ভাসমান স্টেডিয়াম 

Durga Puja 2024: দুর্গাপুজোর থিমে এবার বিশ্বমানের ভাসমান স্টেডিয়াম, শহরকে টেক্কা দিচ্ছে বসিরহাটের পুজো

উত্তর ২৪ পরগনা: বেশ কয়েক বছর ধরে দুর্গা পুজোয় এখন থিমের ছোঁয়ায় ফুটে উঠছে কোলকাতার পাশাপাশি জেলার শহরতালি এলাকাগুলিতেও। কলকাতার পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় এমন বেশকিছু পুজো হচ্ছে, ধারে ভারে ও আয়োজনে যেগুলি তিলোত্তমা মহানগরীর পূজাকেও টেক্কা দিতে পারে। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে এবারও দুর্গাপূজায় থিমের রমরমা। দুর্গাপুজোর থিমে ভাসমান স্টেডিয়ামে সাড়া পড়ল বসিরহাটে। যেতে যেতে হঠাৎই মনে হবে যেন স্টেডিয়াম। গ্যালারি চারিপাশে দেখা যাবে একাধিক ফুটবল খেলওয়াড়ের ছবি।

শহর বসিরহাট বরাবরই ফুটবলে নজর কেড়েছে। বসিরহাট শহর থেকে উঠে এসেছে একাধিক নামি ফুটবলার। যারা রাজ্য তথা দেশের মুখ উজ্জ্বল করেছে। বর্তমানে দুর্গাপুজো মানেই থিমের বাহার। কোন পুজোর থিম সবথেকে বেশি লোক টানতে পারল, সেটাই একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। এবার দুর্গা পূজার থিমে উঠে এল সেই ভাসমান স্টেডিয়াম। বসিরহাট আমতলা অভ্যুদয় সংঘের এবারের বিশেষ আকর্ষণ।

আরও পড়ুনঃ KKR News: ৫ তারকা বিদেশীকে বাদ দিচ্ছে কেকেআর! তালিকায় একের পর এক চমকে ওঠা নাম

প্রতিবছর বিভিন্ন থিমে ফুটিয়ে তোলেন বসিরহাটের এই পুজো উদ্যোক্তারা। এবারের তাদের থিমে ৪০ ফুট উপরে ভাসমান ফুটবল স্টেডিয়াম পাশাপাশি পারিপার্শ্বিক পরিবেশকে তুলে ধরা হয়েছে ফুটবল স্টেডিয়ামের আদলে। তাদের ফুটবল টিমে বাংলার অন্যতম ফুটবল টিম মোহনবাগান, ইস্টবেঙ্গল, ও মোহামেডান ক্লাবের সমর্থকদের জন্য বিশেষ বিশেষ গ্যালারি ফুটিয়ে তোলা হয়েছে।

জুলফিকার মোল্লা