১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। আট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোটগ্রহণ ওই দিন। ওই দফাতেই ভোট রয়েছে মোদির কেন্দ্র বারণসীতেও। ৪ জুন ভোটগণনা। শেষ দফার ভোটের জন্য প্রচার শেষ হবে ৩০ মে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ৩০ মে সন্ধ্যা থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত— দু’দিন বিবেকানন্দ রক মেমোরিয়ালেই ধ্যানে বসবেন মোদি।

PM Modi’s Roadshow: আজ ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, শেষ দফার প্রচারে কলকাতায় রোড শো ও জোড়া সভা মোদির

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: শেষ দফা ভোটের আগে প্রচারে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, মঙ্গলবার একদিকে প্রধানমন্ত্রীর যেমন জোড়া সভা রয়েছে পাশাপাশি কলকাতায় রোড শোও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুর আড়াইটেয় বারাসত লোকসভা কেন্দ্রের অশোকনগরে প্রথম সভা মোদির। এরপর যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরে দ্বিতীয় জনসভা করবেন নরেন্দ্র মোদি।

আজ, মঙ্গলবারের তিনটি রাজনৈতিক কর্মসূচির মধ্যে একেবারে শেষে কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ছ’টায় শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করবেন মোদি। সপ্তম দফা লোকসভা নির্বাচনের আগে আজ প্রধানমন্ত্রীর বঙ্গের তিন কর্মসূচিকে সামনে রেখে প্রস্তুতি চলছে জোর কদমে। সোমবার রাতে ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর রোড শো-র যাত্রাপথ সরেজমিনে খতিয়ে দেখেন।

আরও পড়ুন– রাশিফল ২৮ মে; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

কলকাতায় এই প্রথম প্রধানমন্ত্রী রোড শো করতে চলেছেন। ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রকেও বাড়তি গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই রাজ্য স্তরের এমনকি কেন্দ্রীয় নেতৃত্বের তাবড় তাবড় নেতারা কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী তাপস রায়ের সমর্থনে রাজনৈতিক প্রচার সেরে গিয়েছেন। আর এবার একেবারে শেষ বেলার প্রচারে প্রধানমন্ত্রীকে রোড শোর ময়দানে নামিয়ে বাজিমাত করতে চাইছে পদ্ম শিবির বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন– সংখ্যাতত্ত্বে ২৮ মে; দেখে নিন কেমন যাবে আজকের দিন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সহ বাংলায় এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ টি জনসভা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভার পাশাপাশি বঙ্গে একাধিক রোড শোও করেছেন। কলকাতাতে তো বটেই, রাজ্যে এই প্রথম প্রধানমন্ত্রীর রোড শো রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। লোকসভা নির্বাচনের প্রচারে বঙ্গ সফরে এসে এর আগে দুর্নীতি অনুপ্রবেশ সহ নানান ইসুতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদির মুখে উঠে এসেছে বারবারই সন্দেশখালির প্রসঙ্গ। আর আজ বঙ্গে জোড়া সভা থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন? সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, আজ কলকাতায় প্রধানমন্ত্রী রোড শো করার আগে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে প্রথমে নেতাজি মূর্তিতে মাল্যদান এবং রোড শো শেষ করে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে স্বামীজীর মূর্তিতে মাল্যদানও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে খবর।