Lok Sabha Election 2024: কেশপুরের পর গড়বেতা! হিংসার স্মৃতি ফিরিয়ে ভোটপর্বে তুলকালাম গড়বেতায়, মাথা ফাটল জওয়ানের

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে ভোট চলাকালীন হঠাৎ হিংসা ছড়াল৷ ষষ্ঠ দফার নির্বাচন চলাকালীন ঝাড়গ্রামের প্রার্থী প্রণত টুডু অভিযোগ করলেন আক্রমণের৷ তিনি অভিযোগ করলেন, ভোট চলাকালীন তাঁর গাড়ির উপর হামলা করেন দুষ্কৃতীরা৷ ইট মেরে তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ৷ পাশাপাশি, তাঁদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকেও এলাকা থেকে তাড়া দিয়ে বার করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে৷ সব মিলিয়ে ঝাড়গ্রামে তুলকালাম বাঁধল শেষ বেলায়৷

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

যে ভিডিও দেখা গিয়েছে, তাতে দেখা গিয়েছে, একদল মানুষ কার্যত পাথর ছুড়ছেন বিজেপি প্রার্থীকে৷ আর সেই পাথরের থেকে বাঁচতে ছুটতে-ছুটতে দৌড়চ্ছেন প্রার্থীও৷ তাঁকে ঘিরে ধরেছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা, তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন৷ কিন্তু তিনিও শেষ পর্যন্ত রক্ষা পাননি, তাঁর গায়েও পাথর লেগেছে বলে অভিযোগ৷ পাশাপাশি, প্রার্থী অভিযোগ করেছেন, তাঁর নিরাপত্তারক্ষীর মাথায় ইট লাগে, তাতে মাথাও ফাটে৷ ঘটনায় সংবাদমাধ্যমের গাড়িও আক্রান্ত হয় বলে অভিযোগ৷

বেলা দেড়টা নাগাদ ঝাড়গ্রামে আসেন বিজেপি প্রার্থী৷ বেশ কয়েকজন ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ৷ সেই অভিযোগ শুনে এলাকায় এসে প্রার্থী ভোটারদের নিয়ে এসে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়৷ সেই ভোটদান প্রক্রিয়া শেষ হওয়ার পরেই তাঁদের উপর আক্রমণ নেমে আসে বলে অভিযোগ৷ সেখানে ছাড় পায়নি সংবাদমাধ্যমের গাড়ি, কেন্দ্রীয় বাহিনীও৷

বিজেপি প্রার্থী বলেছেন, ‘আমি গতকাল থেকেই খবর পাচ্ছিলাম, এই এলাকায় আমাদের ভোটারদের ভোট দিতে দেওয়া হবে৷ গতকাল থেকে সেই হুমকি দেওয়া হচ্ছে৷ আমি সেই কারণে আমি এসেছিলাম৷ কিন্তু এখানে যা ঘটছে, তা বলার মতো নয়৷ আমার উপর আক্রমণ করা হয়েছে৷’