Bollywood Gossip-গপগপ করে গিলে খায়, লাইমলাইটে থাকা মানুষগুলির সবকিছুই মানুষ জানতে চায়৷ তাঁদের খাওয়াদাওয়া থেকে শুরু করে প্রেমজীবন সবই স্ক্যানারের নিচে থাকে৷  ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বড় তারকারা তাঁদের কাজের চাপ এখন অনেক কমিয়ে দিয়েছেন৷ তাঁরা বছরে একটি বা দুটি ছবিতে অভিনয় করে, কেউ কেউ আরও কম। আর এই হিসেব করে চলার কারণেই এখন হিট,ফ্লপ কোনটাই খুব বেশি হয়ে যায় না৷ Photo- Representative 

Bollywood Gossip: বলিউডের সিনেমা প্রথমবার ১০০ কোটি ছুঁয়েছিল তাঁর স্কিলে, ২৫ বছরে নেই কোনও হিট, তবুও তিনি

Bollywood Gossip-গপগপ করে গিলে খায়, লাইমলাইটে থাকা মানুষগুলির সবকিছুই মানুষ জানতে চায়৷ তাঁদের খাওয়াদাওয়া থেকে শুরু করে প্রেমজীবন সবই স্ক্যানারের নিচে থাকে৷  ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বড় তারকারা তাঁদের কাজের চাপ এখন অনেক কমিয়ে দিয়েছেন৷ তাঁরা বছরে একটি বা দুটি ছবিতে অভিনয় করে, কেউ কেউ আরও কম। আর এই হিসেব করে চলার কারণেই এখন হিট,ফ্লপ কোনটাই খুব বেশি হয়ে যায় না৷ Photo- Representative 
Bollywood Gossip-গপগপ করে গিলে খায়, লাইমলাইটে থাকা মানুষগুলির সবকিছুই মানুষ জানতে চায়৷ তাঁদের খাওয়াদাওয়া থেকে শুরু করে প্রেমজীবন সবই স্ক্যানারের নিচে থাকে৷  ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বড় তারকারা তাঁদের কাজের চাপ এখন অনেক কমিয়ে দিয়েছেন৷ তাঁরা বছরে একটি বা দুটি ছবিতে অভিনয় করে, কেউ কেউ আরও কম। আর এই হিসেব করে চলার কারণেই এখন হিট,ফ্লপ কোনটাই খুব বেশি হয়ে যায় না৷ Photo- Representative
এক সময়ে কিন্তু হিসেবটা অন্যরকম ছিল৷ সেই সময়ের যাঁরা সুপারস্টার হতেন তাঁরা পরপর সিনেমা আসত আর সব ছবিতেই তাঁরা সাইন করে ফেলতেন৷ এর ফলে তাঁদের কেরিয়ারে অসংখ্য ফ্লপ থাকত৷ Photo- Representative 
এক সময়ে কিন্তু হিসেবটা অন্যরকম ছিল৷ সেই সময়ের যাঁরা সুপারস্টার হতেন তাঁরা পরপর সিনেমা আসত আর সব ছবিতেই তাঁরা সাইন করে ফেলতেন৷ এর ফলে তাঁদের কেরিয়ারে অসংখ্য ফ্লপ থাকত৷ Photo- Representative
ফ্লপের তালিকার উপরের দিকে যে নামগুলি রয়েছে সেগুলি হল জিতেন্দ্র ১০৬টি ফ্লপ , ধর্মেন্দ্র ৯৯ টি ফ্লপ।
ফ্লপের তালিকার উপরের দিকে যে নামগুলি রয়েছে সেগুলি হল জিতেন্দ্র ১০৬টি ফ্লপ , ধর্মেন্দ্র ৯৯ টি ফ্লপ।
আধুনিক তারকাদের মধ্যে গোবিন্দা ৭৫টি ফ্লপ, সঞ্জয় দত্ত ৭০টি, অনিল কাপুর ৫৫টি, অজয় ​​দেবগন ৪৮টি ফ্লপ রয়েছে৷ 
আধুনিক তারকাদের মধ্যে গোবিন্দা ৭৫টি ফ্লপ, সঞ্জয় দত্ত ৭০টি, অনিল কাপুর ৫৫টি, অজয় ​​দেবগন ৪৮টি ফ্লপ রয়েছে৷
সলমান খান ৩৬টি ফ্লপ, শাহরুখ খানের ফ্লপের সংখ্যা ২৪ টি এবং আমির খানে সংখ্যা ১৭ টি ফ্লপ রয়েছে৷ 
সলমান খান ৩৬টি ফ্লপ, শাহরুখ খানের ফ্লপের সংখ্যা ২৪ টি এবং আমির খানে সংখ্যা ১৭ টি ফ্লপ রয়েছে৷
জানেন কি বাঙালির প্রিয় মিঠুনদা-র বলিউডে ফ্লপ সিনেমার তালিকা সকলকে ছাপিয়ে যায়৷  তিনি  প্রতি বছর এক ডজনেরও বেশি ছবিতে কাজ করেছেন, কিছু আরও অনেক বেশি৷ এই ঘটনাটি এই সুপারস্টারের দিকে পরিচালিত করেছে, যার ১৮০টি-র মতো ফ্লপ রয়েছে৷
জানেন কি বাঙালির প্রিয় মিঠুনদা-র বলিউডে ফ্লপ সিনেমার তালিকা সকলকে ছাপিয়ে যায়৷  তিনি  প্রতি বছর এক ডজনেরও বেশি ছবিতে কাজ করেছেন, কিছু আরও অনেক বেশি৷ এই ঘটনাটি এই সুপারস্টারের দিকে পরিচালিত করেছে, যার ১৮০টি-র মতো ফ্লপ রয়েছে৷
ভারতের সবচেয়ে ব্যর্থ তারকা হলেন...মিঠুন চক্রবর্তী ভারতীয় সিনেমায় একজন অভিনেতা হিসেবে সবচেয়ে বেশি ফ্লপের অধিকারী। পাঁচ দশকের কেরিয়ারে এই তারকা ২৭০ টি সিনেমায় কাজ করেছেন। এর মধ্যে রেকর্ড ১৮০টি ফ্লপ হয়েছে (১৩৩টি ফ্লপ এবং ৪৭ টি ডিসাস্টার)
ভারতের সবচেয়ে ব্যর্থ তারকা হলেন…
মিঠুন চক্রবর্তী ভারতীয় সিনেমায় একজন অভিনেতা হিসেবে সবচেয়ে বেশি ফ্লপের অধিকারী। পাঁচ দশকের কেরিয়ারে এই তারকা ২৭০ টি সিনেমায় কাজ করেছেন। এর মধ্যে রেকর্ড ১৮০টি ফ্লপ হয়েছে (১৩৩টি ফ্লপ এবং ৪৭ টি ডিসাস্টার)
 মিঠুন ৮০-র দশকে ৯০-র দশকে স্বল্প-বাজেটের প্রচুর চলচ্চিত্র করার কারণে। ২০০০-র  গোড়ার দিকে, একটি পর্যায় ছিল যখন মিঠুনের পরপর ৩৩টি ফ্লপ ছিল। ২০০৭-র পর থেকে অবশ্য মিঠুন প্রচুর বেছে বেছে কাজ করেছেন৷
মিঠুন ৮০-র দশকে ৯০-র দশকে স্বল্প-বাজেটের প্রচুর চলচ্চিত্র করার কারণে। ২০০০-র  গোড়ার দিকে, একটি পর্যায় ছিল যখন মিঠুনের পরপর ৩৩টি ফ্লপ ছিল। ২০০৭-র পর থেকে অবশ্য মিঠুন প্রচুর বেছে বেছে কাজ করেছেন৷
হওয়া সত্ত্বেও কেন মিঠুন এখনও বড় নাম মিঠুনের ১৮০ টি ফ্লপ অর্থাৎ কেরিয়ারের  দুই-তৃতীয়াংশ চলচ্চিত্রই ব্যর্থ হওয়া সত্ত্বেও তাঁর অভিনয় দক্ষতা ও পপুলারিটি নিয়ে কোনও কথা হবে না।   মিঠুন তাঁর প্রথম চলচ্চিত্র মৃগায়া দিয়ে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছিলেন৷
হওয়া সত্ত্বেও কেন মিঠুন এখনও বড় নাম
 মিঠুনের ১৮০ টি ফ্লপ অর্থাৎ কেরিয়ারের  দুই-তৃতীয়াংশ চলচ্চিত্রই ব্যর্থ হওয়া সত্ত্বেও তাঁর অভিনয় দক্ষতা ও পপুলারিটি নিয়ে কোনও কথা হবে না।   মিঠুন তাঁর প্রথম চলচ্চিত্র মৃগায়া দিয়ে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছিলেন৷
ডিস্কো ডান্সারে তিনি ইন্ডাস্ট্রিকে প্রথম ১০০ কোটি টাকার হিট উপহার দিয়েছেন। ৮০-র দশকে, মিঠুন অসংখ্য  হিট ছবিতে অভিনয় করেছিলেন। বলিউডে তিনি ডান্সের জাদু ছড়িয়ে দিয়েছিলেন৷ তাঁর সেই সময়ের ডান্স মুভগুলি তাঁকে  সরাসরি বলিউডের সুপারস্টার করে দিয়েছিল৷
ডিস্কো ডান্সারে তিনি ইন্ডাস্ট্রিকে প্রথম ১০০ কোটি টাকার হিট উপহার দিয়েছেন। ৮০-র দশকে, মিঠুন অসংখ্য  হিট ছবিতে অভিনয় করেছিলেন। বলিউডে তিনি ডান্সের জাদু ছড়িয়ে দিয়েছিলেন৷ তাঁর সেই সময়ের ডান্স মুভগুলি তাঁকে  সরাসরি বলিউডের সুপারস্টার করে দিয়েছিল৷
মিঠুন ফ্লপ কাউন্টে অন্যান্য বলি তারকাদের থেকে কয়েক গুণ এগিয়ে৷ তবে এটা তো কোনও পপুলারিটির বিষয় নয়৷ তাই এই নিয়ে কোনও প্রতিযোগিতাও হয় না৷
মিঠুন ফ্লপ কাউন্টে অন্যান্য বলি তারকাদের থেকে কয়েক গুণ এগিয়ে৷ তবে এটা তো কোনও পপুলারিটির বিষয় নয়৷ তাই এই নিয়ে কোনও প্রতিযোগিতাও হয় না৷