Birbhum Tourism: অ্যাডভেঞ্চার ভালবাসেন? বোলপুর এলে এই রাজবাড়ি মিস করবেন না, একবার ঘুরে দেখুন

বীরভূম: বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এক ঐতিহ্যবাহী জমিদার বাড়ি।বোলপুর শান্তিনিকেতন এসে এই জমিদার বাড়ি না ঘুরলে অনেক কিছুই মিস করে যাবেন।এই জমিদার বাড়ির নাম বোলপুর তালতোড় জমিদার বাড়ি। এই তালতোর গ্রামের দূরত্ব বর্ধমান থেকে আনুমানিক ৬০ কিলোমিটার, বোলপুর থেকে মাত্র ৬ কিলোমিটার এবং প্রান্তিক থেকে মাত্র ২ কিলোমিটারের দূরত্ব। আপনি কলকাতা স্টেশন হাওড়া স্টেশন অথবা শিয়ালদা স্টেশন থেকে যেকোনো ট্রেনে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে পৌঁছে যেতে পারবেন এই গ্রামে।

স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানা যায় তালতোড় এর শেষ জমিদার ছিলেন ভদ্রেশ্বর ঘোষ। আনুমানিক ১৯৫০ সালে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড আইনের এর কারণে জমিদারদের সমস্ত সম্পত্তি ভাগাভাগি হয়ে যায় আত্মীয়-স্বজন থেকে শুরু করে কৃষক পরিবারদের মধ্যে। এবং অবশিষ্ট কিছু অংশ বিশ্বভারতী কর্তৃপক্ষকে দান করে দেওয়া হয়। বর্তমানে এই জমিদার বাড়িতে রয়েছে একটি বিরাট দুর্গা দালান।

আরও পড়ুনWest Medinipur News: বাড়ি বাংলায়, চাষের জমি ওড়িশায়, জানুন বাংলার শেষ গ্রামের নানা অজানা কথা

প্রায় ৩০০ বছরের বেশি সময় ধরে এইখানে মহা ধুমধাম এর সঙ্গেদুর্গাপুজো হয়ে আসছে। দুর্গা পুজোর চারটে দিন জমিদার বাড়ির বিভিন্ন সদস্যরা একত্রিত হয়ে দুর্গাপুজো পালন করে থাকেন। এর পাশাপাশি এখানে লক্ষ্মীপুজো হয়ে থাকে বিশাল বড় আকারে।
এই রাজবাড়ি থেকেই মাত্র কয়েক মিনিটের দূরত্বে রয়েছে কাছারি বাড়ি। চারিধার ঘেঁষে একাধিক সুন্দর সুন্দর সবুজ গাছ পাখিদের কোলাহল এবং মনোরম পরিবেশ আপনার মনকে শান্ত করে দেবে।

এছাড়াও রয়েছে একটি বিরাট বড় আকারের বাঁধানো পুকুর। বর্তমানে কবিগুরুর বোলপুর শান্তিনিকেতন দেখার জন্য বহু পর্যটক শান্তিনিকেতনে ভিড় জমান। তবে অনেকের কাছেই হয়তএই জমিদার বাড়ির গল্প জানা নেই। তবে এবার বোলপুর শান্তিনিকেতন এলে হাতে ঘন্টা দুয়েকের সময় নিয়ে ঘুরে আসুন এই বাড়ী থেকে। জমিদার বাড়ির নানান অজানা ইতিহাস আপনাকে মুগ্ধ করবে।

সৌভিক রায়