর দাড়ি আরও জোরদার হলে দুর্ঘটনা কম হবে। একইসঙ্গে সাধারণ মানুষ চালক এবং কারখানা মালিকপক্ষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে সম্পূর্ণরূপে দুর্ঘটনা মুক্ত হতে পারে জাতীয় সড়ক। সংগৃহীত ছবি।