প্রচলিত বিশ্বাস বিপত্তারিণীদেবীর পুজো করলে সংসার থেকে সব বিপদ আপদ ও বাধা বিঘ্ন দূর হয়। আষাঢ় মাসে সোজা রথ এবং উল্টো রথযাত্রার মাঝে মঙ্গল এবং শনিবার এই ব্রত পালিত হয়।

Bipattarini Puja Rituals: আজ বিপত্তারিণী পুজোয় ভুলেও খাবেন না এটা! সংসারে অর্থ, উন্নতি ও সৌভাগ্য আনতে করবেন না এই কাজ

প্রচলিত বিশ্বাস বিপত্তারিণীদেবীর পুজো করলে সংসার থেকে সব বিপদ আপদ ও বাধা বিঘ্ন দূর হয়। আষাঢ় মাসে সোজা রথ এবং উল্টো রথযাত্রার মাঝে মঙ্গল এবং শনিবার এই ব্রত পালিত হয়।
প্রচলিত বিশ্বাস বিপত্তারিণীদেবীর পুজো করলে সংসার থেকে সব বিপদ আপদ ও বাধা বিঘ্ন দূর হয়। আষাঢ় মাসে সোজা রথ এবং উল্টো রথযাত্রার মাঝে মঙ্গল এবং শনিবার এই ব্রত পালিত হয়।

 

এ বছর মা বিপত্তারিণী ব্রতর বাৎসরিক উদযাপন হয়েছে ৯ জুলাই৷ তার পর শনিবার ১৩ জুলাই পালিত হচ্ছে উদযাপনের আর এক পর্ব৷ আজকের এই বিশেষ দিনে কী করবেন, কী করবেন না, তার কিছু বিধিনিষেধ আছে৷
এ বছর মা বিপত্তারিণী ব্রতর বাৎসরিক উদযাপন হয়েছে ৯ জুলাই৷ তার পর শনিবার ১৩ জুলাই পালিত হচ্ছে উদযাপনের আর এক পর্ব৷ আজকের এই বিশেষ দিনে কী করবেন, কী করবেন না, তার কিছু বিধিনিষেধ আছে৷

 

মনে করা হয় বিপত্তারিণী পুজো এবং ব্রতপালনে এই নিয়মগুলি পালন করলে সংসারে বিপদ আপদ থাকে না৷ সৌভাগ্য, অর্থ, শ্রী ও সম্পদে ভরে থাকে জীবন৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ নন্দকিশোর মুদগল৷
মনে করা হয় বিপত্তারিণী পুজো এবং ব্রতপালনে এই নিয়মগুলি পালন করলে সংসারে বিপদ আপদ থাকে না৷ সৌভাগ্য, অর্থ, শ্রী ও সম্পদে ভরে থাকে জীবন৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ নন্দকিশোর মুদগল৷

 

বিপত্তারিণী ব্রতের পুজো চলাকালীন কখনও কারওর সঙ্গে কথা বলবেন না৷ নিষ্ঠা ভরে পুজোয় অংশ নিন৷ পালন করুন সব রীতিনীতি৷
বিপত্তারিণী ব্রতের পুজো চলাকালীন কখনও কারওর সঙ্গে কথা বলবেন না৷ নিষ্ঠা ভরে পুজোয় অংশ নিন৷ পালন করুন সব রীতিনীতি৷

 

পুজোর সময় কথা বললে বিঘ্ন ঘটতে পারে ব্যবসায়ে৷ দেখা দিতে পারে শারীরিক অসুস্থতা৷
পুজোর সময় কথা বললে বিঘ্ন ঘটতে পারে ব্যবসায়ে৷ দেখা দিতে পারে শারীরিক অসুস্থতা৷

 

অপরিষ্কার স্থানে মা বিপত্তারিণীর পুজো করবেন না৷ তাহলে গৃহে অশান্তি আসবে না৷
অপরিষ্কার স্থানে মা বিপত্তারিণীর পুজো করবেন না৷ তাহলে গৃহে অশান্তি আসবে না৷

 

বিপত্তারিণী পুজোয় সব উপকরণ ১৩ টি করে নিবেদন করুন৷ পুজোর পর উপবাস ভঙ্গ করুন লুচি খেয়ে৷
বিপত্তারিণী পুজোয় সব উপকরণ ১৩ টি করে নিবেদন করুন৷ পুজোর পর উপবাস ভঙ্গ করুন লুচি খেয়ে৷

 

বিপত্তারিণী পুজোর আগের দিন এবং পুজোর দিনে নিরামিষ ও সাত্তিক আহার গ্রহণ করুন৷ যিনি ব্রতী নন, বাড়ির বাকি লোকজনও নিরামিষ আহার গ্রহণ করুন৷
বিপত্তারিণী পুজোর আগের দিন এবং পুজোর দিনে নিরামিষ ও সাত্তিক আহার গ্রহণ করুন৷ যিনি ব্রতী নন, বাড়ির বাকি লোকজনও নিরামিষ আহার গ্রহণ করুন৷

 

বিপত্তারিণী ব্রত পালনের দিন কাউকে কটুকথা বলবেন না৷ এই তিথিতে নিজে কারওর কাছে ধার করবেন না৷ কাউকে টাকা ধার দেবেনও না৷ (সব ছবি-নেটমাধ্যম)
বিপত্তারিণী ব্রত পালনের দিন কাউকে কটুকথা বলবেন না৷ এই তিথিতে নিজে কারওর কাছে ধার করবেন না৷ কাউকে টাকা ধার দেবেনও না৷ (সব ছবি-নেটমাধ্যম)