বিনোদন Bollywood Gossip: সুপারস্টার অভিনেতার পরকীয়া, তাতেই জন্মান বলিউড ‘ডিভা’, ৩ জন বিয়ে করলেও সুন্দরী অভিনেত্রীর মা পরেননি তাঁর মেয়ের বাবার নামের সিঁদুর Gallery October 10, 2024 Bangla Digital Desk সিনেমায় তাঁর রোমান্টিক অভিনয় দক্ষতার কারণে তাঁকে ‘কিং অফ রোমান্স’ বলা হত। সিনেমায় পারদর্শিতার জন্য ১৯৭১ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন। তিনি ১৯৪৭ সালে ‘মিস মালিনী’ ফিল্ম দিয়ে আত্মপ্রকাশ করেন, ভারত প্রজাতন্ত্র হওয়ারও আগে অভিনেত্রী পুষ্পভল্লির সঙ্গে তাঁর জুটি হিট হয়ে ওঠে। তিনি বলিউড ডিভা রেখার বাবা জেমিনি গণেশন৷ যাঁর ব্যক্তিগত জীবন বিতর্কে ঘেরা ছিল।(Instagram@iamabhinayvaddi) জেমিনি গণেশন মহিলাদের প্রতি আসক্ত ছিলেন অতিরিক্ত মাত্রায়৷ আর এর জন্যে তিনি বছরের পর বছর ধরে শিরোনামে থাকতেন। তিনি তিনবার বিয়ে করেন। নামকরা অভিনেত্রী সাবিত্রীর সঙ্গে সম্পর্কের কারণে তাঁকে নিয়ে সমালোচনাও প্রচুর হয়েছিল। পুষ্পবল্লীকে বিয়ে না করেই তিনি দুই কন্যার পিতা হয়েছিলেন, পুষ্পবল্লী ও জেমিনির প্রথম সন্তান রেখা৷ অর্থাৎ তিনি তাঁর বাবার অবৈধ সন্তান ছিলেন৷ রেখার বাবা জেমিনি গণেশন যখন বিয়ে করেছিলেন, তখন তিনি অভিনেত্রী সাবিত্রীকে বিয়ে করে বিতর্ক তৈরি করেছিলেন। তা সত্ত্বেও রেখার মা পুষ্পাবল্লীর সঙ্গেও তাঁর সম্পর্ক জারি রেখেছিলেন। এই সম্পর্ক থেকে অভিনেতা ৭ কন্যা এবং ১ পুত্র হয়। মিডিয়া রিপোর্ট অনুসারে, তিনি ১৯৯৮ সালে জুলিয়ানা অ্যান্ড্রুকে তৃতীয়বার বিয়ে করেছিলেন। (Instagram@bollywoodworlddd) রেখার বাবা জেমিনি গণেশন তাঁর জীবনী ‘ভাজকাই পাদাগু’-তে তাঁর সম্পর্কের বিষয়ে লিখেছেন, ‘কোথাও আমি সেই মহিলাদের প্রতি আকৃষ্ট হয়েছিলাম যারা সমস্যায় পড়েছিল।’ তিনি ‘কিং অফ রোম্যান্স’ বলা পছন্দ করতেন না, কারণ তিনি বিশ্বাস করতেন যে লোকেরা এটিকে তার ব্যক্তিগত জীবনকে কলঙ্কিত করার জন্য ব্যবহার করেছে। (Instagram@bollywoodworlddd) রেখার বাবা জেমিনি গণেশনের সাত মেয়ে ও এক ছেলে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সুপারস্টারের তার প্রথম স্ত্রী থেকে ৪ কন্যা রয়েছে। দ্বিতীয় স্ত্রী সাবিত্রী থেকে তাঁর একটি পুত্র ও একটি কন্যা ছিল। রেখার মা পুষ্পবল্লীর কাছ থেকে তার দুটি মেয়ে আছে, যাদের একজন রেখা এবং অন্যটি রাধা। (Instagram@bollywoodworlddd) জেমিনি গণেশনের মতো, রেখার ব্যক্তিগত জীবনও প্রচুর শিরোনাম করেছিল। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, কিরণ কুমার, বিনোদ মেহরা, সঞ্জয় দত্তের মতো তারকাদের সঙ্গেও তাঁর নাম জড়িয়ে ছিল। তার বিবাহিত জীবনও ছিল বিতর্কের বিষয়। (Instagram@bollywoodworlddd) রেখার বাবা জেমিনি ‘থাই উলাম’ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে সকলের নজর কাড়েন। ১৯৫৪ সালের চলচ্চিত্র ‘মনম পোলা মঙ্গলিয়াম’-এ প্রধান চরিত্রে অভিনয় করার পর তিনি তারকা মর্যাদা পান। দীর্ঘ ৫ দশকের ক্যারিয়ারে তিনি প্রায় ২০০টি ছবিতে কাজ করেছেন। (Instagram@bollywoodworlddd)