সঙ্গীত শিল্পীর কাছ থেকে ৫ লক্ষ টাকা লুঠের অভিযোগ

সিবিআই পরিচয়ে খুনের হুমকি-টাকা লুঠ! সঙ্গীত শিল্পীর কাছ থেকে ৫ লক্ষ টাকা লুঠের অভিযোগ

ইন্দ্রজিৎ রুজ, বোলপুর: সিবিআই পরিচয়ে খুনের হুমকি। তারপরে পাঁচ লক্ষ টাকা লুঠ ! চাঞ্চল্যকর অভিযোগ বীরভূমের বোলপুরে। শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের সঙ্গীত শিল্পীর। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন পুলিশকর্মীর ছেলে। পুলিশ পরিচয় দিয়েই তোলাবাজি চলছিল বলে অভিযোগ। ‘সিবিআই থেকে বলছি…’। ফোন করে এমনই বলা হয়েছিল বলে অভিযোগ। তারপর খুনের হুমকি দিয়ে লুট পাঁচ লক্ষ টাকা। এমনই অভিযোগ করেছেন শান্তিনিকেতনের সঙ্গীত শিল্পী সুনিধি নায়েক।

সিবিআই পরিচয় দিয়ে খুনের হুমকি। তারপরেও নানা উপায়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ করেছেন সঙ্গীত শিল্পী সুনিধি। আতঙ্কে দৃষ্কৃতীদের দেওয়া অ্যাকাউন্ট নম্বরে পাঁচ লক্ষ টাকা পাঠিয়ে দেন বলে দাবি শিল্পীর। শান্তিনিকেনতনের পূর্বপল্লির বাসিন্দা সঙ্গীত শিল্পী সুনিধি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সুনিধির উপরে নজরদারি চালাচ্ছিল দুষ্কৃতীরা। শেষমেশ গত মঙ্গলবার অপারেশন চালায়।

আরও পড়ুন– বিসর্জনের আগে ভগবান গণেশের বিগ্রহের গা থেকে সোনার গয়না খুলতে ভুলে গিয়েছিলেন দম্পতি; তারপর যা হল…

সিবিআই পরিচয়ে নামী সঙ্গীত শিল্পীকে প্রাণনাশের হুমকি দিয়ে সাড়ে পাঁচ লক্ষ টাকা লুঠ করলো সাইবার অপরাধীরা। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের পূর্বপল্লিতে। এই ঘটনায় অত্যন্ত আতঙ্কিত ওই সঙ্গীত শিল্পী। সুনিধি নায়েক নামের ওই শিল্পী বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী। তাঁর নিজের বাড়ি আসানসোল হলেও কর্মসূত্রে তিনি শান্তিনিকেতনের পূর্বপল্লিতে একটি ভাড়াবাড়িতে থাকতেন। যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন তিনি একা ছিলেন। তাঁর দাবি, বাড়ির বাইরে অজ্ঞাত পরিচয় মানুষজনদের ঘোরাফেরা করতে দেখেছেন। দুষ্কৃতীরা তাকে সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রায় গোটা দিন হোম অ্যারেস্ট করে রেখেছিল। এরপর তাকে ও তার বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে অনলাইন মাধ্যমে সাড়ে পাঁচ লক্ষ টাকা আদায় করে সাইবার দুষ্কৃতিরা। তাৎপর্যপূর্ণভাবে তার ভাড়া বাড়ির ১০০ মিটারের মধ্যে রয়েছে শান্তিনিকেতন থানা ও এসডিপি অফিস। ‌ফলে নতুন ধরণের এই অপরাধের বিষয়টি জানাজানি হতেই শান্তিনিকেতনে তীব্র চঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা।

আরও পড়ুন– ২০২৪ সালে প্রবাসীদের জন্য বিশ্বের সবথেকে ব্যয়বহুল শহর কোনগুলি? আর ওই তালিকায় ভারতের কোন শহর কত-তম স্থানে রয়েছে?

ভুয়ো পুলিশের গাড়ি নিয়ে তোলাবাজির অভিযোগ প্রাক্তন পুলিশকর্মীর ছেলে ও তার সাগরেদদের, লক্ষাধিক টাকা ও ভুয়ো পুলিশের গাড়ি-সহ গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ৷

ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে তোলাবাজি করতো নীলাদ্রি সরকার নামে এক ব্যক্তি। অভিযুক্ত নীলাদ্রি সরকার প্রাক্তন পুলিশকর্মীর ছেলে। সোদপুর প্রিয়নগরে বাড়ি অভিযুক্তের। ঘোলা থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসের ধারে নীলাদ্রি সরকার এই পুলিশের গাড়ি নিয়ে বিপুল অঙ্কের টাকা নিয়ে ফিরছিল বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ঘোলা থানার পুলিশ অভিযান চালায়। গাড়িতে থাকা দু’জন অভিযুক্ত পালিয়ে যায়। পুলিশের হাতে ধরা পড়ে প্রাক্তন পুলিশকর্মীর ছেলে নীলাদ্রি সরকার ওরফে সোনা। অভিযুক্তের থেকে পুলিশ উদ্ধার করেছে লক্ষাধিক টাকা। এই টাকা বিভিন্ন জায়গায় তোলাবাজি করে অভিযুক্তরা তুলেছে বলেই জানিয়েছে পুলিশ ৷