Tag Archives: Indigo Flight

Bomb Threat In Flight: বিমানে বোমা রাখা আছে? সকাল সকাল হুমকি চিরকুট ঘিরে আতঙ্ক দিল্লিতে, পালালেন যাত্রীরা

নয়াদিল্লি: দিল্লি থেকে বারাণসীগামী বিমানে বোমা থাকার খবরে তীব্র চাঞ্চল্য ছড়াল। আজ মঙ্গলবার সকালে বেসরকারি বিমান সংস্থার এই বিমানটি দিল্লি থেকে বারাণসী যাওয়ার কথা ছিল, এর মাঝেই খবর মেলে, বিমানে বোমা রাখা আছে। এর পরে, দিল্লি বিমানবন্দরে তড়িঘড়ি বিমানটিকে আলাদা করে সরিয়ে নিয়ে নেওয়া হয়। এভিয়েশন সিকিউরিটি সূত্রে জানা গিয়েছে, বোমার নাম লেখা একটি নোট বিমানের পরীক্ষাগারে থেকে মিলেছে।

ফ্লাইটে বোমার খবর পাওয়া মাত্রই যাত্রী ও বিমান পরিচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দরেই বিমানের ইমার্জেন্সি এক্সিট থেকে লাফ দিয়ে পালাতে শুরু করেন কয়েকজন যাত্রী। বিমানে বোমা রয়েছে এমন তথ্য পাওয়ার পর, বিমানটিকে একটি আলাদা স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে সমস্ত যাত্রীদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

বিমানে বোমার খবর পাওয়া মাত্রই এভিয়েশন সিকিউরিটি ও বম্ব স্কোয়াড দল ঘটনাস্থলে পৌঁছেছে। একই সঙ্গে দিল্লি দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আজ সকাল ৫:৩৫ মিনিটে দিল্লি থেকে বারাণসীগামী একটি বিমানে বোমা রাখার খবর পাওয়া যায়। জরুরি গেট দিয়ে সব যাত্রীকে বের করে আনা হয়। সব যাত্রী নিরাপদে আছেন। বিমানে তল্লাশি চলছে।

একই সময়ে বেসরকারি বিমান সংস্থা একটি বিবৃতি জারি করে বলেছে, ‘দিল্লি থেকে বারাণসী যাওয়ার বিমান 6E2211-এ বোমা রেখে দেওয়ার হুমকি আসে বিমানবন্দরে। এর পরে, সমস্ত প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করা হয়েছিল এবং বিমানবন্দরের নিরাপত্তা সংস্থাগুলির নির্দেশিকা অনুসারে বিমানটিকে একটি আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। ইমার্জেন্সি এক্সিট দিয়ে সব যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়েছে। বর্তমানে বিমানটি তল্লাশি করা হচ্ছে। সমস্ত নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর বিমানটিকে আবার টার্মিনালে ফিরিয়ে আনা হবে।

Kolkata Flight Smoking Case: মাঝআকাশে বিমানে ধূমপান যাত্রীর! বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল কলকাতাগামী ফ্লাইট

কলকাতা: বিমানবন্দর সূত্র মারফত খবর হায়দরাবাদ থেকে কলকাতাগামী ইন্ডিগো 6E 376-তে বড়সড় বিপাক! কলকাতার আকাশে বিমান থাকাকালীন যাত্রী সিরাজউদ্দিন শেখ বিমানের ল্যাভেটরি বা শৌচালয়ে ধূমপান করছিলেন। তা নজরে আসে বিমান কেবিন ক্রুদের। তৎক্ষণাৎ ওই যাত্রীকে ধূমপান করা থেকে বিরত করেন।

তার খানিক পরে পাইলটের দৃষ্টি আকর্ষণ করে কেবিন ক্রু। সেই মতো বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে দুপুর ২.০১ নাগাদ সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মীদের বিষয়টি অবগত করে।

আরও পড়ুন: নিজের অজান্তেই ঘনঘন নখ খেতে থাকেন? এর ক্ষতিকর প্রভাবগুলি শুনে আজই এই বদ অভ্যাসকে বাই বাই বলবেন!

ওই যাত্রীকে আটক করে পরবর্তীতে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের আধিকারিকেরা এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকেরা ওই যাত্রীকে এনএস সিবিআই বিমানবন্দর থানার হাতে হস্তান্তর করে। তবে সবচেয়ে বড় প্রশ্ন কীভাবে দাহ্য পদার্থ নিয়ে বিমানে উঠে পড়লেন ওই যাত্রী? এই ঘটনার পরে নিরাপত্তার বিস্তর ফাঁকফোকর নজরে উঠে এল।

Drunk Passenger: মাঝ-আকাশে বিমানের সিটের পাশে বমি-মলত্যাগ, ‘মাতাল’ যাত্রীর কাণ্ড ভাইরাল নেটপাড়ায়!

নয়াদিল্লি: ২৬ মার্চের গুয়াহাটি থেকে দিল্লির ইন্ডিগোর উড়ান। সেখানে উঠেছিলেন এক মদ্যপ যাত্রী। শুধু এখানেই শেষ নয়, মাতলামির চোটে বিমানের মধ্যেই বমি ও মলত্যাগ করে ফেলেন তিনি। গোটা ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক সহযাত্রী। অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনাটি ঘটেছে বেসরকারি উড়ান সংস্থা ইন্ডিগো-র বিমানে। 6E 762 নম্বরের ওই বিমানটি গুয়াহাটি থেকে দিল্লি আসছিল। অভিযোগ, ওই বিমান মাঝ আকাশে থাকাকালীন উড়ানের মধ্যেই মাতলামি শুরু করেন এক যাত্রী। এরপর শৌচাগারে যাওয়ার সময় বিমানের মধ্যেই বমি করে ফেলেন তিনি। শৌচাগারের সামনে বমি করতে করতেই মলত্যাগ করে ফেলেন তিনি।

আরও পড়ুন: পকেটে রাখা ১ লক্ষ টাকা! অথচ বলতে পারছেন না নাম-ঠিকানা, বিড়ম্বনায় হাসপাতাল

সোশাল মিডিয়ায় নিজের পরিচয় ভাস্কর দেব কানোয়ার বলে পরিচয় দিয়ে তার পরের ঘটনারপ কথাও লেখা হয়েছে। ছবিতে এক বিমান সেবিকাকে নাকে রুমাল বেঁধে উড়ানের মধ্যে অভিযুক্ত যাত্রীর বমি ও মল পরিষ্কার করতে দেখা গিয়েছে। যার ভূয়সী প্রশংসা করেছে সহযাত্রী। শ্বেতা নামের ওই বিমানসেবিকার এভাবে পরিস্থিতি সামাল দেওয়ার সত্যিই প্রশংসাযোগ্য।

আরও পড়ুন: রেললাইনে বসে আড্ডা চলছিল ৩ জনের, আচমকাই ট্রেনের ধাক্কা! মুহূর্তের মধ্যে সব শেষ

ছবিতে দেখা যায় বিমানের আইল জুড়ে প্রথমেই টিস্যু পেপার পেতে দেন বিমানসেবিকারা। এভাবেই পরিস্থিতি সামাল দেওয়ার মরিয়া চেষ্টা করতে থাকেন তাঁরা। এছাড়া তো উপায়ও ছিল না কোনও। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই অনেকে বিমানসেবিকাদের চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। সেদিন উপস্থিত বিমানসেবিকার প্রশংসাও করেন তাঁরা। ওই মদ্যপ যাত্রীর বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন সকলে। তাঁকে ‘নো ফ্লাই’ তালিকায় রাখার দাবি তোলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।