Tag Archives: AIIMS Delhi

MBBS Admission: মাত্র ১৬০০ টাকায় হয়ে যাবেন MBBS! এত কম খরচে দেশের কোথায় ডাক্তারি পড়া যায়? জেনে নিন!

 

ডাক্তার হওয়ার স্বপ্ন থাকে অনেকেরই। তবে শুধু মেধার জোরে নয়, ডাক্তারি পড়ার খরচও যে অনেক! সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরেই বলা যায়।
ডাক্তার হওয়ার স্বপ্ন থাকে অনেকেরই। তবে শুধু মেধার জোরে নয়, ডাক্তারি পড়ার খরচও যে অনেক! সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরেই বলা যায়। Photo: representative image
সরকারি প্রতিষ্ঠানগুলিতে ডাক্তারি পড়ার খরচ তুলনায় অনেক কম হলেও আসন সংখ্যা অত্যন্ত কম। তবে, অনেকেই জানেন না যে, দেশেই রয়েছে সস্তায় ডাক্তারির পাঠ নেওয়ার উপায়! কোথায় জানেন?
সরকারি প্রতিষ্ঠানগুলিতে ডাক্তারি পড়ার খরচ তুলনায় অনেক কম হলেও আসন সংখ্যা অত্যন্ত কম। তবে, অনেকেই জানেন না যে, দেশেই রয়েছে সস্তায় ডাক্তারির পাঠ নেওয়ার উপায়! কোথায় জানেন? Photo: representative image
এমবিবিএস ভর্তি: দেশে এমন এক সরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে এমবিবিএস কোর্সের বার্ষিক ফি মাত্র ১৬৩৮ টাকা। তবে, একটি প্রতিবেদনে, লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজের এমবিবিএস ফি বার্ষিক ১৪০০ টাকা বলা হয়েছে। এমতাবস্থায় কেউ যদি এখানে ভর্তি হন, তাহলে সে এখান থেকে নামমাত্র মূল্যে এমবিবিএস করে ডাক্তার হয়ে ক্যারিয়ার গড়তে পারে।
এমবিবিএস ভর্তি: দেশে এমন এক সরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে এমবিবিএস কোর্সের বার্ষিক ফি মাত্র ১৬৩৮ টাকা। তবে, একটি প্রতিবেদনে, লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজের এমবিবিএস ফি বার্ষিক ১৪০০ টাকা বলা হয়েছে। এমতাবস্থায় কেউ যদি এখানে ভর্তি হন, তাহলে সে এখান থেকে নামমাত্র মূল্যে এমবিবিএস করে ডাক্তার হয়ে ক্যারিয়ার গড়তে পারে। Photo: representative image
সর্বনিম্ন ফি কোথায় নেওয়া হয়?এমবিবিএস কোর্সের জন্য সর্বনিম্ন ফি দেশের সুপরিচিত মেডিকেল ইনস্টিটিউট অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, এআইআইএমএস দিল্লিতে। এখানে MBBS এর জন্য বার্ষিক ফি হল ১৬৩৮ টাকা। যদি আমরা পুরো পাঁচ বছরের কথা বলি, তাহলে এখানে MBBS সম্পূর্ণ করতে আপনার খরচ হবে মাত্র ১৯,৮৯৬ টাকা। এক ছাত্রী জানান, এখানে হোস্টেল ফি ২০০০ টাকা।
সর্বনিম্ন ফি কোথায় নেওয়া হয়? এমবিবিএস কোর্সের জন্য সর্বনিম্ন ফি দেশের সুপরিচিত মেডিকেল ইনস্টিটিউট অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, এআইআইএমএস দিল্লিতে। এখানে MBBS এর জন্য বার্ষিক ফি হল ১৬৩৮ টাকা। যদি আমরা পুরো পাঁচ বছরের কথা বলি, তাহলে এখানে MBBS সম্পূর্ণ করতে আপনার খরচ হবে মাত্র ১৯,৮৯৬ টাকা। এক ছাত্রী জানান, এখানে হোস্টেল ফি ২০০০ টাকা। Photo: representative image
কয়টি আসন এবং কী ভাবে ভর্তি করা হয়?দিল্লি AIIMS-এ এমবিবিএস-এর জন্য মোট ১৩২টি আসন। এর মধ্যে ভারতীয় শিক্ষার্থীদের জন্য 125টি এবং বিদেশী শিক্ষার্থীদের জন্য ৭টি আসন রয়েছে। AIIMS-এ MBBS আসনগুলিতে ভর্তির জন্য প্রার্থীদের NEET UG-এর প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। এর পরে, স্কোরের ভিত্তিতে কাউন্সেলিংয়ের জন্য নিবন্ধন করতে হবে। এই সময়ে, AIIMS দিল্লিকে এক নম্বরে পছন্দ পূরণ করতে হবে।
কয়টি আসন এবং কী ভাবে ভর্তি করা হয়? দিল্লি AIIMS-এ এমবিবিএস-এর জন্য মোট ১৩২টি আসন। এর মধ্যে ভারতীয় শিক্ষার্থীদের জন্য 125টি এবং বিদেশী শিক্ষার্থীদের জন্য ৭টি আসন রয়েছে। AIIMS-এ MBBS আসনগুলিতে ভর্তির জন্য প্রার্থীদের NEET UG-এর প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। এর পরে, স্কোরের ভিত্তিতে কাউন্সেলিংয়ের জন্য নিবন্ধন করতে হবে। এই সময়ে, AIIMS দিল্লিকে এক নম্বরে পছন্দ পূরণ করতে হবে। Photo: representative image
ভর্তির জন্য প্রতিযোগিতা রয়েছে!  কম ফিতে ভালো শিক্ষার কারণে দিল্লি AIIMS MBBS কোর্সে ভর্তির প্রতিযোগিতা চলছে। এই কলেজে ভর্তির প্রতিযোগিতা অনুমান করা যায় যে এই বছর NEET UG পরীক্ষায় শীর্ষ ১০০ জন প্রার্থীর মধ্যে ৬৮ জন দিল্লি AIIMS-এ ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ থেকে ৩৭ নম্বরের প্রার্থীরা তাদের প্রথম পছন্দ হিসাবে AIIMS দিল্লি পূরণ করেছিলেন।
ভর্তির জন্য প্রতিযোগিতা রয়েছে! কম ফিতে ভালো শিক্ষার কারণে দিল্লি AIIMS MBBS কোর্সে ভর্তির প্রতিযোগিতা চলছে। এই কলেজে ভর্তির প্রতিযোগিতা অনুমান করা যায় যে এই বছর NEET UG পরীক্ষায় শীর্ষ ১০০ জন প্রার্থীর মধ্যে ৬৮ জন দিল্লি AIIMS-এ ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ থেকে ৩৭ নম্বরের প্রার্থীরা তাদের প্রথম পছন্দ হিসাবে AIIMS দিল্লি পূরণ করেছিলেন। Photo: representative image
দেশের সেরা ৫ মেডিক্যাল কলেজের তালিকায় প্রথমেই রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যালসায়েন্সেস (AIIMS), নয়াদিল্লি। কম খরচায় এখান থেকেও ডাক্তারির পাঠ নিতে পারেন পড়ুয়ারা। তবে অত্যন্ত মেধাবী হতে হবে তাঁদের, সুযোগ পাওয়ার জন্য।
দেশের সেরা ৫ মেডিক্যাল কলেজের তালিকায় প্রথমেই রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যালসায়েন্সেস (AIIMS), নয়াদিল্লি। কম খরচায় এখান থেকেও ডাক্তারির পাঠ নিতে পারেন পড়ুয়ারা। তবে অত্যন্ত মেধাবী হতে হবে তাঁদের, সুযোগ পাওয়ার জন্য। Photo: collected

Bomb Threat: ‘কেউ বাঁচবে না’, আরজি কর কাণ্ডের মধ্যেই দিল্লির পর পর হাসপাতালে হুমকি মেল, আতঙ্ক!

নয়াদিল্লি: একের পর এক বোমাতঙ্কে আতঙ্ক ছড়াল রাজধানী দিল্লিতে। মঙ্গলবার দুপুরে দিল্লির এইমস এবং সফদরজং হাসপাতালে হুমকি ইমেল আসে। এছাড়াও একটি মলেও এই হুমকি মেল আসে। হুমকি মেল আসার সঙ্গে সঙ্গেই গোটা এলাকাজুড়েই চিরুনি তল্লাশি শুরু হয়ে যায়।
দিল্লির দমকল বাহিনীর তরফ থেকে জানানো হয়, মঙ্গলবার বেলা ১টা ৪ মিনিট নাগাদ নানগলোই এলাকার একটি হাসপাতালে প্রথম ইমেলটি আসে। পরের মেলটি আসে মধ্য দিল্লির চাণক্যপুরীর প্রিমাস হাসপাতালে, বেলা ১টা ৭ মিনিট নাগাদ। এরপরেই পুলিশ, দমকল, বম্ব স্কোয়াড এলাকায় এসে পৌঁছায়। এলাকা জুড়ে তল্লাশি শুরু হয়।
ওই ইমেলে উল্লেখ করা হয় এইমস এবং সফদরজং-সহ মোট ৫০টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে এই হামলা চালানো হবে বলে ইমেলে উল্লেখ করা হয়। জিমেল দিয়ে পাঠানো ওই বার্তায় লেখা ছিল, “আমরা বিভিন্ন জায়গায় বিস্ফোরক নানান জায়গায় লুকিয়ে রেখেছি। কালো ব্যাকপ্যাকেের মধ্যে রাখা ওই বিস্ফোরক আর কিছুক্ষণের মধ্যেই ফাটবে।”
ওই বার্তায় আরও লেখা ছিল, “আজকেই তোমাদের এই পৃথিবীতে শেষদিন। এই বাড়ি থেকে কেউ বেঁচে ফিরবে না।”

আরও পড়ুন: চাঁদের মাটি ছোঁয়ার এক বছর, উদযাপনের ঘোষণা কেন্দ্রের, রইল সেই বিরল মুহূর্তের ছবি
এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, “একই ধরনের ইমেল দিল্লির চাণক্য মলেও আসে। আমরা সেখানেও তল্লাশি চালাই কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।” ইতিমধ্যেই গোটা শহর জুড়েই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলেও জানানো হয়। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বলে জানানো হয়।

Doctor Passes away:মৃত এইমস-এর চিকিৎসক, বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ, ফোন পেয়ে ঘটনাস্থলে দিল্লি পুলিশ

দিল্লি: দক্ষিণ দিল্লিতে বাড়ি থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে এক চিকিৎসককে৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ব্যক্তিটি এইমস-এর নিউরোসার্জেন ছিলেন৷ নাম রাজ ঘোনিয়া৷ তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর৷

ঘোনিয়া গুজরাটের রাজকোটের বাসিন্দা ছিল৷ দিল্লিতে তিনি গৌতম নগর এলাকায় থাকতেন৷ সেই বাড়িতে পুলিশ ব্যবহৃত ওষুধ ও সিরিঞ্জের শিশি পেয়েছে৷

আরও পড়ুন:বেঙ্গালুরুতে ভোর রাতে ধর্ষিতা তরুণী, আরজিকরের ঘটনার মাঝে আরও এক ভয়াবহতার নিদর্শন

পুলিশের প্রাথমিক অনুমান ওষুধের ওভারডোজ়ের ফলেই ব্যক্তিটির মৃত্যু হয়েছে৷ পুলিশের সন্দেহ এটি একটি আত্মহত্যার ঘটনা৷ ঘটনাস্থল থেকে একটা সুইসাইড নোটও পাওয়া গিয়েছে৷ তবে সেইখানে মৃত্যুর জন্য কাউকে দায়ি করা হয়নি৷

আরও পড়ুন:ভয়াবহ ঘটনা!বিহারে আবার ভাঙল সেতু, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

পুলিশ সূত্রে খবর, হাউজ় খাস পুলিশ স্টেশনে ফোন করে প্রথম এই আত্মহত্যার খবর জানানো হয়৷ রবিবার দুপুর ২টোর দিকে, তাঁরা এই খবর পেয়ে গিয়ে ঘটনাস্থলে অচেতন অবস্থায় রাজ ঘোনিয়াকে দেখতে পান৷

তাঁকে নিয়ে অল ইন্ডিয়া ইন্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))