অবিশ্বাস্য! এ কাকে দেখছেন...? অমিতাভের জন্মের সময় কী ইঙ্গিত পেয়েছিলেন তাঁর বাবা?

Amitabh Bachchan: বাবা স্বপ্নে দেখেছিলেন অমিতাভের জন্ম, বিগ বি-র আসন্ন জন্মদিনের মুহূর্তে সে কথাই শোনা গেল আমির খানের মুখে, কিন্তু কীভাবে জানলেন তিনি?

 স্বপ্ন আমাদের ভবিষ্যতের কথা জানান দেয়, এমনটা বিশ্বাস করেন অনেকেই। অমিতাভ বচ্চনের জন্মের সঙ্গেও যুক্ত রয়েছে এমনই এক স্বপ্নের কথা। যে স্বপ্ন দেখেছিলেন তাঁর পিতা হরিবংশ রাই বচ্চন। সেই রহস্য সম্প্রতি উদঘাটন করলেন আমির খান।
 স্বপ্ন আমাদের ভবিষ্যতের কথা জানান দেয়, এমনটা বিশ্বাস করেন অনেকেই। অমিতাভ বচ্চনের জন্মের সঙ্গেও যুক্ত রয়েছে এমনই এক স্বপ্নের কথা। যে স্বপ্ন দেখেছিলেন তাঁর পিতা হরিবংশ রাই বচ্চন। সেই রহস্য সম্প্রতি উদঘাটন করলেন আমির খান।
অদ্ভুত লাগবে ঠিকই! স্বপ্ন বচ্চন পরিবারের, আমির কী ভাবে তা জানতে পারলেন? অনেকেই ভাববেন নিশ্চয়ই কোনও দিন অমিতাভর মুখ থেকেই গল্পটা শুনেছেন তিনি। তবে, সত্যিটা এই যে এ কথা অমিতাভ নিজে কাউকে কোনও দিন বলেননি। তাহলে? 
অদ্ভুত লাগবে ঠিকই! স্বপ্ন বচ্চন পরিবারের, আমির কী ভাবে তা জানতে পারলেন? অনেকেই ভাববেন নিশ্চয়ই কোনও দিন অমিতাভর মুখ থেকেই গল্পটা শুনেছেন তিনি। তবে, সত্যিটা এই যে এ কথা অমিতাভ নিজে কাউকে কোনও দিন বলেননি। তাহলে? 
আসলে, সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির এক প্রোমোতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন আর আমির খানকে। আগামী ১১ অক্টোবরই অমিতাভর জন্মদিন। অমিতাভের ৮২তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে সেই পর্বে বিশেষ অতিথির ভূমিকা গ্রহণ করতে চলেছেন আমির খান।
আসলে, সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির এক প্রোমোতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন আর আমির খানকে। আগামী ১১ অক্টোবরই অমিতাভর জন্মদিন। অমিতাভের ৮২তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে সেই পর্বে বিশেষ অতিথির ভূমিকা গ্রহণ করতে চলেছেন আমির খান।
সেখানেই আমির প্রশ্ন করে বসেছেন বিগ বি-কে- "যে দিন জন্ম নিয়েছিলেন, সেই দিনটার কথা আপনার মনে আছে"?
সেখানেই আমির প্রশ্ন করে বসেছেন বিগ বি-কে- “যে দিন জন্ম নিয়েছিলেন, সেই দিনটার কথা আপনার মনে আছে”?
অমিতাভ কিছুটা অবাক হয়ে, শূন্য দৃষ্টিতে তাকিয়েছেন। সেটাই স্বাভাবিক। জন্মের মুহূর্তের কথা আবার কার মনে থাকে! আমির এবার হরিবংশ রাই বচ্চনের আত্মজীবনীর একটা অংশ পড়তে শুরু করেন।
অমিতাভ কিছুটা অবাক হয়ে, শূন্য দৃষ্টিতে তাকিয়েছেন। সেটাই স্বাভাবিক। জন্মের মুহূর্তের কথা আবার কার মনে থাকে! আমির এবার হরিবংশ রাই বচ্চনের আত্মজীবনীর একটা অংশ পড়তে শুরু করেন।
"তেজি যখন আমায় ডেকে তুলল, বলল ওর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, সে বড় শুভ মুহূর্ত। আমি এক স্বপ্ন দেখছিলাম। সে কথা তেজিকে না বলে থাকতে পারলাম না। অর্ধনিদ্রিত আমি বললাম- তেজি, তোমার ছেলে হতে চলেছে, তার মধ্যে আমার বাবা ফিরে আসছেন"!
“তেজি যখন আমায় ডেকে তুলল, বলল ওর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, সে বড় শুভ মুহূর্ত। আমি এক স্বপ্ন দেখছিলাম। সে কথা তেজিকে না বলে থাকতে পারলাম না। অর্ধনিদ্রিত আমি বললাম- তেজি, তোমার ছেলে হতে চলেছে, তার মধ্যে আমার বাবা ফিরে আসছেন”!
ঠাকুর্দা প্রতাপ নারায়ণ শ্রীবাস্তবই আবার জন্ম নিয়েছিলেন কি না অমিতাভর মধ্যে, সে তর্কসাপেক্ষ। তবে, ছেলে হওয়ার ব্যাপারটা যে মিথ্যা নয়, সে তো দেখাই গেল! যদিও এ বিষয়ে অমিতাভর প্রতিক্রিয়া জানা যায়নি। তিনি নিজে কী বিশ্বাস করেন, সেটা সম্ভবত তাঁর পরিবার ছাড়া আর কেউ জানে না। 
ঠাকুর্দা প্রতাপ নারায়ণ শ্রীবাস্তবই আবার জন্ম নিয়েছিলেন কি না অমিতাভর মধ্যে, সে তর্কসাপেক্ষ। তবে, ছেলে হওয়ার ব্যাপারটা যে মিথ্যা নয়, সে তো দেখাই গেল! যদিও এ বিষয়ে অমিতাভর প্রতিক্রিয়া জানা যায়নি। তিনি নিজে কী বিশ্বাস করেন, সেটা সম্ভবত তাঁর পরিবার ছাড়া আর কেউ জানে না।