বিষ্ণুপুরের বালুচরী 

Jacquard Machine: একটি শাড়ি বানাতে ১০ দিন! সেই জাকার্ড মেশিনে বানানো বিষ্ণুপুরের বালুচরীতেই ঐতিহ্য

বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির ছাড়াও বিখ্যাত এক শিল্প রয়েছে। যে শিল্পের সৌন্দর্যে মাতোয়ারা মহিলারা।
বিষ্ণুপুরে টেরাকোটার মন্দির ছাড়াও বিখ্যাত এক শিল্প রয়েছে। যে শিল্পের সৌন্দর্যে মাতোয়ারা মহিলারা।
বালুচরী হল বিষ্ণুপুরের প্রসিদ্ধ শাড়ি, ভারতের ভৌগোলিক স্বীকৃতি এবং বয়নশৈলীতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত একটি অনবদ্য শিল্পকর্ম৷
বালুচরী হল বিষ্ণুপুরের প্রসিদ্ধ শাড়ি, ভারতের ভৌগোলিক স্বীকৃতি এবং বয়নশৈলীতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত একটি অনবদ্য শিল্পকর্ম৷
আঁচলে বিবিধ পৌরাণিক ও অন্যান্য নকশা-বোনা এই শাড়ি আভিজাত্যের প্রতীক হিসাবে গণ্য৷
আঁচলে বিবিধ পৌরাণিক ও অন্যান্য নকশা-বোনা এই শাড়ি আভিজাত্যের প্রতীক হিসাবে গণ্য৷
১৮০৪ সালের জোসেফ ম্যারি জ্যাকার্ড পেটেন্ট তৈরি করেছিলেন এই জ্যাকার্ড মেশিনের। বাঁকুড়ার বিষ্ণুপুরে হাতে করে শাড়ি বুনতে ব্যবহার করা হচ্ছে এই জ্যাকার্ড মেশিন।
১৮০৪ সালের জোসেফ ম্যারি জ্যাকার্ড পেটেন্ট তৈরি করেছিলেন এই জ্যাকার্ড মেশিনের। বাঁকুড়ার বিষ্ণুপুরে হাতে করে শাড়ি বুনতে ব্যবহার করা হচ্ছে এই জ্যাকার্ড মেশিন।
অষ্টাদশ শতাব্দীতে, বাংলার নবাব মুর্শিদকুলি খান বয়ন ঐতিহ্যের পৃষ্ঠপোষকতা করেন এবং এই শাড়ি তৈরির নৈপুণ্যকে ঢাকা থেকে মুর্শিদাবাদের বালুচর গ্রামে নিয়ে আসেন।
অষ্টাদশ শতাব্দীতে, বাংলার নবাব মুর্শিদকুলি খান বয়ন ঐতিহ্যের পৃষ্ঠপোষকতা করেন এবং এই শাড়ি তৈরির নৈপুণ্যকে ঢাকা থেকে মুর্শিদাবাদের বালুচর গ্রামে নিয়ে আসেন।
শিল্পী অরুণ দে জানান, “জ্যাকার্ডের বানানো এই মেশিন ব্যবহার করে একটি শাড়ি বানাতে ১০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
শিল্পী অরুণ দে জানান, জ্যাকার্ডের বানানো এই মেশিন ব্যবহার করে একটি শাড়ি বানাতে ১০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।