Agnimitra Paul: দিলীপের গড়ে অগ্নিমিত্রা পালের লড়াই, মেদিনীপুর শহরে প্রবেশ করে যা করলেন বিজেপি প্রার্থী!

পশ্চিম মেদিনীপুর: শিয়রে লোকসভা নির্বাচন। নির্বাচনের দিন ঘোষণার পরেই বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন তৃণমূলের জুন মালিয়া। অন্যদিকে দ্বিতীয় দফায় বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার পর এসেছে নানান রদবদল। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী দিলীপ ঘোষ এর জায়গায় প্রার্থী করা হয়েছে বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পালকে। প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার মেদিনীপুরে এসে প্রথমে কালী মন্দিরের পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি।

দিলীপ ঘোষের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল মেদিনীপুর। প্রথমে জ্ঞান সিং সোহন পাল ওরফে চাচাকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ, এরপর লোকসভা নির্বাচনে জয়ী হয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হয়েছিলেন তিনি। এবার লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকেই প্রার্থী করেছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। অন্যদিকে দিলীপ ঘোষের জায়গায় প্রার্থী হয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

আরও পড়ুনLok Sabha Elections 2024: মহুয়ার বিরুদ্ধে ‘অন্যায়’ ইস্যু তুরুপের তাস! ৩১ মার্চ কৃষ্ণনগরে লোকসভা প্রচার শুরু মমতার

মঙ্গলবার তিনি মেদিনীপুরে আসেন। মেদিনীপুর শহরে প্রবেশ করে শহরের বটতলা চকে কালীমন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। তবে জয়ের ব্যাপারে আশাবাদী থেকে তিনি জানান, প্রার্থী নয় মানুষ নরেন্দ্র মোদিকে দেখেই ভোট দেবেন। পাশাপাশি দিলীপ ঘোষের ভুয়সী প্রশংসা করেন তিনি। এদিন মেদিনীপুর, খড়গপুর, বেলদা সহ একাধিক জায়গায় কর্মসূচি সারেন তিনি।

স্বাভাবিকভাবে দিলীপ ঘোষের প্রাক্তন কেন্দ্র মেদিনীপুরে নতুন প্রার্থী অগ্নিমিত্রা। অপরদিকে প্রতিপক্ষ জুন মালিয়া। স্বাভাবিকভাবে এই কেন্দ্রে যে টক্কর হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

রঞ্জন চন্দ