বাংলা ভাগের বিরোধিতা- নিন্দা প্রস্তাব

ফের সরগরম বিধানসভা! মুলতবি প্রস্তাব গৃহীত হওয়ার পরেও ওয়াকআউট বিজেপির

কলকাতা: ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাল ভারতীয় জনতা পার্টি। ‘এত দাম খাব কী’, স্লোগান দিয়ে ওয়াক আউট করেন বিজেপি বিধায়কেরা। পাল্টা বিজেপির বিরুদ্ধে স্লোগান তৃণমূল বিধায়কদের।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হচ্ছে ক্রমশই। তা নিয়েই এবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনল বিজেপি। প্রস্তাব পাঠ করার অনুমতি ও আলোচনা করতে দেন অধ্যক্ষ। বিজেপি তাদের মুলতুবি প্রস্তাবে জানায়, দ্রব্যমূল্যর কারণে গরিব মানুষের অসুবিধা হচ্ছে। ফড়েদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কালোবাজারি রোখা হোক। ফড়েদের জন্য অসুবিধা বাড়ছে। কড়া শাস্তির নিদান হোক। ‘বিদ্যুৎ বিল তিন মাসের বদলে প্রতি মাসেই দেওয়ার ব্যবস্থা করা হোক। পুরানো ট্যারিফে বিদ্যুৎ নিয়ে আসা হোক’, জানান  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘বিরোধী দলনেতার কাছে সম্পূর্ণ তথ্য নেই। কেন্দ্রীয় সরকার কয়লা দিচ্ছে না। বেশি দামে কিনতে হচ্ছে। আমাদের দাম একই আছে। বিজেপি শাসিত রাজ্যে দাম বেড়েছে। আমাদের দাম এক পয়সা বাড়েনি।’ শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘পেট্রো পণ্যের দাম বাড়লে জিনিসের দাম বাড়ে। আপনারা জানেন, শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করছেন। ইলেকশন বন্ডের সময় কোথায় ছিলেন। ওষুধের দাম যখন বাড়ালেন তখন কোথায় ছিলেন।’

প্রস্তাব গৃহীত হওয়ার পর, আলোচনায় অংশগ্রহণ করে বিজেপি ৷ কিন্তু মাঝপথেই বিধানসভা থেকে ওয়াকআউট করে তারা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “ওরা বারবার বলে আলোচনা করতে দেওয়া না ৷ আজ আমরা আলোচনা করতে দিলাম ৷ কিন্তু, ওরা চলে গেল ৷”