বাইকে চেপে ঘুরলেন খড়গপুর শহর

Lok Sabha Elections 2024: অগ্নিমিত্রা ভোটের প্রচারে অন্যরূপে! রাস্তায়-রাস্তায় ঘুরে কী ভাবে প্রচার সারলেন, দেখুন

পশ্চিম মেদিনীপুর: দিলীপ ঘোষের স্টাইলে এবার রেল শহর খড়্গপুরে প্রচার চালালেন বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল। এক কর্মীর বুলেট বাইকে চেপে ঘুরলেন খড়গপুর শহর। খড়গপুর শহরের একাধিক মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি চা চক্র এবং জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। খড়্গপুরে থাকাকালীন একাধিকবার বুলেট বাইকে চেপে খড়গপুর শহর ঘুরেছেন বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। তবে সপ্তাহের প্রথম দিন রেল শহর খড়্গপুরে কর্মী সমর্থকদের নিয়ে বুলেটে ঘুরলেন।

লোকসভা নির্বাচনে অগ্নিমিত্রা পালকে দিলীপ ঘোষের জায়গায় প্রার্থী করেছে গেরুয়া দল। লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচারের পাশাপাশি সোমবার সকাল থেকে রেল শহর খড়্গপুরে প্রচার চালালেন অগ্নিমিত্রা। এদিন খড়গপুর পৌর এলাকার ৩১ নম্বর ওয়ার্ডে আইমাতে চা চক্র ও জনসংযোগে যোগ দেন তিনি। এরপর এক কর্মীর বাইকে চেপে আইআইটি ফ্লাইওভার দিয়ে খড়গপুর শহর ঘোরেন।

এরপর সারাদিন খড়গপুর শহরের বিভিন্ন অলিতে গলিতে প্রচার করেন তিনি। ১৭ নম্বর ওয়ার্ড এলাকায় সোলাপুরি মাতার মন্দিরে পুজো দিয়ে ওয়ার্ডের প্রচার ও জনসংযোগ করলেন তিনি। এরপর ২৬ ও ২১ নম্বর ওয়ার্ডে বিভিন্ন মন্দিরে পুজো ও জনসংযোগ করেন বিজেপির প্রার্থী। দিলীপ ঘোষের খাসতালুক হিসেবেই পরিচিত রেল শহর খড়গপুর। সপ্তাহে একাধিক দিন সকাল থেকে মর্নিং ওয়াক, চা চক্র এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন দিলীপ ঘোষ।

তবে এবার দিলীপ ঘোষের স্টাইলে রেল শহর খড়্গপুরে প্রচার করলেন বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পাল। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে কঠিন চ্যালেঞ্জ অগ্নিমিত্রা ও জুন মালিয়ার। স্বাভাবিকভাবে শেষ হাসি কে হাসে তা সময় বলবে।

রঞ্জন চন্দ