প্রতীকী ছবি

Bomb Threat: ‘কেউ বাঁচবে না’, আরজি কর কাণ্ডের মধ্যেই দিল্লির পর পর হাসপাতালে হুমকি মেল, আতঙ্ক!

নয়াদিল্লি: একের পর এক বোমাতঙ্কে আতঙ্ক ছড়াল রাজধানী দিল্লিতে। মঙ্গলবার দুপুরে দিল্লির এইমস এবং সফদরজং হাসপাতালে হুমকি ইমেল আসে। এছাড়াও একটি মলেও এই হুমকি মেল আসে। হুমকি মেল আসার সঙ্গে সঙ্গেই গোটা এলাকাজুড়েই চিরুনি তল্লাশি শুরু হয়ে যায়।
দিল্লির দমকল বাহিনীর তরফ থেকে জানানো হয়, মঙ্গলবার বেলা ১টা ৪ মিনিট নাগাদ নানগলোই এলাকার একটি হাসপাতালে প্রথম ইমেলটি আসে। পরের মেলটি আসে মধ্য দিল্লির চাণক্যপুরীর প্রিমাস হাসপাতালে, বেলা ১টা ৭ মিনিট নাগাদ। এরপরেই পুলিশ, দমকল, বম্ব স্কোয়াড এলাকায় এসে পৌঁছায়। এলাকা জুড়ে তল্লাশি শুরু হয়।
ওই ইমেলে উল্লেখ করা হয় এইমস এবং সফদরজং-সহ মোট ৫০টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে এই হামলা চালানো হবে বলে ইমেলে উল্লেখ করা হয়। জিমেল দিয়ে পাঠানো ওই বার্তায় লেখা ছিল, “আমরা বিভিন্ন জায়গায় বিস্ফোরক নানান জায়গায় লুকিয়ে রেখেছি। কালো ব্যাকপ্যাকেের মধ্যে রাখা ওই বিস্ফোরক আর কিছুক্ষণের মধ্যেই ফাটবে।”
ওই বার্তায় আরও লেখা ছিল, “আজকেই তোমাদের এই পৃথিবীতে শেষদিন। এই বাড়ি থেকে কেউ বেঁচে ফিরবে না।”

আরও পড়ুন: চাঁদের মাটি ছোঁয়ার এক বছর, উদযাপনের ঘোষণা কেন্দ্রের, রইল সেই বিরল মুহূর্তের ছবি
এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, “একই ধরনের ইমেল দিল্লির চাণক্য মলেও আসে। আমরা সেখানেও তল্লাশি চালাই কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।” ইতিমধ্যেই গোটা শহর জুড়েই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলেও জানানো হয়। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বলে জানানো হয়।