বোলপুর

Bolpur News: টোটো বন্ধ নানা জায়গায়, শান্তিনিকেতন ঘুরে দেখতে নয়া উদ্যোগ, এবার কিসে চেপে ঘুরবেন বোলপুর

বীরভূম: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির জেলা বীরভূম। এই লাল মাটির জেলার মধ্যে লুকিয়ে রয়েছে নানা অজানা ইতিহাস। আর এই বীরভূমের মধ্যে অবস্থিত বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুর শান্তিনিকেতন। দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও প্রত্যেকদিন হাজার হাজার পর্যটক কবিগুরুর নানা অজানা জিনিস, অজানা তথ্য খুঁজে বের করতে ছুটে আসেন বোলপুর শান্তিনিকেতনে।

এই বোলপুর শান্তিনিকেতন শুধু কবিগুরুর জন্যই বিখ্যাত নয়। এর পাশাপাশি বোলপুর থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত সোনাঝুরির হাটের জন্য বিখ্যাত। বোলপুর শান্তিনিকেতনের বহু জায়গা ভ্রমণ করার পর পর্যটকেরা ছুটে যান খোয়াই নদীর কাছের এই হাটে। সুন্দর সুন্দর চারধারে গাছের ছায়ার মাঝে এই হাট যেন পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।

কলকাতা থেকে কীভাবে পৌঁছানো যায় বোলপুর? শিয়ালদহ অথবা হাওড়া স্টেশন থেকে যে কোনও ট্রেন ধরে আপনি সোজা পৌঁছে যেতে পারবেন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। সেখান থেকে টোটো করে ঘুরে বেড়াতে পারবেন বোলপুরের বিভিন্ন জায়গা। তবে প্রসঙ্গত কয়েকমাস আগে ইউনেস্কো বোলপুর শান্তিনিকেতনের বেশ কিছু জায়গাকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে।

আর এরপরই বিশ্বভারতী কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় টোটো প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। দিন দিন যেভাবে টোটোর দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে, এর ফলেই যানজটের সৃষ্টি হচ্ছে কবিগুরুর বিভিন্ন দর্শনীয় জায়গায়। আর সেই কারণেই বিভিন্ন জায়গায় টোটো প্রবেশ বন্ধ রয়েছে। আর তার ফলেই কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে দেশ-বিদেশ থেকে আগত পর্যটকদের। তবে আর চিন্তার কোনও কারণ নেই।

আরও পড়ুন: ট্রেনে এক দেখাতেই প্রেম, বিয়ে করেও পাননি সংসার-সুখ, ‘ডিভোর্স’ হওয়ার আগেই… বলুন তো কে এই গায়িকা?

এবার বোলপুর শহরের আনাচে-কানাচে ঘুরে দেখতে পারবেন বাইক অথবা স্কুটি করে। হ্যাঁ ঠিক এমনই উদ্যোগ গ্রহণ করেছেন বোলপুর ট্রাভেলার্সের এক সদস্য রথীন দাস। এই বছরই তিনি খুলেছেন ট্রাভেলার্স। এর আগে বোলপুরে ঘুরে বেড়ানোর জন্য কোনও বাইক অথবা স্কুটি ভাড়া পাওয়া যেত না। তবে রথীন দাসের এই উদ্যোগে অনেকটাই বোলপুর ভ্রমণ সহজ হয়েছে পর্যটকদের কাছে। তবে এখন প্রশ্ন জাগতে পারে এই ট্রাভেলার্স পৌঁছাবে কী করে। বোলপুর স্টেশন থেকে নেমে যে কোনও টোটো গাড়ির চালককে বলবেন বোলপুর টুরিস্ট লজ মোড় যাব। আর সেখানে গেলেই আপনি দেখতে পাবেন বোলপুর ট্রাভেলার্স। সেখানে সকাল ৯টা থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত অর্থাৎ ২৪ ঘণ্টার জন্য মাত্র ৬০০ টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন বাইক অথবা স্কুটি ভাড়া। যার জন্য আপনাকে শুধু জমা দিতে হবে ভোটার কার্ড অথবা আধার কার্ডের অরিজিনাল কপি।

৬০০ টাকার বিনিময়ে আপনি শুধু গাড়ি ভাড়া করতে পারবেন। গাড়ির  তেল আপনাকে নিজেকেই খরচ করে বোলপুর শহর ভ্রমণ করতে হবে। রথীন দাস জানান, বর্তমানে তার কাছে ৭টি স্কুটি এবং ২টি বাইক রয়েছে। আপনি চাইলে ট্রাভেলার্সে ফোন করে আগে থেকেই একটি গাড়ি বুকিং করে রাখতে পারেন। তাদের নম্বর হল 9474411526,, তাহলে আর চিন্তার কোনও কারণ নেই। এবার বোলপুর শহরে এলে এই গাড়ি করে আপনি বোলপুরের আনাচে-কানাচে ঘুরে বেড়াতে পারবেন।

সৌভিক রায়