লিভ-ইন নিয়ে চমকে দেওয়া তথ্য ফাঁস জিনাতের

Bollywood Actress: বিয়ের আগে ‘সহবাসে’ ভয়! আদৌ ঠিক না ভুল? লিভ-ইন নিয়ে চমকে দেওয়া তথ্য ফাঁস জিনাতের

বলিউড অভিনেত্রী জিনাত আমনকে আজও টিনসেল টাউনের আইকন৷ বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা তিনি একাধিকবার প্রমাণ করেছেন৷ এবার প্রথাগত ট্যাবু ভেঙে মুখ খুলে সকলকে চমকে দিলেন জিনাত আমন৷
বলিউড অভিনেত্রী জিনাত আমনকে আজও টিনসেল টাউনের আইকন৷ বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা তিনি একাধিকবার প্রমাণ করেছেন৷ এবার প্রথাগত ট্যাবু ভেঙে মুখ খুলে সকলকে চমকে দিলেন জিনাত আমন৷
পর্দায় সাহসী দৃশ্যে ঠিক যতটা সাবলীল 'দম মারো দম' গার্ল জিনাত, বাস্তবেও তিনি একইরকম৷ বিয়ের আগে লিভ-ইন, সহবাস নিয়ে এবার মুখ খুললেন জিনাত আমন৷ সুখী দাম্পত্যের কোন চাবিকাঠি রয়েছে জিনাতের কাছে তা শেয়ার করলেন অভিনেত্রী৷
পর্দায় সাহসী দৃশ্যে ঠিক যতটা সাবলীল ‘দম মারো দম’ গার্ল জিনাত, বাস্তবেও তিনি একইরকম৷ বিয়ের আগে লিভ-ইন, সহবাস নিয়ে এবার মুখ খুললেন জিনাত আমন৷ সুখী দাম্পত্যের কোন চাবিকাঠি রয়েছে জিনাতের কাছে তা শেয়ার করলেন অভিনেত্রী৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লিভ-ইন নিয়ে মুখ খুললেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী৷ ৭২ বছর বয়সী অভিনেতার নিজের মতামত নিয়ে মুখ খুলতেই শোরগোল পড়ে গিয়েছে৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লিভ-ইন নিয়ে মুখ খুললেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী৷ ৭২ বছর বয়সী অভিনেতার নিজের মতামত নিয়ে মুখ খুলতেই শোরগোল পড়ে গিয়েছে৷
জিনাত আমন লেখেন, আমার শেষ পোস্টে রিলেশনশিপ টিপস  জানতে চেয়েছিলেন একজন৷ সেই পরিপ্রেক্ষিতেই আমি নিজের মতামত শেয়ার করছি৷ এবং এটি আমার একান্ত ব্যক্তিগত মত যে বিয়ের আগে অবশ্যই লিভ-ইন করা উচিত৷
জিনাত আমন লেখেন, আমার শেষ পোস্টে রিলেশনশিপ টিপস জানতে চেয়েছিলেন একজন৷ সেই পরিপ্রেক্ষিতেই আমি নিজের মতামত শেয়ার করছি৷ এবং এটি আমার একান্ত ব্যক্তিগত মত যে বিয়ের আগে অবশ্যই লিভ-ইন করা উচিত৷
জিনাত আরও বলেন, কেউ যদি রিলেশনশিপে থাকেন এবং বিয়ের সিদ্ধান্ত নেন, তাহলে অবশ্যই তার আগে একসঙ্গে থাকা উচিত৷ আমি আমার সন্তানদেরও এই একই কথা বলেছি৷ কারণ কোনও একটা সম্পর্কে বাঁধা পড়ার আগে নিজেরা কতটা কমফোর্ট সেটাও দেখা উচিত৷
জিনাত আরও বলেন, কেউ যদি রিলেশনশিপে থাকেন এবং বিয়ের সিদ্ধান্ত নেন, তাহলে অবশ্যই তার আগে একসঙ্গে থাকা উচিত৷ আমি আমার সন্তানদেরও এই একই কথা বলেছি৷ কারণ কোনও একটা সম্পর্কে বাঁধা পড়ার আগে নিজেরা কতটা কমফোর্ট সেটাও দেখা উচিত৷
জিনাতের মতে, সারাদিনের মধ্যে কয়েক ঘন্টা একসঙ্গে থাকাটা সেরা মনে হতেই পারে? কিন্তু একসঙ্গে বাথরুম শেয়ার করা, মন খারাপ থাকলে ঝড় সামলানো,  রাতের খাবার নিয়ে সমস্যা এসব তখনই শুরু হয় যখন দুটো মানুষ একসঙ্গে থাক? তাই পুরো জীবনটা সুখে-শান্তিতে কতটা কাটাতে পারবেন, তা বিয়ের আগে বুঝে নেওয়া অত্যন্ত জরুরি৷ সমাজ লিভ-ইন নিয়ে আজও কটাক্ষ করলেও আমার মনে হয় সবকিছুর উর্ধ্বে হল জীবন৷
জিনাতের মতে, সারাদিনের মধ্যে কয়েক ঘন্টা একসঙ্গে থাকাটা সেরা মনে হতেই পারে? কিন্তু একসঙ্গে বাথরুম শেয়ার করা, মন খারাপ থাকলে ঝড় সামলানো, রাতের খাবার নিয়ে সমস্যা এসব তখনই শুরু হয় যখন দুটো মানুষ একসঙ্গে থাক? তাই পুরো জীবনটা সুখে-শান্তিতে কতটা কাটাতে পারবেন, তা বিয়ের আগে বুঝে নেওয়া অত্যন্ত জরুরি৷ সমাজ লিভ-ইন নিয়ে আজও কটাক্ষ করলেও আমার মনে হয় সবকিছুর উর্ধ্বে হল জীবন৷