ঢাকাগামী এবং ঢাকা থেকে ভারতে আসা ফ্লাইট বাতিল করা হল

Bomb Threat In Flight: বিমানে বোমা রাখা আছে? সকাল সকাল হুমকি চিরকুট ঘিরে আতঙ্ক দিল্লিতে, পালালেন যাত্রীরা

নয়াদিল্লি: দিল্লি থেকে বারাণসীগামী বিমানে বোমা থাকার খবরে তীব্র চাঞ্চল্য ছড়াল। আজ মঙ্গলবার সকালে বেসরকারি বিমান সংস্থার এই বিমানটি দিল্লি থেকে বারাণসী যাওয়ার কথা ছিল, এর মাঝেই খবর মেলে, বিমানে বোমা রাখা আছে। এর পরে, দিল্লি বিমানবন্দরে তড়িঘড়ি বিমানটিকে আলাদা করে সরিয়ে নিয়ে নেওয়া হয়। এভিয়েশন সিকিউরিটি সূত্রে জানা গিয়েছে, বোমার নাম লেখা একটি নোট বিমানের পরীক্ষাগারে থেকে মিলেছে।

ফ্লাইটে বোমার খবর পাওয়া মাত্রই যাত্রী ও বিমান পরিচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দরেই বিমানের ইমার্জেন্সি এক্সিট থেকে লাফ দিয়ে পালাতে শুরু করেন কয়েকজন যাত্রী। বিমানে বোমা রয়েছে এমন তথ্য পাওয়ার পর, বিমানটিকে একটি আলাদা স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে সমস্ত যাত্রীদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

বিমানে বোমার খবর পাওয়া মাত্রই এভিয়েশন সিকিউরিটি ও বম্ব স্কোয়াড দল ঘটনাস্থলে পৌঁছেছে। একই সঙ্গে দিল্লি দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আজ সকাল ৫:৩৫ মিনিটে দিল্লি থেকে বারাণসীগামী একটি বিমানে বোমা রাখার খবর পাওয়া যায়। জরুরি গেট দিয়ে সব যাত্রীকে বের করে আনা হয়। সব যাত্রী নিরাপদে আছেন। বিমানে তল্লাশি চলছে।

একই সময়ে বেসরকারি বিমান সংস্থা একটি বিবৃতি জারি করে বলেছে, ‘দিল্লি থেকে বারাণসী যাওয়ার বিমান 6E2211-এ বোমা রেখে দেওয়ার হুমকি আসে বিমানবন্দরে। এর পরে, সমস্ত প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করা হয়েছিল এবং বিমানবন্দরের নিরাপত্তা সংস্থাগুলির নির্দেশিকা অনুসারে বিমানটিকে একটি আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। ইমার্জেন্সি এক্সিট দিয়ে সব যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়েছে। বর্তমানে বিমানটি তল্লাশি করা হচ্ছে। সমস্ত নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর বিমানটিকে আবার টার্মিনালে ফিরিয়ে আনা হবে।