Tag Archives: bipattarini vrat 2024

Bipattarini Puja Rituals: আজ বিপত্তারিণী পুজোয় ভুলেও খাবেন না এটা! সংসারে অর্থ, উন্নতি ও সৌভাগ্য আনতে করবেন না এই কাজ

প্রচলিত বিশ্বাস বিপত্তারিণীদেবীর পুজো করলে সংসার থেকে সব বিপদ আপদ ও বাধা বিঘ্ন দূর হয়। আষাঢ় মাসে সোজা রথ এবং উল্টো রথযাত্রার মাঝে মঙ্গল এবং শনিবার এই ব্রত পালিত হয়।
প্রচলিত বিশ্বাস বিপত্তারিণীদেবীর পুজো করলে সংসার থেকে সব বিপদ আপদ ও বাধা বিঘ্ন দূর হয়। আষাঢ় মাসে সোজা রথ এবং উল্টো রথযাত্রার মাঝে মঙ্গল এবং শনিবার এই ব্রত পালিত হয়।

 

এ বছর মা বিপত্তারিণী ব্রতর বাৎসরিক উদযাপন হয়েছে ৯ জুলাই৷ তার পর শনিবার ১৩ জুলাই পালিত হচ্ছে উদযাপনের আর এক পর্ব৷ আজকের এই বিশেষ দিনে কী করবেন, কী করবেন না, তার কিছু বিধিনিষেধ আছে৷
এ বছর মা বিপত্তারিণী ব্রতর বাৎসরিক উদযাপন হয়েছে ৯ জুলাই৷ তার পর শনিবার ১৩ জুলাই পালিত হচ্ছে উদযাপনের আর এক পর্ব৷ আজকের এই বিশেষ দিনে কী করবেন, কী করবেন না, তার কিছু বিধিনিষেধ আছে৷

 

মনে করা হয় বিপত্তারিণী পুজো এবং ব্রতপালনে এই নিয়মগুলি পালন করলে সংসারে বিপদ আপদ থাকে না৷ সৌভাগ্য, অর্থ, শ্রী ও সম্পদে ভরে থাকে জীবন৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ নন্দকিশোর মুদগল৷
মনে করা হয় বিপত্তারিণী পুজো এবং ব্রতপালনে এই নিয়মগুলি পালন করলে সংসারে বিপদ আপদ থাকে না৷ সৌভাগ্য, অর্থ, শ্রী ও সম্পদে ভরে থাকে জীবন৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ নন্দকিশোর মুদগল৷

 

বিপত্তারিণী ব্রতের পুজো চলাকালীন কখনও কারওর সঙ্গে কথা বলবেন না৷ নিষ্ঠা ভরে পুজোয় অংশ নিন৷ পালন করুন সব রীতিনীতি৷
বিপত্তারিণী ব্রতের পুজো চলাকালীন কখনও কারওর সঙ্গে কথা বলবেন না৷ নিষ্ঠা ভরে পুজোয় অংশ নিন৷ পালন করুন সব রীতিনীতি৷

 

পুজোর সময় কথা বললে বিঘ্ন ঘটতে পারে ব্যবসায়ে৷ দেখা দিতে পারে শারীরিক অসুস্থতা৷
পুজোর সময় কথা বললে বিঘ্ন ঘটতে পারে ব্যবসায়ে৷ দেখা দিতে পারে শারীরিক অসুস্থতা৷

 

অপরিষ্কার স্থানে মা বিপত্তারিণীর পুজো করবেন না৷ তাহলে গৃহে অশান্তি আসবে না৷
অপরিষ্কার স্থানে মা বিপত্তারিণীর পুজো করবেন না৷ তাহলে গৃহে অশান্তি আসবে না৷

 

বিপত্তারিণী পুজোয় সব উপকরণ ১৩ টি করে নিবেদন করুন৷ পুজোর পর উপবাস ভঙ্গ করুন লুচি খেয়ে৷
বিপত্তারিণী পুজোয় সব উপকরণ ১৩ টি করে নিবেদন করুন৷ পুজোর পর উপবাস ভঙ্গ করুন লুচি খেয়ে৷

 

বিপত্তারিণী পুজোর আগের দিন এবং পুজোর দিনে নিরামিষ ও সাত্তিক আহার গ্রহণ করুন৷ যিনি ব্রতী নন, বাড়ির বাকি লোকজনও নিরামিষ আহার গ্রহণ করুন৷
বিপত্তারিণী পুজোর আগের দিন এবং পুজোর দিনে নিরামিষ ও সাত্তিক আহার গ্রহণ করুন৷ যিনি ব্রতী নন, বাড়ির বাকি লোকজনও নিরামিষ আহার গ্রহণ করুন৷

 

বিপত্তারিণী ব্রত পালনের দিন কাউকে কটুকথা বলবেন না৷ এই তিথিতে নিজে কারওর কাছে ধার করবেন না৷ কাউকে টাকা ধার দেবেনও না৷ (সব ছবি-নেটমাধ্যম)
বিপত্তারিণী ব্রত পালনের দিন কাউকে কটুকথা বলবেন না৷ এই তিথিতে নিজে কারওর কাছে ধার করবেন না৷ কাউকে টাকা ধার দেবেনও না৷ (সব ছবি-নেটমাধ্যম)

Bipattarini Puja Offerings: রাত পোহালেই শনিবার বিপত্তারিণী ব্রতপালন! কোন কোন ফল দেবেন দেবীর পুজোয়, জেনে নিন

শনিবার পালিত হবে বিপত্তারিণী পুজো৷ আষাঢ় মাসে সোজা রথ এবং উল্টো রথযাত্রার মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়ে, সেই দু’টি দিনে পালিত হয় এই ব্রত ও পুজো৷
শনিবার পালিত হবে বিপত্তারিণী পুজো৷ আষাঢ় মাসে সোজা রথ এবং উল্টো রথযাত্রার মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়ে, সেই দু’টি দিনে পালিত হয় এই ব্রত ও পুজো৷

 

বিপত্তারিণী দেবীর পুজোয় সব উপকরণ লাগে ১৩ টি করে৷ মনে করা হয় এই ব্রত পালন করলে সব বিপদ, বাধা, বিঘ্ন দূর হয়৷ (ছবি-সোশ্যাল মিডিয়া)
বিপত্তারিণী দেবীর পুজোয় সব উপকরণ লাগে ১৩ টি করে৷ মনে করা হয় এই ব্রত পালন করলে সব বিপদ, বাধা, বিঘ্ন দূর হয়৷ (ছবি-সোশ্যাল মিডিয়া)

 

কোন কোন ফল দেবী বিপত্তারিণীকে নিবেদন করবেন? জেনে নিন জ্যোতিষ বিশেষজ্ঞ নন্দকিশোর মুদগল কী বলছেন৷ (ছবি-সোশ্যাল মিডিয়া)
কোন কোন ফল দেবী বিপত্তারিণীকে নিবেদন করবেন? জেনে নিন জ্যোতিষ বিশেষজ্ঞ নন্দকিশোর মুদগল কী বলছেন৷ (ছবি-সোশ্যাল মিডিয়া)

 

এই সময়ে যে মরশুমি ফল পাওয়া যায় সেগুলি দিতে পারেন দেবী বিপত্তারিণীর পুজোয়৷ আম, জাম, কলা সাজিয়ে দিতে পারেন অর্ঘ্যে৷
এই সময়ে যে মরশুমি ফল পাওয়া যায় সেগুলি দিতে পারেন দেবী বিপত্তারিণীর পুজোয়৷ আম, জাম, কলা সাজিয়ে দিতে পারেন অর্ঘ্যে৷

 

পাশাপাশি দিতে পারেন কাঁঠাল, ডালিম, পেয়ারা এবং লিচু৷ বেছে নিতে পারেন পাকা পেঁপে, জামরুল এবং মুসাম্বি৷
পাশাপাশি দিতে পারেন কাঁঠাল, ডালিম, পেয়ারা এবং লিচু৷ বেছে নিতে পারেন পাকা পেঁপে, জামরুল এবং মুসাম্বি৷

 

সেইসঙ্গে পুজোর অর্ঘ্যে রাখতে পারেন বাতাবি লেবু, শশা, আঙুর এবং খেজুর৷ অর্থাৎ যে যে ফল পাওয়া যাবে, তার মধ্যে থেকে ১৩ রকম ফল বেছে নিয়ে সাজিয়ে তুলুন পুজোর অর্ঘ্য৷
সেইসঙ্গে পুজোর অর্ঘ্যে রাখতে পারেন বাতাবি লেবু, শশা, আঙুর এবং খেজুর৷ অর্থাৎ যে যে ফল পাওয়া যাবে, তার মধ্যে থেকে ১৩ রকম ফল বেছে নিয়ে সাজিয়ে তুলুন পুজোর অর্ঘ্য৷

Bipattarini Vrat Puja Food Rituals: সংসারের মঙ্গলকামনায় বিপত্তারিণী পুজো করলে ভুলেও খাবেন না এটা! উপবাস ও ব্রত ভঙ্গ করুন এই খাবার খেয়ে

আষাঢ় মাসের শুক্লাপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে শনি ও মঙ্গলবার পড়ে, সেদিন মা বিপত্তারিণীর বাৎসরিক পুজো উদযাপিত হয়৷
আষাঢ় মাসের শুক্লাপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে শনি ও মঙ্গলবার পড়ে, সেদিন মা বিপত্তারিণীর বাৎসরিক পুজো উদযাপিত হয়৷

 

প্রতি বছর সোজা রথ ও উল্টোরথযাত্রা মধ্যেই উদযাপিত হয় এই ব্রত৷ চলতি বছরে বিপত্তারিণী ব্রত পড়েছে ৯ জুলাই মঙ্গলবার এবং ১৩ জুলাই শনিবার৷
প্রতি বছর সোজা রথ ও উল্টোরথযাত্রা মধ্যেই উদযাপিত হয় এই ব্রত৷ চলতি বছরে বিপত্তারিণী ব্রত পড়েছে ৯ জুলাই মঙ্গলবার এবং ১৩ জুলাই শনিবার৷

 

বিপত্তারিণী দেবীর পুজোয় যাঁরা উপবাস করে ব্রতপালন করেন, তাঁদের খাওয়া দাওয়া নিয়ে কিছু নির্দিষ্ট রীতিনীতি আছে৷ সে বিষয়ে বলছেন বিশারদ নন্দকিশোর মুদগল৷
বিপত্তারিণী দেবীর পুজোয় যাঁরা উপবাস করে ব্রতপালন করেন, তাঁদের খাওয়া দাওয়া নিয়ে কিছু নির্দিষ্ট রীতিনীতি আছে৷ সে বিষয়ে বলছেন বিশারদ নন্দকিশোর মুদগল৷

 

যাঁরা বিপত্তারিণী পুজোয় উপবাস করেছেন তাঁরা পুজোর আগের দিন এবং পুজোর দিন নিরামিষ আহার গ্রহণ করুন৷
যাঁরা বিপত্তারিণী পুজোয় উপবাস করেছেন তাঁরা পুজোর আগের দিন এবং পুজোর দিন নিরামিষ আহার গ্রহণ করুন৷

 

পুজো হয়ে যাওয়ার পর পাঠ করুন বিপত্তারিণী ব্রতকথা৷ তার পর ফলমূল, মিষ্টান্ন এবং লুচি খেয়ে উপবাস ভঙ্গ করুন৷
পুজো হয়ে যাওয়ার পর পাঠ করুন বিপত্তারিণী ব্রতকথা৷ তার পর ফলমূল, মিষ্টান্ন এবং লুচি খেয়ে উপবাস ভঙ্গ করুন৷

 

পুজোর দিনে চালের জিনিস বা অন্নজাত খাবার খাবেন না ব্রতীরা৷
পুজোর দিনে চালের জিনিস বা অন্নজাত খাবার খাবেন না ব্রতীরা৷

 

কোনও সেঁকা বা পোড়া খাবারও এই তিথিতে খাবেন না৷
কোনও সেঁকা বা পোড়া খাবারও এই তিথিতে খাবেন না৷

 

বাড়িতে বিপত্তারিণী পুজো হলে যাঁরা ব্রতপালন করছেন না, অর্থাৎ পরিবারের বাকি পরিজনরাও নিরামিষ আহার গ্রহণ করুন৷
বাড়িতে বিপত্তারিণী পুজো হলে যাঁরা ব্রতপালন করছেন না, অর্থাৎ পরিবারের বাকি পরিজনরাও নিরামিষ আহার গ্রহণ করুন৷

Bipattarini Puja: দুর্গার ১০৮ রূপের এক রূপ দেবী বর্গভীমা! বিপত্তারিণী পুজোয় তাঁর মন্দিরে উপচে পড়া ভিড়

পূর্ব মেদিনীপুর: বিপত্তারিণী পুজো উপলক্ষে তমলুকের বর্গভীমা মন্দিরে দিনভর বিশেষ পুজো পাঠের আয়োজন। তমলুক শহরের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা। পুরানে বর্ণিত এই মন্দির ৫১ সতীপীঠের এক পীঠ হিসেবে খ্যাত। সারা বছর প্রতিদিন পুজোর পাশাপাশি বিশেষ বিশেষ তিথিতে বিভিন্ন রূপে পূজিত হন দেবী বর্গভীমা। হিন্দু শাস্ত্র মতে বিপত্তারিণী পুজো হয় এই মন্দিরে। রথযাত্রা ও উল্টো রথের মাঝের শনি ও মঙ্গলবার বিপত্তারিণী ব্রত রেখে পুজো দেন হিন্দু ধর্মের মহিলারা। আর তাই ৯ জুলাই মঙ্গলবার সকাল থেকেই বিপত্তারিণী পুজো উপলক্ষে বর্গভীমা মন্দিরে ভক্তদের ভিড়।

কথিত আছে, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করা হয়ে থাকে। দেবী চণ্ডীর আরেক রূপ এই বিপত্তারিণী দেবী। বিপত্তারিণী ব্রত সাধারাণত মহিলারা করে থাকেন। ১৩ রকম ফুল, ১৩ রকম ফল, ১৩ টি পান, ১৩ টি সুপারি এবং ১৩ গাছা লাল সুতোতে ১৩ গাছা দূর্বা দিয়ে ১৩ টি গিঁট বেঁধে ধাগা তৈরি করতে হয়। এরপর পুরোহিতের সাহায্যে আম্রপল্লব সহ ঘট স্থাপন করে নাম গোত্র সহযোগে পুজা দেন হিন্দু ধর্মের মেয়েরা।

আরও পড়ুন: কয়েকগুণ বেশি ফলন পেতে বীজ শোধন জরুরি, এই পদ্ধতিতে ধান গাছের পরিচর্যা করুন

পুজোর পরে শোনা হয় বিপত্তারিণীর ব্রতকথা। যা এই পুজোর অন্যতম অঙ্গ। পুজো শেষে মহিলারা লাল সুতো বাম হাতে এবং পুরুষেরা কব্জি বা বাহুতে পরেন। ব্রত কথার পর উপবাস ভঙ্গ করেন পুণ্যার্থীরা।বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ঐতিহ্য প্রাচীন ইতিহাস বিজড়িত বর্গভীমা মায়ের মন্দিরে এদিন সকাল থেকে দেখা গেল বিপত্তারিণী পুজো উপলক্ষে ভক্তদের আনাগোনা।

পশ্চিমবঙ্গ ও ওড়িশার পার্শ্ববর্তী অঞ্চলে হিন্দু দেবী রূপে পুজিত হন এই দেবী। সঙ্কটনাশিনীর একটি রূপ এবং দেবী দুর্গার ১০৮ অবতারের মধ্যে অন্যতম এই দেবী। এদিন সকাল থেকেই আবহাওয়া খারাপ হলেও বৃষ্টিকে উপেক্ষা করেই বহু পুন্যার্থী তমলুকের বর্গভীমা মন্দিরে বিপত্তারিণীর পুজো দিতে আসেন।

সৈকত শী

Bipattarini Puja Offerings: আজ দেবী বিপত্তারিণীর পুজোয় কোন ১৩ টি ফুল নিবেদন করবেন? ডালিতে অবশ্যই রাখুন এই লাল ফুল

আষাঢ়মাসের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব রথযাত্রা৷ সোজা রথ এবং উল্টোরথের মাঝে মঙ্গল ও শনিবার পালিত হয় বিপত্তারিণীদেবীর পুজো৷
আষাঢ়মাসের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব রথযাত্রা৷ সোজা রথ এবং উল্টোরথের মাঝে মঙ্গল ও শনিবার পালিত হয় বিপত্তারিণীদেবীর পুজো৷

 

অনেকেই বছরভর মঙ্গল ও শনিবার মা বিপত্তারিণীর পুজো করেন৷ তবে বাৎসরিক উদযাপন হয় আষাঢ়ে রথযাত্রার সময়েই৷
অনেকেই বছরভর মঙ্গল ও শনিবার মা বিপত্তারিণীর পুজো করেন৷ তবে বাৎসরিক উদযাপন হয় আষাঢ়ে রথযাত্রার সময়েই৷

 

এ বছর, মঙ্গলবার ৯ জুলাই এবং ১৩ জুলাই, শনিবার পালিত হবে বিপত্তারিণীদেবীর পুজো৷ তাঁর পুজোয় কী কী ফুল ও ফল নিবেদন করবেন, জেনে নিন৷ বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল৷
এ বছর, মঙ্গলবার ৯ জুলাই এবং ১৩ জুলাই, শনিবার পালিত হবে বিপত্তারিণীদেবীর পুজো৷ তাঁর পুজোয় কী কী ফুল ও ফল নিবেদন করবেন, জেনে নিন৷ বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল৷

 

মা বিপত্তারিণীর পুজোয় সব উপকরণ ১৩ টি করে নিবেদন করা হয়৷ মা দুর্গার প্রিয় ফুল বা মা দুর্গার পুজোয় নিবেদিত ফুল দেওয়া হয় দেবী বিপত্তারিণীকেও৷
মা বিপত্তারিণীর পুজোয় সব উপকরণ ১৩ টি করে নিবেদন করা হয়৷ মা দুর্গার প্রিয় ফুল বা মা দুর্গার পুজোয় নিবেদিত ফুল দেওয়া হয় দেবী বিপত্তারিণীকেও৷

 

মা বিপত্তারিণীপ পুজোয় প্রধান ফুল জবা৷ নিবেদন করুন রক্তজবা৷ দিতে পারেন অন্যান্য রঙের জবাফুলও৷
মা বিপত্তারিণীপ পুজোয় প্রধান ফুল জবা৷ নিবেদন করুন রক্তজবা৷ দিতে পারেন অন্যান্য রঙের জবাফুলও৷

 

পদ্মফুল অবশ্যই নিবেদন করুন দেবী বিপত্তারিণীর পুজোয়৷
পদ্মফুল অবশ্যই নিবেদন করুন দেবী বিপত্তারিণীর পুজোয়৷

 

 নীল অপরাজিতাও উৎসর্গ করতে পারেন তাঁর আরাধনায়৷
নীল অপরাজিতাও উৎসর্গ করতে পারেন তাঁর আরাধনায়৷

 

এছাড়াও গাঁদাফুল, দোপাটি, কাঠমালতী, কাঠগোলাপ, আকন্দ, বেল, জুঁই, নয়নতারা, চাঁপাফুলে সাজিয়ে তুলুন পুজোর ডালি৷
এছাড়াও গাঁদাফুল, দোপাটি, কাঠমালতী, কাঠগোলাপ, আকন্দ, বেল, জুঁই, নয়নতারা, চাঁপাফুলে সাজিয়ে তুলুন পুজোর ডালি৷

 

যদি সম্ভব হয়, তাঁকে নিবেদন করতে পারেন পলাশ ও শিউলিফুলও৷ সব মিলিয়ে মোট ১৩ টি ফুল রাখুন মা বিপত্তারিণীর পুজোয়৷
যদি সম্ভব হয়, তাঁকে নিবেদন করতে পারেন পলাশ ও শিউলিফুলও৷ সব মিলিয়ে মোট ১৩ টি ফুল রাখুন মা বিপত্তারিণীর পুজোয়৷

Bipadtarini Astrology: সামনেই বিপত্তারিণী পুজো, ভুলেও এদিন এই কাজ করবেন না, সংসারে নেমে আসবে ঘোর অশান্তির পাহাড়, হবে চরম ক্ষতি

হিন্দু বাঙালিদের কাছে বিপত্তারিণী পুজো বিশেষ মাহাত্ম্যপূর্ণ। শক্তিরূপিনী দেবীরই এক রূপের প্রকাশ পায় তাঁর মধ্যে। পশ্চিমবঙ্গ ছাড়াও ওডিশা ও অসমে এই পুজো পালিত হয়। বিশেষ করে বাড়ির মহিলাদের মধ্য ভক্তি ও নিষ্ঠা সহকারে বিপত্তারিণী মায়ের পুজো প্রচলিত আছে।
হিন্দু বাঙালিদের কাছে বিপত্তারিণী পুজো বিশেষ মাহাত্ম্যপূর্ণ। শক্তিরূপিনী দেবীরই এক রূপের প্রকাশ পায় তাঁর মধ্যে। পশ্চিমবঙ্গ ছাড়াও ওডিশা ও অসমে এই পুজো পালিত হয়। বিশেষ করে বাড়ির মহিলাদের মধ্য ভক্তি ও নিষ্ঠা সহকারে বিপত্তারিণী মায়ের পুজো প্রচলিত আছে।
প্রতি বছর রথযাত্রা ও উল্টরথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়ে, সেই সময়ে বিপত্তারিণীর পুজো করা হয়। ‘বিপদতারিণী’ অর্থাৎ যিনি বিপদ থেকে তারণ করেন বা রক্ষা করেন। ‘বিপদতারিণী’ শব্দ অপভ্রংশে ‘বিপত্তারিণী’ হয়ে উঠেছে। বাংলা ও উড়িষ্যার আশপাশের গ্রামে-গঞ্জে বিপত্তারিণী পুজো বেশ জনপ্রিয়।
প্রতি বছর রথযাত্রা ও উল্টরথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়ে, সেই সময়ে বিপত্তারিণীর পুজো করা হয়। ‘বিপদতারিণী’ অর্থাৎ যিনি বিপদ থেকে তারণ করেন বা রক্ষা করেন। ‘বিপদতারিণী’ শব্দ অপভ্রংশে ‘বিপত্তারিণী’ হয়ে উঠেছে। বাংলা ও উড়িষ্যার আশপাশের গ্রামে-গঞ্জে বিপত্তারিণী পুজো বেশ জনপ্রিয়।
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে কাচা কাপড় পরুন। তারপর পুরো বাড়ি ধুয়ে মুছে নিয়ে ঘরের সব কোণায় ভালো করে গঙ্গাজল ছিটিয়ে নিন।
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে কাচা কাপড় পরুন। তারপর পুরো বাড়ি ধুয়ে মুছে নিয়ে ঘরের সব কোণায় ভালো করে গঙ্গাজল ছিটিয়ে নিন।
বিপত্তারিণী পুজোর সঙ্গে ১৩ সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন ১৩ গিঁট বিশিষ্ট লাল সুতো, যাকে বরাদ বা রাক্ষ সুতো বলা হয় তা স্বামী ও সন্তানের হাতে বেঁধে থাকেন মহিলারা।
বিপত্তারিণী পুজোর সঙ্গে ১৩ সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন ১৩ গিঁট বিশিষ্ট লাল সুতো, যাকে বরাদ বা রাক্ষ সুতো বলা হয় তা স্বামী ও সন্তানের হাতে বেঁধে থাকেন মহিলারা।
এই সুতোয় ১৩টি দূর্বাও বাঁধা থাকে। বিপত্তারিণী দেবীকে ১৩ রকমের ফুল, ১৩ রকমের ফল ও ১৩ রকমের মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে। এর সঙ্গে পান, সুপুরি, নারকেল নিবেদন করা হয়ে থাকে।
এই সুতোয় ১৩টি দূর্বাও বাঁধা থাকে। বিপত্তারিণী দেবীকে ১৩ রকমের ফুল, ১৩ রকমের ফল ও ১৩ রকমের মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে। এর সঙ্গে পান, সুপুরি, নারকেল নিবেদন করা হয়ে থাকে।
পুজো শেষে প্রসাদ হিসেবে ১৩টি লুচি ও ১৩ রকমের ফল খাওয়ার চল রয়েছে। বিবাহে বিলম্ব হলেও এই পুজো করলে বাধা কেটে যেতে পারে।
পুজো শেষে প্রসাদ হিসেবে ১৩টি লুচি ও ১৩ রকমের ফল খাওয়ার চল রয়েছে। বিবাহে বিলম্ব হলেও এই পুজো করলে বাধা কেটে যেতে পারে।
মনে রাখবেন বিপত্তারিণী পুজোয় কিছু ভুল হলে তার ফলে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি ব্যবসা বা চাকরিতে লোকসানের মুখে পড়তে পারেন জাতকরা। তাই সাবধানে ও সমস্ত নিয়মনীতি মেনে এই পুজো করা উচিত।
মনে রাখবেন বিপত্তারিণী পুজোয় কিছু ভুল হলে তার ফলে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি ব্যবসা বা চাকরিতে লোকসানের মুখে পড়তে পারেন জাতকরা। তাই সাবধানে ও সমস্ত নিয়মনীতি মেনে এই পুজো করা উচিত।

Bipattarini Vrat Date & Time 2024: বিপত্তারিণী পুজো কবে? জানুন ব্রতপালনের তিথি, দিনক্ষণ ও শুভ সময়

চলছে আষাঢ় মাস। বাংলায় এই মাসে পালনীয় বড় পার্বণ হল বিপদতারিণী বা বিপত্তারিণী ব্রত। বারো মাসে তেরো পার্বণ বাঙালির ঘরে ঘরে। লোকাচার, মরশুমি অনুষ্ঠান মিলেমিশে একীভূত হয়ে যায়।
চলছে আষাঢ় মাস। বাংলায় এই মাসে পালনীয় বড় পার্বণ হল বিপদতারিণী বা বিপত্তারিণী ব্রত। বারো মাসে তেরো পার্বণ বাঙালির ঘরে ঘরে। লোকাচার, মরশুমি অনুষ্ঠান মিলেমিশে একীভূত হয়ে যায়।

 

আষাঢ়মাসের সোজা রথ থেকে উল্টোরথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে এই ব্রত ও পুজো পালন করা হয়ে থাকে সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে৷
আষাঢ়মাসের সোজা রথ থেকে উল্টোরথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে এই ব্রত ও পুজো পালন করা হয়ে থাকে সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে৷

 

এ বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ ও দিন হল ৯ জুলাই, মঙ্গলবার৷ বাংলা ক্যালেন্ডারে দিনটি হল ১৪৩১ সনের ২৪ আষাঢ়, মঙ্গলবার৷
এ বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ ও দিন হল ৯ জুলাই, মঙ্গলবার৷ বাংলা ক্যালেন্ডারে দিনটি হল ১৪৩১ সনের ২৪ আষাঢ়, মঙ্গলবার৷

 

বিপত্তারিণী ব্রতপালনের দ্বিতীয় দিনটি হল ১৩ জুলাই, শনিবার৷ বাংলা ক্যালেন্ডারে দিনটি হল ১৪৩১ সনের ২৮ আষাঢ়, শনিবার৷
বিপত্তারিণী ব্রতপালনের দ্বিতীয় দিনটি হল ১৩ জুলাই, শনিবার৷ বাংলা ক্যালেন্ডারে দিনটি হল ১৪৩১ সনের ২৮ আষাঢ়, শনিবার৷

 

বিপত্তারিণী দেবীর পুজোয় ১৩ সংখ্যাটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ৷ বাড়ির মেয়েরা মূলত এই ব্রত পালন করেন৷
বিপত্তারিণী দেবীর পুজোয় ১৩ সংখ্যাটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ৷ বাড়ির মেয়েরা মূলত এই ব্রত পালন করেন৷

 

বিপত্তারিণী ব্রত পালনের পর দিন বুধবার পালিত হবে উল্টোরথ যাত্রা৷ প্রচলিত বিশ্বাস, বিপত্তারিণী ব্রত পালন করলে সংসার থেকে বাধা বিঘ্ন ও অশান্তি দূর হয়। বিপদ কেটে আসে সুসময়।
বিপত্তারিণী ব্রত পালনের পর দিন বুধবার পালিত হবে উল্টোরথ যাত্রা৷ প্রচলিত বিশ্বাস, বিপত্তারিণী ব্রত পালন করলে সংসার থেকে বাধা বিঘ্ন ও অশান্তি দূর হয়। বিপদ কেটে আসে সুসময়।

 

Bipattarini Vrat 2024: এ বছর বিপত্তারিণী ব্রত কবে? এখনই জেনে রাখুন দিনক্ষণ তারিখ ও শুভ সময়

বাঙালির বারো মাসে তেরো পার্বণ৷ লোকাচার, মরশুমি অনুষ্ঠান মিলেমিশে একীভূত হয়ে গিয়েছে নানা রঙের অনুষ্ঠানে৷ বঙ্গজীবনের গৃহস্থদের পালনীয় সেরকমই একটি অনুষ্ঠান হল বিপদতারিণী বা বিপত্তারিণী ব্রত৷
বাঙালির বারো মাসে তেরো পার্বণ৷ লোকাচার, মরশুমি অনুষ্ঠান মিলেমিশে একীভূত হয়ে গিয়েছে নানা রঙের অনুষ্ঠানে৷ বঙ্গজীবনের গৃহস্থদের পালনীয় সেরকমই একটি অনুষ্ঠান হল বিপদতারিণী বা বিপত্তারিণী ব্রত৷

 

আষাঢ়মাসের সোজা রথ থেকে উল্টোরথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে এই ব্রত ও পুজো পালন করা হয়ে থাকে সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে৷
আষাঢ়মাসের সোজা রথ থেকে উল্টোরথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে এই ব্রত ও পুজো পালন করা হয়ে থাকে সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে৷

 

২০২৪ সালে অর্থাৎ এ বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ ও দিন হল ৯ জুলাই, মঙ্গলবার৷ বাংলা ক্যালেন্ডারে দিনটি হল ১৪৩১ সনের ২৪ আষাঢ়, মঙ্গলবার৷
২০২৪ সালে অর্থাৎ এ বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ ও দিন হল ৯ জুলাই, মঙ্গলবার৷ বাংলা ক্যালেন্ডারে দিনটি হল ১৪৩১ সনের ২৪ আষাঢ়, মঙ্গলবার৷

 

বিপত্তারিণী ব্রতপালনের দ্বিতীয় দিনটি হল ১৩ জুলাই, শনিবার৷ বাংলা ক্যালেন্ডারে দিনটি হল ১৪৩১ সনের ২৮ আষাঢ়, শনিবার৷
বিপত্তারিণী ব্রতপালনের দ্বিতীয় দিনটি হল ১৩ জুলাই, শনিবার৷ বাংলা ক্যালেন্ডারে দিনটি হল ১৪৩১ সনের ২৮ আষাঢ়, শনিবার৷

 

বিপত্তারিণী দেবীর পুজোয় ১৩ সংখ্যাটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ৷ বাড়ির মেয়েরা মূলত এই ব্রত পালন করেন৷ ব্রত ও পুজো সমাপনে পরিবারের সদস্যদের হাতে লাল সুতোয় ১৩টি দূর্বা-সহ ১৩ টি গিঁট দিয়ে বেঁধে দেওয়া হয়৷
বিপত্তারিণী দেবীর পুজোয় ১৩ সংখ্যাটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ৷ বাড়ির মেয়েরা মূলত এই ব্রত পালন করেন৷ ব্রত ও পুজো সমাপনে পরিবারের সদস্যদের হাতে লাল সুতোয় ১৩টি দূর্বা-সহ ১৩ টি গিঁট দিয়ে বেঁধে দেওয়া হয়৷

 

১৩ রকম ফুল ও ১৩ রকম ফল দিয়ে দেবীর পুজো করা হয়৷ বিপত্তারিণী ব্রত পালনের পর দিন বুধবার পালিত হবে উল্টোরথ যাত্রা৷
১৩ রকম ফুল ও ১৩ রকম ফল দিয়ে দেবীর পুজো করা হয়৷ বিপত্তারিণী ব্রত পালনের পর দিন বুধবার পালিত হবে উল্টোরথ যাত্রা৷