‘ব্ল্যাক পেপার’ পুস্তিকা প্রকাশ সুকান্ত মজুমদারের

Sukanta Majumdar: ‘ব্ল্যাক পেপার’ পুস্তিকা প্রকাশ সুকান্তর, কী আছে বঙ্গ বিজেপির পুস্তিকায়?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ২০১১ সাল থেকে এ যাবৎ নারী নির্যাতনের ঘটনার খতিয়ান তুলে ধরে ‘ব্ল্যাক পেপার’ প্রকাশ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ‘‘দেশের সমস্ত রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের নারী নির্যাতনের তালিকার গ্রাফ ঊর্ধ্বমুখী’’, তৃণমূল কংগ্রেসকে তীব্র নিশানা করে অভিযোগ সুকান্ত মজুমদারের । যে ব্ল্যাক পেপার আজ, মঙ্গলবার প্রকাশ করা হল সেই ব্ল্যাক পেপার পুজো মণ্ডপ লাগোয়া দলীয় বুক স্টল এবং বিভিন্নভাবে দর্শনার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঙ্গলবার জানান সুকান্ত।

বিজেপির প্রকাশ করা ২৮ পাতার ব্ল্যাক পেপারে আরজি করের পাশাপাশি কামদুনি, পার্কস্ট্রিট, হাঁসখালি, কালিয়াগঞ্জ, শিলিগুড়ি, রানাঘাট-সহ একাধিক ঘটনার উল্লেখ রয়েছে। এই ব্ল্যাক পেপারে NCRB-এর নারী নির্যাতন ইস্যুতে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে বঙ্গ পদ্ম শিবিরের দাবি, ‘‘মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের যে গড় হিসেব তার গ্রাফে অনেক এগিয়ে পশ্চিমবঙ্গ।’’

আরও পড়ুন– পুজোর আনন্দে ললিত ছন্দে এক হল দুই বাংলা; মোরগ রোস্ট স্যালাড, মাছের পিঠে, কড়াইশুটির ভুনার মতো নতুন বাঙালি পদের স্বাদ কেবল গ্রেট ইস্টার্নে

সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশাপাশি বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শামীক ভট্টাচার্য বলেন, ‘‘গভীর অন্ধকারে নিমজ্জিত পশ্চিমবঙ্গের সমাজ সমাজের সর্বত্র আজ হতাশার পরিমণ্ডল এরা যে কেউই নিরাপদ নয়, সবচেয়ে আতঙ্কিত এ রাজ্যের মহিলারা। রাজ্যের মানুষ শক্তির আরাধনা করে দুর্গা বা কালী পূজার মধ্য দিয়ে। অথচ এ রাজ্য এখন ধর্ষক ও নারী পাচারকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।’’

আরও পড়ুন- ট্রেনের টয়লেট থেকে ভেসে আসছিল অদ্ভুত শব্দ, গেট খুলতেই চমকে গেল জিআরপি, ‘এমনও হয়!’

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলকে নেতৃত্ব দিতেন বাম আমলে তখন তিনি এ রাজ্যের মানুষকে বারবার প্রতিশ্রুতি দিতেন যে, তাঁরা ক্ষমতায় এলে এ রাজ্যে গণতন্ত্র সম্প্রসারিত হবে, নারীরা সুরক্ষিত হবে। অথচ সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্টের আমলে এ রাজ্যের মহিলাদের উপর যে ভয়ঙ্কর অত্যাচার হতো, ধর্ষককে বিরোধীদের দমিয়ে রাখার একটি কৌশলের ব্যবহার করা হতো, বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস সেই বামেদেরও ছাপিয়ে গেছে।’

রাজ্য বিজেপির তরফে ‘ব্ল্যাক পেপার’ নামের যে পুস্তিকা আজ প্রকাশ করা হয়েছে সেখানে সাম্প্রতিক সময়ে একাধিক তৃণমূল নেতাদের বিরুদ্ধে ‘কু-কথা’র একাধিক অভিযোগও স্থান পেয়েছে।